২০২১ সালের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনার নীতিমালা প্রশ্ন, মার্কেটিং বিভাগ
২০২১ সালের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনার নীতিমালা প্রশ্ন
মার্কেটিং বিভাগ
2021 Honors First Year Principles of Management Questions
Marketing Department
বিষয়: ব্যবস্থাপনার নীতিমালা
বিষয় কোড: ২১২৩০৭
তারিখ: ০৩/১১/২০২২
ক বিভাগ
১। নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০=১০
ক) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর:
খ) ই-কমার্স কী?
উত্তর:
গ) SWOT- এর পূর্ণরূপ কী?
উত্তর:
ঘ) মিশন কী?
উত্তর:
২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের প্রশ্ন
ঙ) বেঞ্চমার্কিং এর সংজ্ঞা দাও।
উত্তর:
চ) কার্যভিত্তিক সংগঠন কী?
উত্তর:
ছ) সরলরৈখিক সংগঠন কী?
উত্তর:
জ) কাম্য তত্ত্বাবধান পরিসর কী?
উত্তর:
ঝ) স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী?
উত্তর:
২০২১ সালের অনার্স প্রথম বর্ষের কম্পিউটার পরিচিতি প্রশ্ন
ঞ) প্রেষণা সোপান উদ্ভাবক কে?
উত্তর:
ট) কমিটি কী?
উত্তর:
ঠ) মেট্রিক্স সংগঠন কী?
উত্তর:
খ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪×৫=২০
২। উত্তম পরিকল্পনার গুণাবলী বর্ণনা কর।
৩। উদ্দেশ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা কর।
৪। প্রেষণার সাথে উৎপাদনশীলতা সম্পর্ক দেখাও।
৫। সাংগঠনিক দ্বন্দ্বের কারন গুলো কী?
৬। আদেশের ঐক্য ও নির্দেশনার ঐক্যের মধ্যে পার্থক্য কী?
৭। কাঠামোবদ্ধ সিদ্ধান্ত ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্তের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
৮। “কর্তৃত্ব অর্পণ করা যায়, দায়িত্ব নয়” ব্যাখ্যা কর।
৯। নেতৃত্বের ক্ষমতার উৎস সমূহ আলোচনা কর।
গ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ১০×৫=৫০
১০। ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা কর।
১১। কর্মী নির্বাচন প্রক্রিয়া বর্ণনা কর।
১২। একজন আদর্শ নেতার গুণাবলী বর্ণনা কর।
১৩। ম্যাকগ্রেগর X ও Y তত্ত্বটি বিশ্লেষণ কর।
১৪। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপগুলো বর্ণনা কর।
১৫। কাম্য তত্ত্বাবধান পরিসর কোন কোন উপাদানের উপর নির্ভর করে?
১৬। বিকেন্দ্রীকরণ এর মাত্রার ওপর প্রভাব বিস্তারকারী উপাদান সমালোচনা কর।
১৭। বাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধা সমূহ আলোচনা কর।