২০২১ সালের অনার্স প্রথম বর্ষের ব্যবসায় পরিচিতি প্রশ্ন, মার্কেটিং বিভাগ
২০২১ সালের অনার্স প্রথম বর্ষের ব্যবসায় পরিচিতি প্রশ্ন
মার্কেটিং বিভাগ
2021 Honors First Year Introduction to Business Questions
Marketing Department
বিষয়: ব্যবসায় পরিচিতি
বিষয় কোড: ২১২৩০১
তারিখ: ১৪/১১/২০২২
ক বিভাগ
১। নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০=১০
ক) ব্যবসায় কী?
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা উৎপাদন, বন্টন ও বিনিময়সহ বন্টনের সহায়ক যাবতীয় বৈধ কার্যাবলীকে ব্যবসায় বলে।
খ) ব্যবসায় নৈতিকতা কী?
উত্তর: ব্যবসায় নৈতিকতা হলো ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীর সততা, আদর্শ, ন্যায়-নীতি, আইন-কানুন ইত্যাদি মেনে চলা।
গ) ট্রেডমার্ক কী?
উত্তর:
২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের প্রশ্ন
ঘ) প্রিমিয়াম কী?
উত্তর:
ঙ) প্রশিক্ষণ কী?
উত্তর: প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হাতে কলমে শিক্ষা দেওয়াকে প্রশিক্ষণ বলে
চ) শ্রমিক সংঘ কী?
উত্তর:
ছ) আর্থিক হিসাববিজ্ঞান কী?
উত্তর:
জ) চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর: অধ্যাপক আব্রাহাম এইচ মাসলো।
ঝ) প্রমোশন মিশ্রণ কী?
উত্তর: প্রমোশন মিশ্রণ হল ভোক্তাদের নিকট পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পৌঁছানোর জন্য মার্কেটিং প্রমোশনের দুই বা ততোধিক উপাদানের সংমিশ্রণ।
ঞ) মার্চেন্ট পাইকার কী?
উত্তর:
ট) CBA এর পূর্ণ রূপ কী?
উত্তর: Consumer Behaviour Association
ঠ) ভোক্তা বাজার কী?
উত্তর:
খ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪×৫=২০
২। ফ্রাঞ্চাইজের মৌলিক উপাদানসমূহ বর্ণনা কর।
৩। ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকি মধ্যে পার্থক্য কী?
৪। এক মালিকানা ব্যবসায়ের সুবিধাসমূহ বর্ণনা কর।
৫। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ এর মধ্যে পার্থক্য দেখাও।
২০২১ সালের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনার নীতিমালা প্রশ্ন, মার্কেটিং বিভাগ
৬। কর্মী সংগ্রহের উৎস সমূহ বর্ণনা কর।
৭। মানব সম্পদ পরিকল্পনার উপাদান বর্ণনা কর।
৮। শ্রমিক সংঘের কার্যাবলী বর্ণনা কর।
৯। নিকৃষ্ট মুদ্রা কিভাবে উৎকৃষ্ট মুদ্রাকে বাজার হতে বিতাড়িত করে?
গ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ১০×৫=৫০
১০। যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী আলোচনা কর।
১১। দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগ বা উদ্যোক্তার ভূমিকা আলোচনা কর।
২০২১ সালের অনার্স প্রথম বর্ষের কম্পিউটার পরিচিতি প্রশ্ন
১২। ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা কর।
১৩। শিল্প বিরোধের কারণ সমূহ ব্যাখ্যা কর।
১৪। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা কর।
১৫। ঝুঁকি ব্যবস্থাপনা কাকে বলে? ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা কর।
১৬। অংশীদারি চুক্তিপত্রের বৈশিষ্ট্য গুলো সম্পর্কে আলোচনা কর।
১৭। মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান গুলো বর্ণনা কর।