পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-২

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

 

অতি-সংক্ষিপ্ত (জ্ঞানমূলক) প্রশ্ন ও উত্তর

 

(দ্বিতীয় অধ্যায়)

 

প্রশ্ন: ১। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা কি ছিল?

উত্তরঃ বাংলা।

 

প্রশ্ন: ২। জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়.?

উত্তরঃ ইউনেস্কো।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১

 

প্রশ্ন: ৩। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯০৬ সালে স্যার সলিমুল্লাহ নেতৃত্বে।

 

প্রশ্ন: ৪। পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ।

 

পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১

 

প্রশ্ন: ৫। পাকিস্তানের গণপরিষদে কে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান?

উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত।

 

প্রশ্ন: ৬। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ খাজা নাজিমুদ্দিন।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৩

 

প্রশ্ন: ৭। আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি কে রচনা করেন.?

উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী।

 

প্রশ্ন: ৮। কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

 

উত্তরঃ ১৯২১ সালে।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৪

 

প্রশ্ন: ৯। পূর্ব বাংলা জনগণের দাবি ছিল কোনটি.?

উত্তরঃ লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন।

 

প্রশ্ন: ১০। মুসলিম লীগের পত্রিকার নাম কি ছিলো?

উত্তরঃ দৈনিক আজাদ।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৫

 

প্রশ্ন: ১১। পাকিস্তানের প্রথম রাজধানীর কোথায় ছিল?

 

উত্তরঃ করাচী।(১৯৪৭-৫৮), রাওয়ালপিন্ডি(১৯৫৮-৬৭), ইসলামাবাদ (১৯৬৭বর্তমান)

 

প্রশ্ন: ১২। ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি সম্পাদিত হয় কখন?

উত্তরঃ ১৯৬৯ সালের ১০ জানুয়ারি।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৬

 

প্রশ্ন: ১৩। কোন পটভূমিতে শেখ মুজিবুর রহমান তার ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?

উত্তরঃ রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক ও অর্থনৈতিক।

 

প্রশ্ন: ১৪। কোন আইনে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়?

উত্তরঃ ১৯৬৬ সালের ৮ মে দেশরক্ষা আইনে।

 

প্রশ্ন: ১৫। দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ তোফাজ্জল হোসেন মানিক মিয়া।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৭

 

প্রশ্ন: ১৬। কখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়?

 

উত্তরঃ ১৯৬৯ সালের ৫ জানুয়ারি ডাকসু কার্যলয়ে।

 

প্রশ্ন: ১৭। আইয়ূব খানের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন..?

উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো।

 

প্রশ্ন: ১৮। কখন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?

উত্তরঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ‌।

 

প্রশ্ন: ১৯। পাক ভারত যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল?

 

উত্তরঃ ১৭ দিন।

 

প্রশ্ন: ২০। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এর সভাপতি কে ছিলেন?

উত্তরঃ তোফায়েল আহমেদ।

 

প্রশ্ন: ২১। আইয়ূব খাঁন কখন পদত্যাগ করেন?

উত্তরঃ ১৯৬৯ সালের ২৫ মার্চ।

 

প্রশ্ন: ২২। যুক্তফ্রন্ট সরকারের মেয়াদ কতদিন ছিল?

 

উত্তরঃ ৫৬ দিন।

 

প্রশ্ন: ২৩। বর্ধমান হাউজের বর্তমান নাম কী?

উত্তরঃ বাংলা একাডেমি।