বাংলাদেশে এখন পর্যন্ত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত /What is the number of titled freedom fighters in Bangladesh so far?
বাংলাদেশে এখন পর্যন্ত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
✓♦১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধা ছিলেন — ৬৭৬ জন।
✓♦বর্তমানে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হল – ৬৭২ জন।
মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন?
বীরশ্রেষ্ঠ — ৭ জন,
বীর উত্তম — ৬৭ জন,
বীর বিক্রম — ১৭৪ জন এবং
বীর প্রতীক — ৪২৪ জন।
৬ জুন ২০২১ইং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দন্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টরের পরিচিতি/Introduction of 11 sectors of liberation war
খেতাব বাতিল হওয়া চার জন হচ্ছেন—
১. লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম গেজেট নং-২৫),
২. লেফটেন্যান্ট কর্নেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীর বিক্রম গেজেট নং-৯০),
৩. লেফটেন্যান্ট এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক গেজেট নং-২৬৭) ও
৪. নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক গেজেট নং-৩২৯)।
ঢাকা থেকে বিভিন্ন জেলার দূরত্ব
সংগৃহীত