স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৭/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 7
অনার্স ও ডিগ্রি সকল বিভাগের জন্য
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
History of the Emergence of Independent Bangladesh
Super Brief Questions and Answers
Chapter 7
১৯৬৯-র গণ অভ্যুত্থান ও ১১ দফা আন্দোলন
The Mass-Upsurge of 1969 and 11 Point Movement
প্রশ্ন-১. কত তারিখে ১১ দফা ঘোষিত হয়?
উত্তর: ১৯৬৯ সালের ৪ জানুয়ারি।
প্রশ্ন-২: ১১ দফার কত তম দফায় সার্বজনীন ভোটাধিকারের কথা বলা হয়েছিল?
উত্তর: ২ নং দফায়।
প্রশ্ন-৩. শেখ মুজিবুর রহমান কবে পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ?
উত্তর: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।
rsbeducation.com
প্রশ্ন-৪. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে দুজন শহীদের নাম লিখ।
উত্তর: শহীদ আসাদ ও শহীদ মতিউর রহমান।
প্রশ্ন-৫. ১৯৬৯ সালে ডাকসুর সহসভাপতি কে ছিলেন?
উত্তর: তোফায়েল আহমেদ।
স্স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-২
প্রশ্ন-৬. আসাদ গেটের পূর্ব নাম কি?
উত্তর: আইয়ুব গেইট।
rsbeducation.com
প্রশ্ন-৭. ড. শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।
প্রশ্ন-৮. সার্জেন্ট জহুরুল হককে কত তারিখে হত্যা করা হয়?
উত্তর: ১৯৬৯ সালের ১৫ ফ্রেব্রুয়ারি।
rsbeducation.com
প্রশ্ন-৯. সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কি?
উত্তর: রেসকোর্স ময়দান।