বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা সীমানা/Geographical position and peripheri of Bangladesh

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা সীমানা

 

Geographical position and peripheri of Bangladesh

 

অবস্থানগত দিক থেকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ-খ্যাত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত। বাংলাদেশের অবস্থান ২০° ৩৪′ উত্তর অক্ষাংশ থেকে ২৬° ৩৮′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা ও ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।

 

[What is Operation search light/অপারেশন সার্চ লাইট কী?]

বাংলাদেশের বর্তমান সীমানা- উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, অরুনাচল ও আসাম রাজ্য; পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য; পূর্ব দক্ষিণে মিয়ানমার; পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার (৫৬,৯৭৭ বর্গমাইল)।

 

[স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-২]

পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কি.মি.। উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কি.মি.। মোট সীমানা ৫,১৩৮ কি.মি. যার মধ্যে ভারতের সঙ্গে স্থল সীমা ৪,১৪৪ কি.মি. মিয়ানমারের সঙ্গে ২৮৩ কি.মি. এবং ৭১১ কি.মি. সমুদ্র সীমা।

 

[মুজিব নগর সরকার/অস্থায়ী সরকার]

 

Geographically, the largest delta in the world, Bangladesh belongs to South Asia. Bangladesh is located from 20° 34′ N to 26° 38′ N latitude and from 88° 01′ E to 92° 41′ E longitude. The Tropic of Cancer and the 90° East Meridian pass through Bangladesh.

 

Bangladesh’s current borders are the Indian states of West Bengal, Meghalaya, Arunachal and Assam on the north; On the east by the Indian states of Assam, Tripura and Mizoram; Myanmar to the south east; The Indian state of West Bengal on the west and the Bay of Bengal on the south.

 

The area of ​​Bangladesh is 1,47,570 square kilometers (56,977 sq miles).

 

[স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে কমন উপযোগী গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর]

The maximum extent from east to west is 440 km. The maximum extent from northwest to southeast is 760 km. The total boundary is 5,138 km. Out of which the land border with India is 4,144 km. 283 km with Myanmar. and 711 km. sea ​​border.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *