জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করার নিয়ম/Admission cancellation rules of National University

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

 

অনার্স/ডিগ্রি ভর্তি বাতিল করার নিয়ম:

 

যদি কোন শিক্ষার্থী ভুল করে বা অন্য কোন কারণে দ্বৈত ভর্তি (ডবল ভর্তি) হয়ে থাকে তাহলে তাকে পূর্বের ভর্তি বাতিল করার দরকার হয়। আবার অনেকেই সেকেন্ড টাইমার আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করতে চান।

 

ভর্তি বাতিল করার জন্য যেসব ডকুমেন্টস লাগবেঃ

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফরমটি দরকার হবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন কার্ড।

 

কলেজ ফরওয়ারডিং লেটার বা চিঠি।

 

একটা পিসি এবং ইন্টারনেট সংযোগ।

 

Note: যাদের রেজিস্ট্রেশন এখনও হয় নাই তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যে ভর্তি ফর্মটি পেয়েছিলেন তারা সেটা দিবেন। আর যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা রেজিস্ট্রেশন কার্ড দিবেন।

 

অনলাইনে আবেদন করার নিয়মঃ

 

Step-1: সবার প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের  http://www.nu.ac.bd/  এই ওয়েবসাইট প্রবেশ করবেন। এরপর ন্যাভিগেশন মেনুর সবার ডান থেকে Services মেনু অপশন পাবেন, সেখান থেকে Student Login এ Click করতে হবে।

 

Step-2: সেখানে গেলেই একটি লগইন পেজ ওপেন হয়ে যাবে। এর ঠিক  নিচের দিকে Student Registration লেখা অপশন আছে ঠিক ঐখানে Click করুন।

 

Step-3: এবার একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। সেখানে আপনার Course, Session এবং Registration No গুলো আপনি সঠিক ভাবে দিবেন। (রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে যদি কাজ না হয় তাহলে Admission Roll ব্যবহার করতে হবে।

 

Step-4: Step-3 কমপ্লিট করার পর একটি Confirmation পেজ আসবে। সেখানে আপনার দেয়া সব তথ্যগুলো সঠিক আছে কিনা দেখে নিবেন। যদি ভুল হয়ে যায় তাহলে Try Again এ ক্লিক করে নতুন ভাবে সব দিবেন। আর যদি সব ঠিক থাকে তাহলে Proceed এ Click করবেন।

 

Step-5:  আপনার বিস্তারিত সকল তথ্য গুলো দিতে হবে। উল্লেক্ষ্য, আপনার Registration No ই হলো আপনার ইউজার নাম। আপনি এখন এই পেজে আসার পর আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ইমেইল ইত্যাদি তথ্য প্রদান করবেন এবং Save বাটন এ Click করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শেষ করবেন। তারপর  Student Login এ আপনি আপনার Registration NoPassword প্রদান করে আপনার একাউন্ট এ প্রবেশ করবেন।

 

Student Account খোলার পরের কাজঃ

 

Step-1: নিজের Student Account লগ ইন করে দেখবেন পেইজের বাম পাশে Academic Services  নামে একটি অপশন দেয়া আছে। সেটায় Click করতে হবে, সাথে দেখবেন একই নামে আরেকটি সাবসেকশন ওপেন হবে।

 

Step-2: Academic Services সাবসেকশনে Click করার পর New আরেকটি পেজ ওপেন হবে। সেখানে দেখতে পারবেন সবার উপরে Admission Cancel এর লিংক দেয়া আছে। এর পাশে খরচও দেয়া থাকবে। এখন Admission Cancel সেটায় Click করবেন।

 

Step-3: Admission Cancel তে Click করার পর আবেদন পেজ চলে আসবে। সেখানে File Attachment এর ঘরে যা যা দিতে হবে –

 

✓জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফরমটি দরকার হবে। এখানে অনলাইনে ভর্তির যে আবেদন করেছিলেন তার স্টুডেণ্ট কপি লাগবে।

 

✓জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন কার্ড এর কপি দিতে হবে।

 

✓কলেজ ফরওয়ারডিং লেটার বা এপ্লিক্যাশন ( ভর্তি বাতিলের আবেদন করে কলেজে একটা এপ্লিক্যাশন দিবেন। সেই আবেদনপত্র যে গ্রান্টেড হয়েছে তার স্ক্যান করা কপি অবশ্যই সীল মোহর সহ যুক্ত করতে হবে)

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল এর কলেজ ফরওয়ারডিং লেটার বা এপ্লিক্যাশনের চিত্র নিচে দেয়া হলঃ

 

 

Step-4: ভর্তি বাতিলের কারণ বা Reason এর ঘরে কি কারণে এডমিশন ক্যান্সেল করতে চান তার কারণ দর্শাতে হবে। এরপর প্রসিড বাটনে Click করে দিবেন। Click করার সাথে সাথে আবেদন হয়ে গেছে এমন একটা Massage দেখাবে এবং আপনাকে পুনরায় এটার ড্যাশবোর্ডে নিয়ে আসবে।

 

Step-5:  ড্যাশবোর্ডে আপনার আবেদনের সমস্ত ডিটেইলস দেখতে পাবেন। আবেদনের ডিটেইলস এর করামের ডান পাশে Action নামক অপশনের নিচে দেখতে পাাবেন Pay Slip লেখা আছে। এখানে আপনার জন্য একটি ব্যাংক পে স্লিপ তৈরী হবে তা অবশ্যই প্রিন্ট করে নিবেন।

 

আবেদন শেষ করার পর যা করবেনঃ

 

ভর্তি বাতিলের জন্য অনলাইনে আবেদন ও ব্যাংকে টাকা জমা দেওয়া হয়ে গেলে আপাতত আর কোন কাজ নাই। শুধু ২/৩ ‍দিন পর থেকে অনলাইনে আবার আগের মত আপনার একাউন্টে লগ ইন করবেন আর দেখবেন যে আবেদনের Status পরিবর্তন হয়েছে নাকি হয়নি। ভর্তি যদি বাতিল হয়ে যায় তাহলে Approve লেখা থাকবে। যদি Approve লেখা থাকে তবে ভর্তি বাতিল হয়ে গেছে। এখন Approve এ ক্লিক করে পেপারটা ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। এরপর আপনার কলেজে গিয়ে পেপারটা জমা দিয়ে আপনার সব কাগজপত্র তুলে নিতে পারবেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাড়পত্রের (TC) মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়ম