Micro Economics suggestion Hons 1st year exam 2022/ব্যস্টিক অর্থনীতি সাজেশন অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২
National University Bangladesh
Micro Economics suggestion
Hons 1st year exam- 2022
ব্যষ্টিক অর্থনীতি সাজেশন
অনার্স প্রথম বর্ষ পরীক্ষা -২০২২
ব্যবস্থাপনা বিভাগ
খ বিভাগ
১. সম্পদের বৈশিষ্ট্য গুলো আলোচনা কর। ৯৯%
২. চাহিদা বিধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।৯৯%
rsbeducation.com
৩. যোগান ও মজুদের মধ্যে পার্থক্য লিখ।৯৯%
৪. মৌলিক অর্থনৈতিক সমস্যা গুলো কী কী?৯৯%
৫. উৎপাদন অপেক্ষক বলতে কী বোঝ? ৯৫%
৬. একচেটিয়া ফার্ম কে দাম সৃষ্টিকারী বলা হয় কেন? ৯৯%
rsbeducation.com
৭. চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা ও আয় স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য লিখ।৯৫%
৮. একচেটিয়া কারবারি সর্বদা অস্বাভাবিক মুনাফা অর্জন করে- ব্যাখ্যা কর।৯৯%
৯. চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়?৯৫%
১০. বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার কি?
১১. যোগান বিধিটি ব্যাখ্যা কর।৯৫%
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১২. চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী?
১৩. একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কী?
১৪. অভাবের বৈশিষ্ট্য বর্ণনা কর।৯৫%
১৫. যোগান রেখা উর্ধগামী হয় কেন?৯৫%
rsbeducation.com
১৬. দাম প্রভাব ও আয় প্রভাব এর মধ্যে পার্থক্য দেখাও।৯৫%
১৭. বিজ্ঞাপনের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও।৯০%
rsbeducation.com
১৮. স্বাভাবিক মুনাফা কি গড় খরচের অন্তর্ভুক্ত?৯৫%
১৯. সম উৎপাদন ও সম খরচ রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
rsbeducation.com
২০. পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি ব্যাখ্যা কর।৯০%
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা সীমানা/Geographical position and peripheri of Bangladesh
২১. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
২২. চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে তুলনা করো।
rsbeducation.com
২৩. যোগানের নির্ধারক সমূহ কি?
২৪. স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইংরেজি U অক্ষর বিশিষ্ট হয় কেন?৯৯%
rsbeducation.com
২৫. মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় এর মধ্যে সম্পর্ক দেখাও।
২৬. মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য দেখাও।
ব্যষ্টিক অর্থনীতি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৬
২৭. চাহিদার নির্ধারকসমূহ আলোচনা কর।
২৮. অলিগোপলি বাজার বলতে কি বুঝ?
মাস্টার্স(MBA) ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা/Masters Management department book list-Nu
২৯. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য উল্লেখ কর।৯৫%
৩০. বাজার অর্থনীতির বৈশিষ্ট্য লিখ।৯০%
rsbeducation.com
৩১. ব্যক্তিগত চাহিদা রেখা হতে বাজার চাহিদা রেখা অংকন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
৩২. উৎপাদনের স্থির ও পরিবর্তনীয় উপাদান কী?৯৫%
rsbeducation.com
৩৩. একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অংকন কর।
গ বিভাগ
১. অর্থনীতির সংজ্ঞা দাও। অর্থনীতির বিষয়বস্তু আলোচনা কর। ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতি কী? এদের মধ্যে পার্থক্য দেখাও।৯৯%
২. যোগান রেখা কাকে বলে? যোগানের হ্রাস -বৃদ্ধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।৯৫%
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৩. সম প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা কর। সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা নির্ণয় কর।৯৯%
৪. চাহিদা অপেক্ষকের ধারণা ব্যাখ্যা কর। একটি সরল চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ কর।৯৯%
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাড়পত্রের মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়ম
৫. ভোক্তার উদ্ধৃত ধারণাটি ব্যাখ্যা কর। এ ধারণাটির তাত্ত্বিক ও ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর।৯৯%
৬. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বর্ণনা কর। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন অবস্থায় একটি ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়? ৯৯%
rsbeducation.com
৭. ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি কি শুধু কৃষিক্ষেত্রেই প্রযোজ্য?
৮. ফার্মের ভারসাম্য বলতে কি বুঝ? ভারসাম্যের শর্ত কি কি? প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় এর সাহায্যে ফার্মের ভারসাম্য নির্ধারণ কর।৯৯%
৯. একচেটিয়া মূলক প্রতিযোগিতার সংজ্ঞা দাও। একচেটিয়া প্রতিযোগিতার বৈশিষ্ট্য আলোচনা কর। একচেটিয়া বাজারে কোন সুসংজ্ঞায়িত যোগান রেখা নেই কেন?৯৯%
rsbeducation.com
১০. একচেটিয়া বাজারে কিভাবে পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়? চিত্রসহ ব্যাখ্যা কর।৯৫%
১১. চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কী বোঝায়? চাহিদার পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা কর।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১২. চাহিদার পূর্বাভাস কি? একটি কাল্পনিক চাহিদা সূচি হতে চাহিদা রেখা অঙ্কন কর।৯৫%
No of cadre in BCS/বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ক্যাডার পদের বর্তমান সংখ্যা কয়টি
১৩. দাম বৈষম্যের শর্তগুলো আলোচনা কর।
rsbeducation.com
১৪. মুনাফা সর্বোচ্চকরণের শর্ত সমূহ চিত্রের সাহায্যে বর্ণনা কর।৯৫%
১৫. উৎপাদনের পর্যায় বলতে কী বোঝ? উৎপাদনের বিভিন্ন পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। তোমার মতে উৎপাদনের কোন স্তরে উৎপাদন যুক্তিযুক্ত?৯০%
rsbeducation.com
১৬. সমোচ্ছেদ বিন্দু বা শূণ্য মুনাফা বিন্দু চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।৯৫%
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১৭. অর্থনীতি ইতিবাচক বিজ্ঞান না নেতিবাচক বিজ্ঞান? ব্যাখ্যা কর । সমাজতান্ত্রিক অর্থনৈতিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।৯০%
১৮. নিরপেক্ষ রেখা কী? নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর।৯৯%
১৯. অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপের কারণগুলো বর্ণনা কর।৯০%
২০. উপযোগ কী? সমালোচনাসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা কর।৯৯%
rsbeducation.com
২১. বাজার ভারসাম্য কী? চাহিদা ও যোগান রেখার সাহায্যে কীভাবে বাজার ভারসাম্য নির্ধারিত হয় ব্যাখ্যা কর।
খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে।
বিঃদ্রঃ নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার প্রচেষ্টা তোমাকে সামান্য সহযোগিতা করা।