এক নজরে বাংলাদেশের ডাক সার্ভিস-BCS সহ সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ বিষয়াবলী

এক নজরে বাংলাদেশের ডাক সার্ভিস 

 

Bangladesh postal service at a glance

 

🔸বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি অবস্থিত- রাজশাহীতে।

 

🔸বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রামে লেখা আছে- সেবাই আদর্শ।

 

🔸স্বাধীনতার পর প্রথম ডাক টিকেট প্রকাশিত হয়- ২১ ফেব্রুয়ারি ১৯৭২ সালে।

 

BCS cadre list/বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ক্যাডার পদের বর্তমান সংখ্যা

 

🔸স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকঘর স্থাপিত হয়- চুয়াডাঙ্গায়।

 

🔸বাংলাদেশে পোস্ট কোড চালু হয়- ১৯৮৬ সালে।

 

🔸বাংলাদেশের প্রথম ডাকটিকেটে প্রতীক ছিল- শহিদ মিনারের।

 

বাক্যসংকোচন – বিসিএস (BCS) ও অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার এসেছে

 

🔸বাংলাদেশের ডাক বিভাগ কর্তৃক অনলাইনভিত্তিক টাকা লেনদেনের মাধ্যমের নাম- নগদ।

 

🔸জাতীয় ডাক দিবস- ২৯ জুলাই।

 

🔸ফিলাটেলি অর্থ- ডাক টিকেট সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা।

 

🔸বর্তমানে ডাকঘরের সংখ্যা- ৯৮৮৬ টি।

 

সংগৃহীত