স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৯/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 9
অনার্স ও ডিগ্রি সকল বিভাগের জন্য
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
History of the Emergence of Independent Bangladesh
Super Brief Questions and Answers
Chapter 09
মুক্তিযুদ্ধ, ১৯৭১
The War of Liberation, 1971
১. ২৫ শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?
উত্তর: অপারেশন সার্চলাইট।
What is Operation search light/অপারেশন সার্চ লাইট কী?
২. মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?
উত্তর: মেহেরপুরের ভবেরপাড়া গ্রামে বৈদ্যনাথ তলায়।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-২
৩. ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
rsbeducation.com
৪. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দিন আহমদ।
মুজিবনগর সম্পর্কিত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
৫. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর: ১১ টি।
১৯৭০ এর নির্বাচন/Election of 1970
৬. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?
উত্তর: বীরশ্রেষ্ঠ।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা সীমানা/Geographical position and peripheri of Bangladesh
৭. মুক্তিযুদ্ধের কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন?
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৭ জন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ লাভ করেন।
৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
উত্তর: ভারত।
মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টরের পরিচিতি/Introduction of 11 sectors of liberation war
৯. ভারত বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর।
১০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর: সেনেগাল ।