বাংলা সাহিত্যের প্রথম নাটক/The first drama of Bengali literature, BCS ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
🔰🔰নাটক সম্পর্কিত সকল প্রথম🔰🔰
🔶️১ম মৌলিক নাটক = তারাচরণ শিকদারের ‘ভদ্রার্জুন’ (১৮৫২)।
🔶️১ম সার্থক নাটক = মাইকেল মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা’ (১৮৫৯)।
🔶️১ম ট্রাজেডি নাটক = যোগেন্দ্র চন্দ্র নাথের ‘কীর্তিবিলাস’ (১৮৫২)।
🔶️১ম সার্থক ট্রাজেডি নাটক = মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১)।
[বাক্যসংকোচন – বিসিএস (BCS) ও অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার এসেছে]
🔶️১ম সামাজিক নাটক = রামনারায়ণ তর্করত্নের ‘কুলীনকুলসর্বস্ব’ (১৮৫৪)।
🔶️১ম সাংকেতিক নাটক রচয়িতা = রবীন্দ্রনাথ ঠাকুর।
🔶️১ম সাংকেতিক নাটক = ‘শারদোৎসব’ (১৯০৮)।
🔶️১ম মুসলমান নাট্যকার = মীর মশাররফ হোসেন।
[বিসিএস (BCS) প্রস্তুতি, বাংলা ভাষা ও সাহিত্য]
🔶️১ম মুসলমান রচিত বাংলা নাটক = ‘বসন্তকুমারী’ (১৮৭৩)।
🔶️১ম মুসলমান চরিত্র অবলম্বনে বাংলা নাটক = জমিদার দর্পণ’।
[ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার]
🔶️১ম সার্থক নাট্যকার = মাইকেল মধুসূদন।
🔶️১ম সার্থক কমেডি নাটক = মাইকেল মধুসূদনের ‘পদ্মাবতী’।
🔶️১ম ভাষা আন্দোলনভিত্তিক নাটক = মুনীর চৌধুরীর ‘কবর’ (১৯৫৩)।
🔶️১ম বাংলাদেশ বেতারে প্রচারিত নাটক = বুদ্ধদেব বসুর ‘কাঠঠোকরা’।
🔶️১ম বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নাটক = ‘একতলা দোতলা’।
সংগৃহীত