পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১

পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

 

অতি-সংক্ষিপ্ত (জ্ঞানমূলক) প্রশ্ন ও উত্তর

 

অধ্যায়-১

 

প্রশ্ন: ১। রাষ্ট্র কি?

 

উত্তর: রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। যার জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সংগঠিত সরকার এবং সার্বভৌমত্ব রয়েছে।

 

প্রশ্ন: ২। সুশাসন কী?

 

উত্তর: যে শাসনব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা এবং আইনের শাসন বহাল থাকে তাকে সুশাসন বলে।

 

প্রশ্ন: ৩। স্বচ্ছতা কী?

 

উত্তর: যখন কোনো আইন এবং নীতি মেনে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে।

 

প্রশ্ন: ৪। পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই. এম. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখ।

 

উত্তর: নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-২

 

প্রশ্ন: ৫। নাগরিকতা কী?

 

উত্তর: নাগরিক হিসেবে ব্যাক্তির পদমর্যাদাই হলো নাগরিকতা।

 

প্রশ্ন: ৬। Civics শব্দের অর্থ কি?

 

উত্তর: পৌরনীতি।

 

প্রশ্ন: ৭। Civitas শব্দের অর্থ কী?

 

উত্তর: নগররাষ্ট্র

 

প্রশ্ন: ৮। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?

 

উত্তর: Civics

 

প্রশ্ন: ১। Civics শব্দ কোন শব্দ থেকে এসেছ?

 

উত্তর: ল্যাটিন শব্দ Civis ও Civitas থেকে।

 

প্রশ্ন: ১০। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি?

 

উত্তর: Good Governance

 

প্রশ্ন: ১১। পৌরনীতি মূলত কি বিষয়ক বিজ্ঞান?

 

উত্তর: নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।

 

প্রশ্ন: ১২। সিভিস (Civics) ও সিভিটাস (Civitas) শব্দের অর্থ কি?

 

উত্তর: নাগরিক ও নগররাষ্ট্র

 

প্রশ্ন: ১৩। জবাবদিহিতা কি?

 

উত্তর: যখন কোনো ব্যাক্তি তার সম্পাদিত কর্ম সম্পর্কে ঊর্ধ্বতন কৃর্তপক্ষের নিকট কৈফিয়ত দেয়,সে কাজটা কীভাবে করেছে তাকে জবাবদিহিতা বলে।

 

প্রশ্ন: ১৪। পৌরনীতির সংজ্ঞা দাও?

 

উত্তর: পৌরনীতি হলো এমন একটি শাস্র, যা নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের

 

প্রশ্ন: ১৫। পৌর শব্দের অর্থ কি?

 

উত্তর: নগর

 

প্রশ্ন: ১৬। নগররাষ্ট্র কী?

 

উত্তর: প্রাচীন গ্রিসের এক একটি নগরকে কেন্দ্র করে গড়ে উঠা একটি রাষ্ট্রই নগররাষ্ট্র।

 

প্রশ্ন: ১৭। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন প্রতিষ্ঠান ব্যবহার করে?

উত্তর: বিশ্বব্যাংক

 

প্রশ্ন: ১৮। “মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব”-উক্তিটি কার?

 

উত্তর: বিখ্যাত দার্শনিক এরিস্টটলের