Banking and Insurance: Theories, Laws and Accounts suggestion, Hons 3rd year exam-2021/ব্যাংকিং ও বিমা: তত্ত্ব, আইন এবং হিসাব সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১
Banking and Insurance: Theories, Laws and Accounts suggestion
Hons 3rd year exam-2021
ব্যাংকিং ও বিমা: তত্ত্ব, আইন এবং হিসাব সাজেশন
অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১
বিষয় কোড: ২৩২৫১৫
Accounting Department
বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. ব্যাংক কী?
উত্তর: ব্যাংক হল এমন একটা আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় এবং অন্যান্য আর্থিক সংক্রান্ত কাজ সম্পাদন করে।
২. ব্যাংকিং কী?
উত্তর: ব্যাংক সম্পাদিত সকল কার্যাবলীকে ব্যাংকিং বলে।
৩. ব্যাংকের তারল্য নীতি কী?
উত্তর:
৪. কোন আইনের দ্বারা বাংলাদেশের ব্যাংক ব্যবসায় পরিচালিত হয়/বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন কত সালের?
উত্তর: ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন দ্বারা।
৫. CEO কী?
উত্তর:
৬. মুদ্রা/অর্থ বাজার কী?
উত্তর:
৭. কলমানি হার কী?
উত্তর: যে সুদের হারে একটি ব্যাংক অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে স্বল্প সময়ের জন্য ঋণ প্রদান করে তাকে কলমানি হার বলে।
rsbeducation.com
৮. গ্রামীণ ব্যাংক কী?
উত্তর:
৯. নিকাশ ঘর কী?
উত্তর: ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং দেনা পাওনার নিষ্পত্তিস্থলই হলো নিকাশ ঘর।
অথবা, নিকাশ ঘর হল সদস্যদের মধ্যে পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তির জন্য কেন্দ্রীভূত ও সয়ংক্রিয় একটি পদ্ধতি।
HARRP Technology/হার্প প্রযুক্তি
১১. SMS ব্যাংকিং কী?
উত্তর:
১২. চেইন ব্যাংকিং কী?
উত্তর:
১৩. সানসি ব্যাংক কী?
উত্তর:
১৪. ভ্রাম্যমান নোট কী?
উত্তর:
rsbeducation.com
১৫. অনলাইন ব্যাংকিং কী?
উত্তর:
১৬. জমাতিরিক্ত ঋণ কী?
উত্তর:
১৭. প্রত্যয়পত্র কী?
উত্তর:
rsbeducation.com
১৮. ডেবিট কার্ড কী?
উত্তর:
১৯. ক্রেডিট কার্ড কী?
উত্তর:
২০. পে অর্ডার কী?
উত্তর:
rsbeducation.com
২১. খোলা বাজার নীতি কী?
উত্তর:
২২. স্বর্ণমান ধারণা কী?
উত্তর:
২৩. একক ব্যাংক কী?
উত্তর:
rsbeducation.com
২৪. শাখা ব্যাংক কী?
উত্তর:
২৫. গ্রুপ ব্যাংক কী?
উত্তর:
rsbeducation.com
২৬. স্ব-তারল্য তত্ত্ব কী?
উত্তর:
২৭. কার্যকরী রিজার্ভ কী?
উত্তর:
২৮. লিড ব্যাংকিং এর সংজ্ঞা দাও।
উত্তর:
rsbeducation.com
২৯. নগদ ঋণ কী?
উত্তর:
৩০. বিহিত মুদ্রা কী?
উত্তর:
rsbeducation.com
৩১. তালিকাভুক্ত ব্যাংক কী?
উত্তর: যে ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা পরিচালনা করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
rsbeducation.com
৩২. মিশ্র ব্যাংক কী?
উত্তর:
৩৩. মার্চেন্ট ব্যাংক কাকে বলে?
উত্তর:
৩৪. ব্যাংক ঋণ কী?
উত্তর: ব্যাংক তার তহবিল থেকে নগদ অর্থ বা ঋণের দলিলসমূহের মাধ্যমে যে ঋণ দেয় তাকে ব্যাংক ঋণ বলে।
৩৫.
৩৬.
৩৭.
৩৮.
৩৯.
৪০.
৪১.
৪২.
৪৩.
৪৪.
৪৫.
৪৬.
৪৭.
৪৮.
৪৯.
৫০.
পূর্ণ রূপ লিখ:
ATM – Automated Teller Machine.
IDRA – Insurance Development and Regulatory Authority.
ACH – Automatic Clearing House.
SWIFT – The Society for worldwide inter bank Financial Tele-Communication.
CEO – Chief Executive Officer.
IMF – International Monetary Fund.
খ বিভাগ
১. একক ব্যাংকিং ও শাখা ব্যাংকিং এর মধ্যে পার্থক্য লিখ।
২. “কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল” ব্যাখ্যা কর।
পানি বিশুদ্ধকরণের পদ্ধতি/Method of water purification
৩. জামানত গ্রহণের ক্ষেত্রে ব্যাংকের বিবেচ্য বিষয় গুলো বর্ণনা কর।
৪. প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্যসমূহ কী?
৫. বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য গুলো সংক্ষেপে লিখ।
৬. অগ্রিম প্রদান নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা কর।
৭. বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়?
জাল দলিল চিনার উপায়/How to recognize fake documents/Dolil
৮. ব্যাংক মূলধন পর্যাপ্ততা পরীক্ষার পদ্ধতি গুলো আলোচনা কর।
৯. “বাণিজ্যিক ব্যাংক অর্থ বাজারের মধ্যমণি” ব্যাখ্যা কর।
১০. কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার ব্যাখ্যা কর।
১১. ঋণ পুনঃতফসিলিকরণ বলতে কি বুঝায়?
১২. নোট ইস্যুর মূলনীতি সমূহ আলোচনা কর।
১৩. আদর্শ ঋণ ও সমস্যাগ্রস্ত ঋণের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৪. আধুনিক ব্যাংকের মূলনীতিগুলো আলোচনা কর।
No of cadre in BCS/বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ক্যাডার পদের বর্তমান সংখ্যা কয়টি
১৫. জামানতি ঋণ ও জামানত বিহীন দিনের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৬. ইলেকট্রনিক ব্যাংকিং এর উদ্দেশ্য/ গুরুত্ব আলোচনা কর।
১৭.
১৮.
১৯.
২০.
মুজিবনগর সম্পর্কিত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
২১.
২২.
২৩.
২৪.
২৫.
২৬.
২৭.
২৮.
মুজিব নগর সরকার/অস্থায়ী সরকার
২৯.
৩০.
গ বিভাগ
১. ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বুঝ? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশল গুলো আলোচনা কর।
২. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? ব্যাংক ঋণ মঞ্জুরের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহ আলোচনা কর।
৩. ঋণ ও অগ্রিম প্রদানের উপর বাধা নিষেধ সমূহ আলোচনা কর।
৪.
৫.
৬.
৭.
৮.
৯
১০.
১১.
১২.
১৩.
পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর
১৪.
১৫
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে।
বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই। ধন্যবাদ