স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৪/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 4
অনার্স ও ডিগ্রি সকল বিভাগের জন্য
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
History of the Emergence of Independent Bangladesh
Super Brief Questions and Answers
Chapter 4
ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা
Language Movement and Quest for Bengali Identity
১. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ও কি বার ছিল?
উত্তর: ৮ ফাল্গুন, বৃহস্পতিবার।
২. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১ অক্টোবর।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি- সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১
৩. পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: ১৯৫৬ সালে।
rsbeducation.com
৪. ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লিখ।
উত্তর: রফিক ও শফিক।
৫. জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
উত্তর: ইউনেস্কো (UNESCO)
৬. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি কে লিখেছেন?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৫
৭. পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে?
উত্তর: ১৯৫৬ সালে।
৮. কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম।
৯. তমদ্দুন মজলিস কখন গঠিত হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর।
Nu grading system/জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম
১০. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
১১. আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালের ২৩ শে জুন।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-২
১২. পাকিস্তানের শতকরা কত জনের মাতৃভাষা বাংলা ছিল?
উত্তর: ৫৬.৪০ %
১৩. যুক্তফ্রন্ট গঠিত হয় কত তারিখে?
উত্তর: ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর।
১৪. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কত দফা ঘোষণা করেন?
উত্তর: ২১ দফা।
“বাঙালিরা সংকর জাতি” ব্যাখ্যা কর।
১৫. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?
উত্তর: নৌকা।
১৬. পূর্ব পাকিস্তানের কোথায় জিন্নাহ প্রথম কেবল উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বলে ঘোষণা করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে।
১৭. যুক্তফ্রন্টের কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল?
উত্তর: ৪ টি। আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী পার্টি।