পানি বিশুদ্ধকরণের পদ্ধতি/Method of water purification

💦পানি বিশুদ্ধকরণের পদ্ধতিঃ

Method of water purification:

 

 

পানি বিশুদ্ধ করণের গতানুগতিক ৮টি পদ্ধতি হলো(The 8 traditional methods of water purification are):-

 

 

১. হ্যালোজেনাইশন পদ্ধতি (Halogenation method)

 

Banking and Insurance: Theories, Laws and Accounts suggestion, Hons 3rd year exam-2021/ব্যাংকিং ও বিমা: তত্ত্ব, আইন এবং হিসাব সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

২. জার্ম কিলার কেমিক্যাল পদ্ধতি (Germ killer chemical method)

 

৩. পটাশ বা ফিটকিরি পদ্ধতি (Potash or alum method)

 

৪. ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং পদ্ধতি (Chlorine tablets or bleaching method)

 

ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কী (What is the name of the instrument measuring the intensity of the earthquake)?  

 

৫. আয়োডিন মিশ্রণ পদ্ধতি (Iodine mixing method)

 

৬. আলট্রা ফিল্ট্রেশন পদ্ধতি (Ultra filtration method)

 

৭. আল্ট্রাভায়োলেট পদ্ধতি (Ultraviolet method)

 

৮. ফুটানো পদ্ধতি (Boiling method)

 

উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক/নির্ণায়ক যন্ত্র ক্রেস্কোগ্রাফের আবিষ্কারক কে (Who is the inventor of plant growth measuring/diagnosing device Crescograph?

 

উপরোক্ত ৮ টি পদ্ধতিরই রয়েছে কিছু সীমাবদ্ধতা। আলট্রা ফিল্ট্রেশন, আল্ট্রা ভায়োলেট ও ফুটানো পদ্ধতি ব্যতীত প্রত্যেকটি পদ্ধতিরই পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে। দীর্ঘদিন এসব পদ্ধতি ব্যবহার করলে ক্যান্সারসহ নানাবিধ শারীরিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে।

All the above 8 methods have some limitations. All methods except ultrafiltration, ultra violet and boiling have side-effects. If you use these methods for a long time, there is a possibility of getting affected by various physical diseases including cancer.

 

ফুটানো ও আল্ট্রাভায়োলেট পদ্ধতি পানি থেকে ক্ষতিকর জীবাণু মারতে পারলেও, পানি থেকে ক্ষতিকর ভারী পদার্থ দূর করতে সক্ষম নয়। অপরদিকে আলট্রা ফিল্ট্রেশন পদ্ধতি শুধুমাত্র একটি সাধারণ ছাকনী যা পানির ভারী পদার্থগুলো আটকে দিতে পারে কিন্তু পানি থেকে জীবাণু মারতে সক্ষম নয়।

 

Although boiling and ultraviolet methods can kill harmful bacteria from water, they are not capable of removing harmful heavy substances from water. Ultra filtration method on the other hand is just a simple filter which can trap the heavy substances in the water but is not able to kill the germs from the water.

 

সুতরাং পানিকে শতভাগ নিরাপদ করতে ব্যবহার করুন রিভার্স অসমোসিস পদ্ধতি। যা সম্পূর্ণ ক্যামিকেল মুক্ত একটি ছাকনী পদ্ধতি। আলটিমা রিভার্স অসমোসিস পদ্ধতি ৬ টি ধাপে পানিকে বিশুদ্ধ করে ও পানির উপকারি উপাদানগুলো ধরে রাখে।

 

So use reverse osmosis method to make water 100% safe. Which is a completely chemical free filter method. The Ultima reverse osmosis system purifies the water in 6 steps and retains the beneficial elements of the water.

 

সংগৃহীত (Collected)

 

Micro Economics suggestion Hons 1st year exam 2022/ব্যস্টিক অর্থনীতি সাজেশন অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *