স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ১০/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 10

অনার্স ও ডিগ্রি সকল বিভাগের জন্য 

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর 

 

History of the Emergence of Independent Bangladesh

 

 Super Brief Questions and Answers

 Chapter 10

 

The War of Liberation, 1971

 

১. ২৫ শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?

উত্তর: অপারেশন সার্চলাইট।

 

What is Operation search light/অপারেশন সার্চ লাইট কী?

২. মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?

উত্তর: মেহেরপুরের ভবেরপাড়া গ্রামে বৈদ্যনাথ তলায়।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-২

 

৩. ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

rsbeducation.com

 

৪. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: তাজউদ্দিন আহমদ।

 

মুজিবনগর সম্পর্কিত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

 

৫. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

উত্তর: ১১ টি।

 

১৯৭০ এর নির্বাচন/Election of 1970

 

৬. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?

উত্তর: বীরশ্রেষ্ঠ।

 

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা সীমানা/Geographical position and peripheri of Bangladesh

 

৭. মুক্তিযুদ্ধের কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন?

উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৭ জন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ লাভ করেন।

 

৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?

উত্তর: ভারত।

 

মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টরের পরিচিতি/Introduction of 11 sectors of liberation war

 

৯. ভারত বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়?

উত্তর: ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর।

 

১০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

উত্তর: সেনেগাল ।

ব্যষ্টিক অর্থনীতি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১/Micro Economics, Super Short Questions and Answers, Chapter-1

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *