২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিল্পোদ্যোগ প্রশ্ন

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিল্পোদ্যোগ প্রশ্ন

 

হিসাববিজ্ঞান বিভাগ

 

বিষয়: শিল্পোদ্যোগ

 

বিষয় কোড: ২৩২৫

 

ক বিভাগ

 

১। নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০=১০

 

ক) শিল্পোদ্যোগ কী?

 

উত্তর:

 

খ) ট্রাস্ট কী?

 

উত্তর:

 

গ) ফ্যাক্টরিং কী?

 

উত্তর:

 

ঘ) ক্ষুদ্র শিল্প কী?

 

উত্তর: যে শিল্পের শ্রমিক সংখ্যা ২০জনের অধিক এবং মূলধনের পরিমাণ ১০ লক্ষ টাকায় সীমাবদ্ধ তাকে ক্ষুদ্র শিল্প বলে।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ব্যাংকিং ও বিমা তত্ত্ব, আইন এবং হিসাব প্রশ্ন

 

ঙ) ক্রেতা ভ্যালু কী?

 

উত্তর: পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যায়িত অর্থের পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু।

 

চ) ন্যূনতম মূলধন কী?

 

উত্তর: যে পরিমাণ শেয়ার বিক্রি করলে কোম্পানি ব্যবসা আরম্ভ করতে পারে তাকে নূন্যতম মূলধন বলে।

 

ছ) প্রকল্প মূল্যায়ন কী?

 

উত্তর:

 

জ) X তত্ত্বের মূল বক্তব্য কী?

 

উত্তর:

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের নীরিক্ষা ও নিশ্চয়তা প্রশ্ন

 

ঝ) মূল্য সংযোজন কর কাকে বলে?

 

উত্তর: উৎপাদিত পণ্য বা সেবার মূল্য সংযোজনের ওপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে।

 

ঞ) SWOT বিশ্লেষণ কী?

 

উত্তর:

 

ট) BSCIC এর পূর্ব নাম কী ছিল?

 

উত্তর: পূর্ব পাকিস্তান ক্ষুদ্র শিল্প সংস্থা।

 

ঠ) গ্রীন ফুয়েল কী?

 

উত্তর: দূষণমুক্ত পরিবেশ বান্ধব আর সাশ্রয়ী যানবাহনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা করাই হলো গ্রীন ফুয়েল।

 

খ বিভাগ

 

নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:  ৪×৫=২০

 

২। ব্যবসায় পরিকল্পনা উন্নয়নের পদক্ষেপগুলো আলোচনা কর।

 

৩। চলতি বা কার্যকরী মূলধন নির্ধারণের বিবেচ্য বিষয় গুলো আলোচনা কর।

 

অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা/Hons 4th year Accounting department book list-Nu

 

 

৪। বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের সমস্যা সমূহ বর্ণনা কর।

 

৫। ঝুঁকি নির্ণয়ে নৈতিক ও প্রাকৃতিক বিপদসমূহের প্রভাব বর্ণনা কর।

 

৬। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কর্মসূচির সীমাবদ্ধতা আলোচনা কর।

 

৭। শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।

 

৮। ধার ও নগর ঋণের মধ্যে পার্থক্যসমূহ কী?

 

৯। এনজিও নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা কর।

 

গ বিভাগ

 

নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:  ১০×৫=৫০

 

১০।ক) ব্যবসায় পরিকল্পনার ব্যবহার বলতে কী বুঝ? আলোচনা কর।

 

খ) ব্যবসায় পরিকল্পনার  অপ্রত্যাশিত সীমাবদ্ধতা আলোচনা কর।

 

মাস্টার্স (MBA) হিসাব বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা/Masters (MBA) Accounting department book list-Nu

 

১১। ক) প্রকল্প কী? এর বৈশিষ্ট্য আলোচনা কর।

 

খ) প্রকল্প ধারণা চিহ্নিত করার নির্দেশিকা বর্ণনা কর।

 

১২। ক) ক্ষুদ্র ব্যবসায়ের অর্থসংস্থানের উৎস সমূহ আলোচনা কর।

 

খ) বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংক ঋণের প্রকারভেদ আলোচনা কর।

 

১৩। ক) শিল্পোদ্যোক্তার শ্রেণীবিভাগ দেখাও।

 

খ) ম্যাকগ্রেগরের X তত্ত্ব এবং Y তত্ত্ব আলোচনা কর।

 

১৪। ক) বাংলাদেশের মতো উন্নয়ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ব্যবসার ভূমিকা আলোচনা কর।

 

খ) বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ের ব্যর্থতার কারণ কী?

 

১৫। ক) শিল্পোদ্যোগের ক্ষেত্রে প্রেষণা তত্ত্বসমূহ বর্ণনা কর।

 

খ) ব্যবসায় পরিকল্পনার সীমাবদ্ধতা সমূহ আলোচনা কর।

 

 

১৬। ক) বাংলাদেশের নারী শিল্পোদ্যোক্তাদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধা সমূহ বর্ণনা কর।

 

খ) বাংলাদেশের শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নে বিসিক এর ভূমিকা সম্পর্কে আলোচনা কর।

 

কবি পরিচিতি: ফররুখ আহমদ -BCS সহ সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

 

 

১৭। ক) মূল্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা কর।

 

খ) বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ আলোচনা কর।