ব্যষ্টিক অর্থনীতি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১/Micro Economics, Super Short Questions and Answers, Chapter-1

Micro Economics

 

ব্যষ্টিক অর্থনীতি

 

 অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

অধ্যায়-১ (ভূমিকা)

 

Chapter -1 (Introduction)

 

১. অর্থনীতির জনক কে?

 

উত্তর: অ্যাডাম স্মিথ (Adam Smith)

 

ব্যষ্টিক অর্থনীতি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৬

 

২. অর্থনীতি কী (What is Economics)?

 

উত্তর: যে বিষয় সীমাবদ্ধ সম্পদ ব্যবহার দ্বারা সীমাহীন অভাব পূরণে সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাত্রার নির্দেশ দেয় তাকে অর্থনীতি বলে।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৩. আধুনিক অর্থনীতির জনক কে?

 

উত্তর: আধুনিক অর্থনীতির জনক পল এ স্যামুয়েলসন (Paul A Samuelson).

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৪. ব্যষ্টিক অর্থনীতি কী (What is Micro Economics)?

 

উত্তর: অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৫. Micro কোন গ্রিক শব্দ থেকে এসেছে?

 

উত্তর: প্রাচীন গ্রিক শব্দ ‘Mikros’ থেকে ইংরেজি Micro শব্দটি এসেছে।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৬. এডাম স্মিথের রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম কী?

 

উত্তর: An Inquiry into the nature and causes of the Wealth of Nations.

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৭. অর্থনীতির জমজ ধারণাদ্বয় কী?

 

উত্তর: অর্থনীতির জমজ ধারণাদ্বয় হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং দক্ষতা।

 

RSBEDUCATION.COM

 

৮. সামষ্টিক অর্থনীতি কাকে বলে?

উত্তর: অর্থশাস্ত্রের যে শাখায় বৃহৎ পরিবেশে অর্থনৈতিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।

RSBEDUCATION.COM

 

৯. অর্থনৈতিক দক্ষতা কী?

 

উত্তর: জনগণের অসীম অভাব ও প্রয়োজন মেটানোর জন্য সীমিত সম্পদকে কতটা সর্বোত্তম ভাবে ব্যবহার করা যায় তাকে অর্থনৈতিক দক্ষতা বলে।

 

RSBEDUCATION.COM

 

১০. স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কী?

উত্তর: দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অপ্রতুলতাকে বোঝায়।

 

RSBEDUCATION.COM

 

১১. মিশ্র অর্থনীতি কী?

উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানা এবং সরকারি বেসরকারি উদ্যোগ পাশাপাশি বিরাজ করে তাকে মিশ্র অর্থনীতি বলে।

 

RSBEDUCATION.COM

 

১২. PPP-এর পূর্ণরূপ কি?

উত্তর: Production Possibility Curve.