২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের নীরিক্ষা ও নিশ্চয়তা প্রশ্ন

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের নিরীক্ষা ও নিশ্চয়তা প্রশ্ন

 

হিসাববিজ্ঞান বিভাগ

 

বিষয়: নিরীক্ষা ও নিশ্চয়তা

 

বিষয় কোড: ২৩২৫০১

 

ক বিভাগ

 

১। নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০=১০

 

ক) নিরীক্ষক কি হিসাবরক্ষক?

 

উত্তর: নিরীক্ষক হিসাবরক্ষক নন।

 

 

খ) আইসিবি এর প্রশাসনিক মন্ত্রণালয় কোনটি

 

উত্তর: বাণিজ্য মন্ত্রণালয়।

 

গ) CASB এর পূর্ণ নাম কী?

 

উত্তর: Cost Accounting Standard Board.

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ব্যবসায় ও বাণিজ্যিক আইন প্রশ্ন

 

ঘ) জুয়াচুরি কত প্রকার?

 

উত্তর: ২ প্রকার।

 

ঙ) ব্যবসায় ঝুঁকি কত প্রকার?

 

উত্তর: ৩ প্রকার।

 

চ) প্রতিবেদনের তারিখ বলতে কি বুঝায়?

 

উত্তর: যে তারিখে প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং প্রতিবেদনের মূল উপাদান হিসেবে বাধ্যতামূলকভাবে প্রতিবেদনে উল্লেখ করা হয় তাকে প্রতিবেদনের তারিখ বলে।

 

ছ) Audit শব্দটি কোন শব্দ হতে উৎপত্তি হয়েছে?

 

উত্তর: Audit শব্দটি ল্যাটিন Audir শব্দ থেকে এসেছে।

 

জ) GAAS এর পূর্ণ নাম কী?

 

উত্তর: Generally Accepted Auditing Standard.

 

ঝ) প্রবাহ তালিকা কী?

 

উত্তর: চিত্রের মাধ্যমে কোন প্রোগ্রাম বা অ্যালগরিদমকে প্রকাশ করা হলে তাকে প্রবাহ তালিকা বলে।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ব্যাংকিং ও বিমা তত্ত্ব, আইন এবং হিসাব প্রশ্ন

 

ঞ) IRS এর পূর্ণ রূপ কী?

 

উত্তর: Internal Revenue System.

 

ট) নিরীক্ষা প্রক্রিয়ার সর্বশেষ পর্যায় কোনটি?

 

উত্তর: নিরীক্ষা প্রতিবেদন পেশ করা।

 

ঠ) কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা কী কী?

 

উত্তর: কোম্পানি নিরপেক্ষ নিরীক্ষকের পদমর্যাদা নিম্নরূপ:

ক) শেয়ারহোল্ডারদের প্রতিনিধি,

খ) কোম্পানির কর্মকর্তা ও

গ) কোম্পানির সেবক।

 

খ বিভাগ

নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:  ৪×৫=২০

 

২। নিরীক্ষা কার্য ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ।

 

৩। উৎপাদন ব্যয় নিরীক্ষার সুবিধা গুলো লিখ।

 

৪। নিরীক্ষার উদ্দেশ্য গুলো লিখ।

 

৫। নিরীক্ষা পরিকল্পনার স্তর গুলো কি কি?

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিল্পোদ্যোগ প্রশ্ন

 

৬। “নিরীক্ষা একটি গতিশীল সমাজবিজ্ঞান” ব্যাখ্যা কর।

 

৭। আইসিবির কার্যাবলী আলোচনা কর।

 

৮। নিয়ন্ত্রণ ঝুঁকি পরিমাপের ধাপসমূহ আলোচনা কর।

 

৯। জালিয়াতির শ্রেণীবিভাগ আলোচনা কর।

 

গ বিভাগ

 

নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:  ১০×৫=৫০

 

১০।ক) বিধিবদ্ধ নিরীক্ষার সংজ্ঞা দাও।

 

খ) বিধিবদ্ধ নিরীক্ষার প্রয়োগ ক্ষেত্র গুলো আলোচনা কর।

 

১১। ক) আইসিবি এর ভিশন কী?

 

খ) বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের নিরীক্ষার ক্ষেত্রে বিশেষ কার্যক্রম গুলো কী কী?

 

১২। ক) ভাউচিং বা সত্যতা যাচাইয়ের উপায় গুলো কি কি?

 

খ) লেনদেনের সত্যতা যাচাইকরণের উদ্দেশ্য আলোচনা কর।

 

১৩। ক) নিরীক্ষার নোট বই কী?

 

খ) নিরিকার নোট বইয়ের সুবিধা ও অসুবিধা গুলো আলোচনা কর।

 

১৪। ক) নিরীক্ষা প্রতিবেদন দাখিল বলতে কি বুঝায়?

 

খ) নিরীক্ষা প্রতিবেদনের সাধারণ কাঠামো আলোচনা কর।

 

১৫। ক) নিরীক্ষার শ্রেণীবিভাগ দেখাও।

 

খ) “নিরীক্ষক হিসাবরক্ষক নন” ব্যাখ্যা কর।

 

১৬। ক) বাংলাদেশে নিরীক্ষা পেশার ইতিহাস বর্ণনা কর।

 

খ) আন্তর্জাতিক নিরীক্ষার মানগুলোর সুবিধা সমূহ আলোচনা কর।

 

১৭। ক) লেনদেনের সত্যতা যাচাই করণ বলতে কি বুঝ?

 

খ) নিম্নলিখিত লেনদেনগুলোর সত্যতা কিভাবে যাচাই করবে?

i) মজুরি প্রদান

ii) ভাড়া প্রাপ্তি