২০২১ সালের অনার্স প্রথম বর্ষের কম্পিউটার পরিচিতি প্রশ্ন

২০২১ সালের অনার্স প্রথম বর্ষের কম্পিউটার পরিচিতি প্রশ্ন

মার্কেটিং বিভাগ

বিষয়: কম্পিউটার পরিচিতি

বিষয় কোড: ২১২৩০৯

তারিখ: ১৭/১০/২০২২

ক বিভাগ

 

১। নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও:  ১×১০=১০

 

ক) আধুনিক কম্পিউটারের জনক কে?

উত্তর: জন ভন নিউম্যান।

 

খ) পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট (PDA) কী?

উত্তর: PDA এক ধরনের বিশেষ মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার।

 

গ) Smart Boxes কী?

উত্তর: Smart Boxes হলো কাগজ এবং ইলেকট্রনিক পেমেন্ট প্রক্রিয়াকরণ, লকবক্স জমা, রেমিট্যান্স ডেটা ক্যাপচার এবং পুনর্মিলন, চালানের বিবরণ, ডেটাসহ সমস্ত উপাদানকে একীভূত করে বিলিং প্রক্রিয়াকে গতিশীল করার জন্য ডিজাইন করা অত্যন্ত কাস্টমাইজড রিসিভেবল ম্যাচিং ম্যানেজমেন্ট সিস্টেম।

 

২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের প্রশ্ন

 

ঘ) LED কী?

উত্তর: LED হ্যালো হালকা রঙের ডায়োড, যার পূর্ণরূপ হল- Light Emitting Diode.

 

ঙ) বারকোড রিডার কী?

উত্তর: সাধারণত একটি বার কোডের তথ্য ধারণ করা এবং পড়তে পারার প্রক্রিয়াকে বারকোড রিডার বলে।

 

চ) ALU কী?

 

উত্তর: ALU- এর কাজ হলো গাণিতিক ও যুক্তিমূলক কাজ করা।

 

ছ) ফার্মওয়্যার কাকে বলে?

 

উত্তর: কম্পিউটার তৈরি করার সময় এটির মেমোরিতে যে সকল প্রোগ্রাম সমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।

 

জ) DSS কী?

 

উত্তর: DSS বা Decision Support System হলো একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ইনফরমেশন সিস্টেম যা ব্যবস্থাপকদের ভবিষ্যৎ পরিকল্পনা নিতে সহায়তা করে।

 

২০২১ সালের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনার নীতিমালা প্রশ্ন, মার্কেটিং বিভাগ

 

ঝ) হ্যাকিং কাকে বলে?

 

উত্তর: প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলে।

 

ঞ) ওয়ার্ড প্রসেসিং কী?

 

উত্তর: ওয়ার্ড প্রসেসিং বলতে বোঝায় কম্পিউটারের মাধ্যমে ওয়ার্ড বা শব্দকে প্রসেস বা প্রক্রিয়াকরণ করে ডকুমেন্ট বা দলিল তৈরি করা।

 

ট) ই-মেইল কী?

উত্তর: 

 

ঠ) ই-বিজনেস কী?

 

উত্তর:

 

খ বিভাগ

 

নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:  ৪×৫=২০

 

২। এনালগ ও ডিজিটাল কম্পিউটার মধ্যে পার্থক্য কী?

 

৩। মার্কেটিং এর ডাটাবেসের গুরুত্ব আলোচনা কর।

 

৪। OMR ও OCR এর মধ্যে পার্থক্য কী?

 

৫। সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে পার্থক্য লিখ।

 

৬। ইনফরমেশন সিস্টেমের উপাদান গুলো বর্ণনা কর।

 

৭। কম্পিউটার কিভাবে ডাটা উপস্থাপন করে?

 

৮। কম্পিউটার হেকিং বলতে কী বোঝায়?

 

৯। সাইবার ক্রাইম প্রতিরোধের উপায় সমূহ আলোচনা কর।

 

গ বিভাগ

 

নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:  ১০×৫=৫০

 

১০।ক) কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর।

খ) চিত্রসহ কম্পিউটারের সংগঠন বর্ণনা কর।

 

১১। ক) কম্পিউটার হার্ডওয়ারের প্রকারভেদ আলোচনা কর।

খ) বিভিন্ন প্রকার মেমোরির বর্ণনা দাও।

 

১২। ক) ডকুমেন্ট সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?

খ) ডকুমেন্ট সংরক্ষণের পদ্ধতি আলোচনা কর।

 

১৩। ক) অপারেটিং সিস্টেমের কাজগুলো আলোচনা কর।

খ) প্যাকেজ প্রোগ্রাম ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

 

১৪। ক) ব্যবসায় ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োজন কী?

খ) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে কি কি ইনফরমেশন সিস্টেম প্রয়োজন হয়?

 

১৫। ক) কম্পিউটার ভাইরাস আক্রমণের কারণ সমূহ আলোচনা কর।

খ) কম্পিউটার রক্ষণাবেক্ষণের উপায় সমূহ সমালোচনা কর।

 

১৬। ক) বিভিন্ন ধরনের ট্রাবল শুটিং সম্পর্কে আলোচনা কর।

খ) ডিজিটাল মার্কেটিং এ ইন্টারনেটের ভূমিকা আলোচনা কর।

 

১৭। টীকা লিখ:

ক) Bulletin Board System (BBS)

খ) VIRUS

গ) Web Portal

ঘ) E-mail