২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ব্যবসায় ও বাণিজ্যিক আইন প্রশ্ন

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ব্যবসায় ও বাণিজ্যিক আইন প্রশ্ন

 

হিসাববিজ্ঞান বিভাগ

 

বিষয়: ব্যবসায় ও বাণিজ্যিক আইন

 

বিষয় কোড: ২৩২৫০৯

 

ক বিভাগ

১। নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০=১০

 

ক) চুক্তি বলতে কী বুঝ?

 

উত্তর:

 

খ) উপ- প্রতিনিধি বলতে কি বুঝ?

 

উত্তর:

 

গ) ট্রেডমার্ক কী?

 

উত্তর: ট্রেডমার্ক হল পণ্য বা সেবার প্রতীক, চিহ্ন, নির্দেশক যা প্রতিযোগীর পণ্য থেকে পৃথক করে।

 

ঘ) মিথ্যা বর্ণনা কী?

 

উত্তর:

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের নীরিক্ষা ও নিশ্চয়তা প্রশ্ন

 

ঙ) দাগ কাটা চেক কী?

 

উত্তর:

 

চ) শ্রম আদালত বলতে কি বুঝায়?

 

উত্তর:

 

ছ) ভাড়া ক্রয় চুক্তি কী?

 

উত্তর:

 

জ) প্রতিদান কী?

 

উত্তর:

 

ঝ) ক্রেতা সাবধান নীতি কী?

 

উত্তর:

 

ঞ) ঘটনা সাপেক্ষ পণ্য কী?

 

উত্তর:

 

ট) কর্ম ঘন্টা কী?

 

উত্তর:

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিল্পোদ্যোগ প্রশ্ন

 

ঠ) CBA এর পূর্ণরূপ কী?

 

উত্তর: Cost-beniefit Analysis.

 

খ বিভাগ

 

নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:  ৪×৫=২০

 

২। “সকল চুক্তি সম্মতি, কিন্তু সকল সম্মতি চুক্তি নয়” ব্যাখ্যা কর।

 

৩। বাতিলযোগ্য ও অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।

 

৪। ভুলের পরিনাম কী?

 

৫। প্রত্যয় পত্র ও বনিময় বিল এর মধ্যে পার্থক্য দেখাও।

 

৬। বিক্রয় চুক্তি ভঙ্গের পরিণাম কী?

 

৭। বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকদের ছুটি সম্পর্কে কি কি বিধান রয়েছে?

 

৮। পরিবেশগত ছাড়পত্র কিভাবে সংগ্রহ করতে হয়?

 

৯। প্রতিযোগিতা আইন, ২০১২ এর উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।

গ বিভাগ

 

নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:  ১০×৫=৫০

 

১০।ক) চুক্তি ও প্রায় চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।

 

খ) “বিনা প্রতিদানে চুক্তি হয় না” ব্যাখ্যা কর।

 

১১। স্বত্ব কী? কোন পণ্য বিক্রেতা পণ্যের ওপর তার নিজ স্বত্ব অপেক্ষা উৎকৃষ্টতর স্বত্ব ক্রেতাকে অর্পণ করতে পারে না” ব্যাখ্যা কর।

 

১২। ক) ট্রেড মার্ক নিবন্ধনের আবেদন কিভাবে করতে হয়?

 

খ) ট্রেড মার্ক নিবন্ধনের ফলে অর্জিত অধিকার গুলো কী?

 

 

১৩। বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকের স্বাস্থ্য রক্ষা ব্যবস্থার বিধানগুলো আলোচনা কর।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের নীরিক্ষা ও নিশ্চয়তা প্রশ্ন

 

১৪। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর।

 

১৫। ক) সালিশী কী? সালিশী চুক্তির বৈশিষ্ট্য সমূহ কী?

 

খ) সালিশীর সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ব্যাংকিং ও বিমা তত্ত্ব, আইন এবং হিসাব প্রশ্ন

 

১৬। শিল্প বিরোধ কী? শিল্প বিরোধ নিষ্পত্তির উপায় কী?

 

১৭। ক) প্রতিযোগিতা আইনের উদ্দেশ্য লিখ।

 

খ) আপিল সংক্রান্ত আইনের বিধান গুলো সংক্ষেপে বর্ণনা কর।

 

অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা/Hons 4th year Accounting department book list-Nu