পরিবেশ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র/Department of Environment recruitment exam question paper
পরিবেশ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র
Department of Environment recruitment exam question paper
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
নিয়োগ পরীক্ষা ২০২৩
পদের নাম: সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
মোট নম্বর: ৭০
সময়: ১ ঘন্টা ৩০ মিনিট
তারিখ: ০৭-০৪-২০২৩
১. ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্থ একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?
২. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুন অপেক্ষা ৪ বছর বেশি। ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০৪ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
৩.
৪. এক কথায় প্রকাশ করুন: ৫
ক. যে অনবরত রোদন করে
খ. উর্বর নয় যা
গ. যার উপস্থিত বুদ্ধি আছে
ঘ. শোভন হৃদয় যার
ঙ. যা পূর্বে শোনা যায় নি।
৫. সন্ধি বিচ্ছেদ করুন: ৫
কি. ষড়যন্ত্র খ. অন্বেষণ
গ. তন্বী ঘ. সপ্তর্ষি
উ. চলচ্চিত্র
৭. বানান শুদ্ধ করুন: ৫
কি. শিরপীড়া খ. নিক্কন
গ. সমিচিন ঘ. অসদাচারণ
ঙ. বিদূষি
৮. বিপরীত শব্দ লিখুন: ৫
ক. উর্ধ্ব খ. খাতক
গ. অগ্র ঘ. ফাঁপা
ঙ. ঈষৎ
৯. Translate the following sentences in English: ৫
a) আমাদের বৃথা সময় নষ্ট করা উচিৎ নয়।
b) দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্থ করে।
c) গ্যাসের অপচয় রোধ করা উচিৎ।
d) তোমাকে বিকাল চারটার মধ্যে ফিরতে হবে।
e) অতি ভক্তি চোরের লক্ষণ।
বাংলা একাডেমিতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র/Bangla Academy recruitment exam question
৯. Write the meaning and make sentences the following Idioms and Phrases: ৫
a) A vicious circle
b) Against the grain
c) Beyond measure
d) Cut a sorry figure
e) On the sly
১০. Transformer the following sentences: ৫
a) Everyone hates war (Interrogative)
b) I know his intention (Complex)
c) Change the form of voice (Passive)
d) I am not as brave as he (Comparative)
e) I know that he is honest (Simple)
১১. Write the correct spelling: ৫
a) Questioneire
b) Comemmoretae
c) Hetteroginious
d) Machenary
e) Entraprenuer
১২. পূর্ণ রূপ লিখ: ৫
কি) ASCII
খ) UNCHR
গ) WMF
ঘ) VOIP
ঙ) JPGE
১৩. বিশ্ব পরিবেশ দিবস কবে? ১
১৪. অপরাজেয় বাংলার ভাস্কর কে? ১
১৫. ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? ১
১৬. ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ ব্যবহৃত করা হয়? ১
১৭. পার্বত্য শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ১
১৮.কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? ১
১৯. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? ১
বাংলাদেশ রেলওয়ে গার্ড নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সমাধান
২০. যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ১
২১. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামীর নাম কি? ১
২২. দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি? ১