ব্যবস্থাপনার নীতিমালা অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১/Principles of Management Super-Brief Questions and Answers, Chapter-1

ব্যবস্থাপনার নীতিমালা অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অধ্যায়-১

Principles of Management Super-Brief Questions and Answers

Chapter-1

 

ব্যবস্থাপনা বিভাগ (অধ্যায়-১ (ভূমিকা)।

হিসাববিজ্ঞান বিভাগ | অধ্যায় ১ এবং ২

 

১. ব্যবস্থাপনা কী? (Nu-2010, Fin 2015,2017,2019, Acc 2017, 2019 )

 

উত্তর: পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দ্বারা দক্ষতা ও ফলপ্রসূতার সাথে কাজ করিয়ে নেয়ার সামাজিক প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে।

অথবা, উপকরণসমূহের সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মানবীয় প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে।

 

২. Management শব্দটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? (Nu-2015)

উত্তর: ল্যাটিন বা ইতালীয় শব্দ Maneggiare হতে।

 

৩. ব্যবস্থাপক কে? (Fin 2018 )

 

উত্তর: ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে ব্যবস্থাপক বলে।

 

৪. ব্যবস্থাপনা স্তর কয়টি?

 

উত্তর: ব্যবস্থাপনার স্তর তিনটি।

যথা- ১. উচ্চ স্তর; ২. মধ্য স্তর ও ৩. নিম্ন স্তর ।

 

৫. আধুনিক ব্যবস্থাপনার জনক কে? (Mgt-2017, Fin – 2017, Ace -2015, 2017 )

 

উত্তর: হেনরি ফেওল (Henry Fayol)

 

৬. হেনরি ফেওল ব্যবস্থাপনার কয়টি নীতির কথা বলেছেন?

 

উত্তর: ১৪ টি।

 

৭. হেনরি ফেওল এর বিখ্যাত গ্রন্থের নাম কী? (Nu-2013)

 

উত্তর: General and Industrial Management.

 

৮. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? (Nu-2014, Ace – 2016, 2018, Fin-2015 )

উত্তর: ফ্রেডারিক উইনস্লো টেলর (Frederick Winslow Taylor)।

 

৯. FW Taylor এর বিখ্যাত গ্রন্থের নাম কী? (Mgt-2018)

 

উত্তর: The Principles of Scientific Management

 

১০. কর্মী ব্যবস্থাপনার জনক কে? (Nu-2013, Fin-2015)

 

উত্তর: রবার্ট ওয়েন (Robert Owen ) ।

 

১১. আমলাতন্ত্রের জনক কে?

 

উত্তর: ম্যাক্স ওয়েবার (Max Weber)

 

১২. “ব্যবস্থাপনা সার্বজনীন”- উক্তিটি কার? (Mgt-2019, Acc-2016, 2019, Fin-2017 )

 

উত্তর: সক্রেটিস।

 

১৩. ব্যবস্থাপনার 6 M কী? (Mgt 2016, Fin-2019 )

উত্তর:  Men, Machine, Materials, Money. Market, Method.

 

১৪. শিল্প বিপ্লব কোথায়, কখন হয়েছিল? (Mgt-2015)

উত্তর: ইংল্যান্ডে, ১৭৬০-১৮৪০ সাল পর্যন্ত।

 

১৫. ব্যবস্থাপনার উচ্চ স্তরে কোন ধরনের দক্ষতা খুব বেশি প্রয়োজন? (Mgt-2015)

 

উত্তর: ব্যবস্থাপনার উচ্চ করে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ দক্ষতা খুব বেশি প্রয়োজন।

 

১৬. ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য এক বাক্যে লিখ। (Mgt-2015)

 

উত্তর: ব্যবস্থাপনা হলো চক্ষু আর প্রশাসন হলো মস্তিষ্ক।

 

১৭. ব্যবস্থাপকীয় দক্ষতা কী ( Mgt-2018)

 

উত্তরঃ ব্যবস্থাপকীয় দক্ষতা হচ্ছে ন্যূনতম সময়, অর্থ, উপায়-উপকরণ এবং সামর্থ্য ব্যয় করে সর্বাধিক সাফল্য অর্জন কর।

 

১৮. হর্থন গবেষণা কে পরিচালনা করেন/মানবীয় সম্পর্ক মতবাদ এর জনক কে? (Mgt-2017, Acc-2017)

 

উত্তর: অধ্যাপক এলটন মেয়ো (Prof. Elton Mayo) ।

 

১৯. ব্যবস্থাপনা জঙ্গল তত্ত্বের জনক কে? (Acc 2014, 2017)

 

উত্তর: Harold Koontz.

 

20. Espirit de corps কী?

 

উত্তর: Espirit de corps- এর বাংলা অর্থ হলো একতাই বল।

 

২১. MBO -এর ধারণা কে দিয়েছেন? (Fin-2017 )

 

উত্তর: পিটার এফ ডুকার (Peter F Drucker)

 

২২. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কী? (Fin-2016).

 

উত্তর: কারবার প্রতিষ্ঠানে ব্যবস্থাপনায় বিজ্ঞানের প্রয়োগকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে।

অথবা, বুদ্ধিদীপ্ত, গঠনমূলক পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা ও যুক্তি বিশ্লেষণের মাধ্যমে সৃষ্ট সূত্র, প্রক্রিয়া, পদ্ধতি এবং কর্মনীতির আলোকে ব্যবস্থাপনার প্রতিটি কাজকে পরিকল্পিতভাবে পরিচালনা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে।

 

২৩. আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা মতবাদ কী? (Fin-2018)

 

উত্তর: আমলাতন্ত্র ব্যবস্থাপনা মতবাদ হলো এমন একটি মতবাদ যা একটি কাঠামো ও সংগঠনের উপর জোর দেয় এবং এরূপ সংগঠন পদমর্যাদা এবং কর্তৃত্ব আনুষ্ঠানিক রীতিনীতি দ্বারা নির্ধারিত হয়।

 

২৪. আমলাতন্ত্র কী?

 

উত্তর: আমলাতন্ত্র বলতে সংগঠন ও প্রশাসনের এমন একটি বিশেষ ব্যবস্থাকে বুঝায় যেখানে আনুষ্ঠানিক কাঠামোর অধীনে ক্ষমতা ও দায়িত্ব বণ্টনপূর্বক পূর্বনির্ধারিত নিয়মকানুনের আওতায় কার্যাবলি সম্পাদন করা হয়।

 

২৫. আন্তর্জাতিক ব্যবস্থাপনা কী? (Fin-2016)

 

উত্তর: কোন দেশের ব্যবস্থাপনা যখন তার দেশীয় সীমানার বাইরে কোন ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তখন তাকে আন্তর্জাতিক ব্যবস্থাপনা বলে।

 

অথবা, আন্তর্জাতিক ব্যবসায়ে নিয়োজিত প্রতিষ্ঠানের পরিকল্পনা, সংগঠন, নেতৃত্বদান ও নিয়ন্ত্রণের প্রক্রিয়াকেই আন্তর্জাতিক ব্যবস্থাপনা বলে।

 

২৬. পূর্ণরূপ লিখ:

 

i) MBO = Management By Objectives. (Acc-2017)

 

ii) CEO = Chief Executive Officer. (Nu-2013, Acc-2018)

 

iii) ASEAN = Association of South East Asian Nation. (Nu-2013, Acc-2019)

 

iv) TMQ = Total Quality Management. (Fin-2019 )