স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ১০/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 10

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

অনার্স ও ডিগ্রি সকল বিভাগের জন্য

 

History of the Emergence of Independent Bangladesh

 

 Super Brief Questions and Answers

 Chapter 10

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল (১৯৭২ – ১৯৭৫)

 

The bangabandhu Regime (1972-1975)

 

প্রশ্ন-১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়?

 

উত্তর: ৮ জানুয়ারি, ১৯৭২।

 

প্রশ্ন-২: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?

 

উত্তর: ১০ জানুয়ারি, ১৯৭২।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি- সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১

 

প্রশ্ন-৩. বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে?

 

উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।

 

rsbeducation.com

 

প্রশ্ন-৪. বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?

 

উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-২

 

প্রশ্ন-৫. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?

 

উত্তর: ড. কামাল হোসেন।

 

প্রশ্ন-৬. বাংলাদেশের সংবিধানের কতটি মূলনীতি আছে?

 

উত্তর: ৪ টি।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৪/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 4

 

প্রশ্ন-৭. বাকশাল এর পূর্ণরূপ কি?

 

উত্তর: বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৫/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 5

 

প্রশ্ন-৮. বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন?

 

উত্তর: ১৫ আগষ্ট, ১৯৭৫।

 

rsbeducation.com

 

প্রশ্ন-৯. বাংলাদেশের সংবিধান দিবস কবে?

 

উত্তর: ৪ নভেম্বর।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৬/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 6

 

প্রশ্ন-১০: বাংলাদেশের সাংবিধানিক নাম লেখ।

 

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

 

প্রশ্ন -১১. কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন?

 

উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৭/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 7

 

প্রশ্ন-১২. মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রত্যাবর্তন করেছিল?

 

উত্তর: ১৯৭২ সালের ২২ ডিসেম্বর।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৮/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 8, Election of 1970

 

প্রশ্ন-১৩. বাকশাল গঠিত হয় কোন সংশোধনীর মাধ্যমে?

 

উত্তর: সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৯/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 9

 

প্রশ্ন-১৪. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

 

উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

“বাঙালিরা সংকর জাতি” ব্যাখ্যা কর।

 

প্রশ্ন-১৫: বাংলাদেশের সংবিধানের মূলনীতি গুলো কি কি?

 

উত্তর: ক.ধর্মনিরপেক্ষতা

খ. জাতীয়তাবাদ

গ. গণতন্ত্র

ঘ. সমাজতন্ত্র