Insurance and Risk Management suggestion, Hons 3rd year exam-2021/বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১
Insurance and Risk Management suggestion
Hons 3rd year exam-2021
বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন
অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১
Management Department
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ক বিভাগ
১. বিমা কী?
উত্তর: মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বিমা ।
২. সমর্পণ মূল্য কী?
উত্তর: কোনো মেয়াদি বা আজীবন বিমাপত্র গ্রহীতা উক্ত বিমাপত্র চালিয়ে যেতে অসমর্থ হলে বিমা কোম্পানির নিকট তা সমর্পণ করতে পারে। এক্ষেত্রে বিমা কোম্পানি যে মূল্য ফেরৎ দেয় তাকে সমর্পণ মূল্য বলে।
rsbeducation.com
৩. প্রিমিয়াম কী?
উত্তর : বিমার ক্ষেত্রে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেয়ার বিনিময় মূল্য হলো প্রিমিয়াম ।
৪. বার্ষিক বৃত্তি/এ্যানুইটি কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান বা প্রাপ্তিকে বার্ষিক বৃত্তি বলে।
৫. স্থলাভিষিক্তকরণ নীতি কী?
উত্তর : সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এই নীতিকেই স্থলাভিষিক্তকরণের নীতি বলে ।
৬. চার্টার পার্টি কী?
উত্তর : মালামাল বহনের জন্য পুরো জাহাজ বা জাহাজের অংশ বিশেষ ভাড়ার জন্য জাহাজ কোম্পানির সাথে যে লিখিত চুক্তি করা হয় তাকে চার্টার পার্টি বলে।
৭. ঝুঁকি কী?
উত্তর : আর্থিকভাবে নিরূপণযোগ্য ক্ষতির সম্ভাবনাকেই ঝুঁকি বলে ।
৮. পোর্টফোলিও কী?
উত্তর: একটি সম্পদ বা সিকিউরিটিজে বিনিয়োগের পরিবর্তে একাধিক সম্পদ বা সিকিউরিটিজে বিনিয়োগ করাকে পোর্টফোলিও বলে।
৯. মেয়াদি বিমাপত্র কী?
উত্তর: যে জীবন বিমাপত্র একটা নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং এ সময়ের মধ্যে ব্যক্তি মারা গেলে বা মেয়াদ পূর্তিতে বিমাদাবি পরিশোধিত হয় তাকে মেয়াদি বিমাপত্র বলে।
Company Law suggestion, Hons 3rd year exam-2021/কোম্পানি আইন সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১
১০. সামুদ্রিক ক্ষতি কী?
উত্তর: সামুদ্রিক জাহাজ বা নৌ-যান সমুদ্রপথে মালামাল নিয়ে চলাচলের সময় প্রাকৃতিক বা অপ্রাকৃতিক বিপদের কারণে যে ক্ষতির সম্মুখীন হয় তাকেই সামুদ্রিক ক্ষতি বলে।
rsbeducation.com
১১. যাত্রা পলিসি কী?
উত্তর : যে বিমাপত্রে কোনো নির্দিষ্ট যাত্রাপথ উল্লেখপূর্বক সেখানে সৃষ্ট বিপদের কারণে জাহাজ, জাহাজস্থ মালামাল ও সংশ্লিষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়া হয় তাকে যাত্রার বিমাপত্র বলে ।
১২. আজীবন বিমাপত্র কী?
উত্তর: যে জীবন বীমাপত্রে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পরই শুধুমাত্র বিমাদাবি পরিশোধ করা হয় তাকে আজীবন বিমাপত্র বলে ।
১৩. মূল্যায়িত বিমাপত্র কী?
উত্তর: বিমাচুক্তি সম্পাদনকালে বিমাকৃত সম্পদের মূল্য নির্ধারণ করে তা বিমাপত্রে উল্লেখ করলে ঐ বিমাপত্রকে মূল্যায়িত বিমাপত্র বলে ।
১৪. দুর্ঘটনা বিমা কী?
উত্তর : সম্পূর্ণ আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে যখন কিছু ঘটে, যার ওপর মানুষের কোনো হাত থাকে না এবং সঠিকভাবে বুঝে ওঠার আগেই অনাকাঙ্ক্ষিত ক্ষতি সংঘটিত হয়, এরূপ দুর্ঘটনায় ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সৃষ্ট বিমাকে দুর্ঘটনা বিমা বলে ।
১৫. ঝুঁকি প্রিমিয়াম কী?
উত্তর: ঝুঁকি গ্রহণের জন্য ঝুঁকিহীন আয় অপেক্ষা বিনিয়োগকারীদের যে অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করা হয় তাকে ঝুঁকি প্রিমিয়াম বলে।
১৬. সামাজিক বিমা কী?
উত্তর: উত্তর : বয়োবৃদ্ধতা, বোকরত্ব, স্বাস্থ্যহানি ইত্যাদি কারণে ব্যক্তিকে আর্থিকভাবে রক্ষা করার জন্য প্রচলিত বিমার বাইরে যে বিশেষ বিমার প্রচলন ঘটেছে তাকে সামাজিক বিমা বলে।
১৭. ডাক জীবন বীমা কাকে বলে?
উত্তর : ডাক বিভাগের লোকদের জীবনের নিরাপত্তা বা আর্থিক নিরাপত্তাবোধের সৃষ্টির লক্ষ্যে সরকারি উদ্যোগে যে বিমা চালু করা হয় তাকে ডাক জীবন বিমা বলে।
rsbeducation.com
১৮. মিশ্র বিমাপত্র কী?
উত্তর: যে বীমাপত্রে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখের পাশাপাশি সময়েরও উল্লেখ থাকে তাকে মিশ্রবিমা পত্র বলে।
১৯. আংশিক ক্ষতি কী?
উত্তর: যে ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর অর্থাৎ জাহাজ, পণ্য ও পণ্য মাসুলের সামগ্রিক ক্ষতি না হয়ে আংশিকভাবে ক্ষতি বা বিনষ্ট হয় তাকে আংশিক বা গড়পড়তা ক্ষতি বলে।
অথবা,
বিমাকৃত সম্পত্তির আংশিক ক্ষতি হলে তাকে আংশিক ক্ষতি বলে।
২০. শস্য বিমা কী?
উত্তর : প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কোনো কারণে কৃষি উৎপাদন ও কৃষি পণ্য ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণের জন্য যে বিমা করা হয় তাকে শস্য বিমা বলে।
অথবা,
শস্য উৎপাদন যেমন ব্যহত হয় তেমনি উৎপাদিত শস্যের ও মারাত্মক ক্ষতি সাধিত হয়ে থাকে। এরূপ ঝুঁকির জন্য যে বিমা করা হয় তাকে শস্য বিমা বলে।
২১. সদ্বিশ্বাস কী?
উত্তর : বিমা গ্রহিতা ও বিমাকারির মধ্যে যে সম্পর্ক বা চুক্তি গড়ে ওঠে তাকে সবিশ্বাস বলে।
rsbeducation.com
২২. আধুনিক অগ্নি বিমার জনক কে?
উত্তর: ব্রিটেনে জন্মগ্রহণকারী নিকোলাস বারবনকে আধুনিক অগ্নিবিমার জনক বলা হয়।
২৩. ভাসমান বিমাপত্র কী?
উত্তর : একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য একই বিমাপত্রের আওতায় বিমা করা হলে তাকে ভাসমান বিমাপত্র বলে ।
২৪. নৌ বিমা চুক্তির সংজ্ঞা দাও।
উত্তর : নৌ বা সমুদ্র পথে চালিত জাহান, জাহাজস্থ পণ্য, এর মাশুল ও এতদসংক্রান্ত দায় বিষয়ক ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলার জন্য যে বিমা করা হয় তাকে নৌ-বিমা বলে ।
২৫. উপ-আদর্শিক ঝুঁকি বলতে কী বোঝায়?
উত্তর : স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক ঝুঁকি সম্বলিত ঝুঁকিকে উপ-আদর্শিক ঝুঁকি বলে।
rsbeducation.com
২৬. জীবন বিমার সংজ্ঞা দাও।
উত্তর : মানুষের জীবনের ওপর সম্পাদিত বা জীবন সম্পর্কিত বিমা চুক্তিকেই জীবন বিমা বলে ।
২৭. গোষ্ঠী বিমা কী?
উত্তর : একটা বিমাপত্রের অধীনে একই প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সবার জীবন বিমা করা হলে তাকে গোষ্ঠী বিমা বলে ।
২৮. নিট একক প্রিমিয়াম কী?
উত্তর: বিমাদাবি পূরণ হয়ে যায়-এ পরিমান প্রিমিয়াম বীমা পলিসি খোলার সময় এক কিস্তিতে আদায় করা হলে তাকে নিট একক প্রিমিয়াম বলে।
২৯. অমূল্যায়িত বিমাপত্র কী?
উত্তর : বিমাচুক্তি সম্পাদনকালে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ না করে পরবর্তীতে মূল্য নিরূপণ করা হবে এ মর্মে বিমাপত্র ইস্যু করা হলে তাকে অমূল্যায়িত বিমাপত্র বলে ।
rsbeducation.com
৩০. দায় বিমা কী?
উত্তর : বিপদ বা দুর্ঘটনার ফলে সৃষ্ট দায়ের ঝুঁকি চুক্তির মাধ্যমে বিমা কোম্পানির ওপর ন্যাস্ত করা হলে তাকে দায় বিমা বলে।
৩১. অগ্নি বিমা কী?
উত্তর : অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকেই অগ্নিবিমা বলে।
৩২. লয়েড কী?
উত্তর:
৩৩. গড়পড়তা বিমা কী?
উত্তর : যে বিমাপত্রের বেলায় ক্ষতির উদ্ভব হলে বিমাপত্রে উল্লিখিত পরিমাণ বিমাদাবি পরিশোধ না করে গড়পড়তা হারে তা নির্ণয় করা হয় তাকে গড়পড়তা বিমাপত্র বলে ।
৩৪. বোনাস কী?
উত্তর : কোনো জীবন বিমা কোম্পানি তার অর্জিত মুনাফা থেকে এর অংশবিশেষ বিমাগ্রহীতাদের মধ্যে বণ্টন করলে তাকে বোনাস বলে ।
৩৫. সামগ্রিক ক্ষতি কী?
উত্তর: বিমাকৃত বিষয়বস্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলে তাকে সামগ্রিক ক্ষতি বলে।
৩৬. খাঁটি ঝুঁকি কী?
উত্তর : যে সকল সম্ভাব্য বিপদজনক বা ঝুঁকিগত অবস্থায় অথবা কোনো দুর্ঘটনায় ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হয় তাকে বিশুদ্ধ/খাঁটি ঝুঁকি বলে ।
৩৭. আর্থিক ঝুঁকি কী?
উত্তর : কোনো বিপদজনক বা ঝুঁকিপূর্ণ অবস্থা, কার্যক্রম বা দুর্ঘটনা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠ যে আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ করা যায় তাকে আর্থিক ঝুঁকি বলে ।
rsbeducation.com
৩৮. ফটকা ঝুঁকি কী?
উত্তর : যে ধরনের ঘটনা বা অনিশ্চয়তার ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফলের বাইরে লাভ বা ক্ষতি উভয়েরই সম্ভাবনা থাকে তাকে ফটকা বা দূরকল্পনামূলক ঝুঁকি বলে।
৩৯. আদর্শিক ঝুঁকি কী?
উত্তর: স্বাভাবিক বা গ্রহণযোগ্য মাত্রার ঝুঁকিকে আদর্শিক ঝুঁকি বলে।
৪০. ব্যবসায় ঝুঁকি কী?
উত্তর: ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনায় লাভের সম্ভাবনার পাশাপাশি যে অনিশ্চয়তা ও ঝুঁকি বিরাজমান থাকে তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে।
rsbeducation.com
৪১. তালিকা বিমাপত্র কী?
৪২. অন্তর্বর্তী বোনাস কী?
উত্তর : জীবন বিমা কোম্পানি নিজস্ব অভিজ্ঞতা ও ব্যবসায়ের অবস্থার ওপর নির্ভর করে যদি দায় মূল্যায়নের পূর্বেই সম্ভাব্য উদ্বৃত্ত ও বোনাস ধরে নিয়ে কোনো বোনাস ঘোষণা করে তবে তাকে অন্তবর্তী বোনাস বলে।
৪৩. যৌথ বিমা কী?
উত্তর : একটা বিমাপনের আওতায় একাধিক ব্যক্তির জীবন বিমা করা হলে তাকে যৌগ বা যুগ্ন বিমা বলে
rsbeducation.com
৪৪. বিমা প্রতিনিধি কে?
৪৫. বাজি চুক্তি কী?
উত্তর : বাজি চুক্তি হচ্ছে একাধিকপক্ষের মধ্যে এমন এক সম্মতি সেখানে সম্মতির বিষয়বস্তুতে পক্ষসমূহের কোনো সঙ্গত স্বার্থ জড়িত থাকে এবং যে সম্মতি আইনে বলবৎযোগ্য নয় ।
৪৬. ক্ষতি পূরণের নীতি কী?
rsbeducation.com
৪৭. চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি কী?
উত্তর : বিমা চুক্তি সংশ্লিষ্ট উভয় পক্ষ একে অপরের প্রতি বিশ্বস্ত থাকবে এবং আবশ্যকীয় সকল তথ্য একে অন্যকে দিবে এই নীতিকেই বিমার ক্ষেত্রে সঘিশ্বাসের নীতি বলে।
৪৮. পণ্য বিমা কী?
উত্তর: যে বিমা শুধুমাত্র জাহাজিস্থ পণ্যের জন্য করা হয় তাকে পণ্য বিমা বলে।
৪৯. জাহাজ বিমা কী?
উত্তর: নৌ-বিপদের কারণে জাহাজের সম্পূর্ণ বা আংশিক ক্ষতি আর্থিকভাবে মোকাবেলার জন্য যে বিমা করা হয় তাকে জাহাজ বিমা বলে ।
৫০. ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কী?
উত্তর : কোনো দুর্ঘটনায় বা রোগব্যাধিতে বিমাগ্রহীতা বা বিমাকৃত ব্যক্তি মারা গেলে বা উপার্জনক্ষম সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতির ভিত্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে বিমাচুক্তি সম্পাদিত হয় তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বলে ।
৫১. চৌর্য বিমা কী?
উত্তর : মানুষের ব্যবসায়িক অস্থাবর সম্পত্তি বা বসতবাড়ির অবস্থাবর সম্পত্তির ক্ষেত্রে চুরি, সিঁধেল চুরি (Burglary), জোরপূর্বক পরস্বাপহরণ ইত্যাদি ঝুঁকি মোকাবিলা করার জন্য যে বিমা করা হয় তাকে চৌর্য বিমা বা চুরি বিমা বলে ।
৫২. প্রাকৃতিক বিপদ কী?
উত্তর : সমুদ্র পথে প্রাকৃতিক বা নৈসর্গিক কারণে সংঘটিত বিপর্যয় বা দুর্ঘটনাসমূহকে প্রাকৃতিক বিপদ বলা হয়।
৫৩. বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কী?
উত্তর : বিমার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)।
৫৪. নীট প্রিমিয়াম কী? উত্তর : একজন বিমাগ্রহীতার নিকট থেকে যেই পরিমাণ প্রিমিয়াম আদায় করলে বা প্রিমিয়াম ধার্য করলে বিমানাবি পূরণের পর বিমা প্রতিষ্ঠানের নিজস্ব খরচ মিটানোর মতো কোনো অর্থ থাকে না তাকে নীট প্রিমিয়াম বলে।
৫৫. গবাদিপশু বিমা কি?
উত্তর : গৃহপালিত পশু যেমন- গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদির বিভিন্ন রকম ঝুঁকির বিরুদ্ধে যে বিমাপত্র গ্রহণ করা হয় তাকে গবাদিপশু বিমা বলে।
৫৬. ঝুঁকি ব্যবস্থাপনা কী?
উত্তর : ঝুঁকি ব্যবস্থাপনা হলো ঐসব নির্বাহী কর্মানুষ্ঠানের সমষ্টি যা বিমাযোগ্য ঝুঁকিসমূহ নির্ধারণ এবং তাদেরকে মোকাবিলা করার উত্তম পন্থাসমূহকে নিয়ে কাজ করে ।
৫৬. ভাড়া বা মাশুল বিমা কী?
উত্তর : জাহাজে পরিবাহিত পণ্য বিনষ্ট হলে পণ্য মালিকের নিকট হতে ভাড়া বা মাশুল আদায় করা যায় না। এতে পরিবহন কোম্পানি বা জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে জাহাজ কোম্পানিকে রক্ষার জন্য যে বিমা ব্যবস্থা প্রদান করা হয়েছে তাকে মাশুল বিমা বলে ।
৫৭. নৈতিক ঝুঁকি/বিপদ বলতে কী বুঝায়?
উত্তর : যেসব বিপদ-বিপত্তি মানুষের স্বভাব, আচরণ, কার্যকলাপ এবং মানসিক প্রবণতা দিয়ে নিয়ন্ত্রিত, তাকে নৈতিক ঝুঁকি বলে ।
৫৮. পরিহারযোগ্য ঝুঁকি কী?
উত্তর : এমন কিছু কারণে ঝুঁকির সৃষ্টি হতে পারে, যেসব কারণকে নিয়ন্ত্রণের মাধ্যমে সে ঝুঁকি পরিহার করা যায় তদ্রুপ ঝুঁকিকে পরিহারযোগ্য ঝুঁকি বলা হয় ।
Management Accounting Suggestions, Hons 3rd Year Exam 2021, Management Department
rsbeducation.com
পূর্ণ রূপ লিখ:
MOU – Memorandum of Understanding.
CRAB – Credit Rating Agency of Bangladesh.
ALICO – American Life Insurance Company Ltd.
ACII – Associate of Chartered Insurance Institute (London).
খ বিভাগ
১. বীমা চুক্তিতে ক্ষতিপূরণের নীতিটি ব্যাখ্যা কর।
২. সমর্পণ মূল্য নিরূপণের ভিত্তি সমূহ আলোচনা কর।
৩. মূল্যায়িত ও অমূল্যায়িত বীমা পত্রের মধ্যে পার্থক্য দেখাও।
৪. “বিমাযোগ্য স্বার্থ বলতে কি বুঝ?” ব্যাখ্যা কর।
৫. অগ্নি বীমা পত্রের স্বত্ব নিয়োগ বলতে কি বুঝায়?
rsbeducation.com
৬. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখাও।
৭. নিট প্রিমিয়াম ও মোট প্রিমিয়াম এর মধ্যে পার্থক্য কী?
rsbeducation.com
৮. বীমা চুক্তি ও বাজি চুক্তির মধ্যে পার্থক্য কী কী?
৯. জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য দেখাও।
rsbeducation.com
১০. ঝুঁকি সৃষ্টিকারী উপাদান গুলো বর্ণনা কর।
১১. পুর্ণবিমার সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।
১২. একজন কারখানার মালিক হিসেবে কোন কোন ঝুঁকির জন্য তুমি বীমা গ্রহণ করবে?
rsbeducation.com
১৩. সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ বর্ণনা কর।
১৪. সম্পত্তি দুর্ঘটনা বীমার প্রকারভেদ আলোচনা।
১৫. বীমা চুক্তির অপরিহার্য উপাদান গুলো লিখ।
১৬. জীবন বীমা চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান কী কী?
rsbeducation.com
১৭. পুনঃবিমা ও দ্বৈত বিমার মধ্যে পার্থক্য লিখ।
১৮. মৃত্যুহারপঞ্জির গুরুত্ব আলোচনা কর।
১৯. বীমা কিভাবে ঝুঁকি মোকাবিলা করে?
rsbeducation.com
২০. অগ্নি অপচয়ের পরোক্ষ কারণসমূহ কি কি?
২১. নৌ বীমার ক্ষেত্রে সাধারণত কি কি ঝুঁকি অন্তর্ভুক্ত হয়?
rsbeducation.com
২২. মৃত্যুহারপঞ্জির উপাদান গুলো আলোচনা কর।
rsbeducation.com
২৩. রপ্তানি ঋণের ক্ষেত্রে বিদ্যমান ঝুকি সমূহ উল্লেখ কর।
২৪. ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকি মধ্যে পার্থক্য দেখাও।
rsbeducation.com
২৫.”জীবন বীমা একাধারে বিনিয়োগ ও নিরাপত্তার উপায়” ব্যাখ্যা কর।
২৬. নৌ বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা কর।
২৭.
২৮.
২৯.
৩০.
৩১.
৩২.
গ বিভাগ
১. বীমা চুক্তির সংজ্ঞা দাও। বীমার গুরুত্ব আলোচনা কর/আর্থ সামাজিক উন্নয়নে বিমার গুরুত্ব আলোচনা কর/বিমা একাধারে বিনিয়োগ ও নিরাপত্তার উপায় আলোচনা কর । বীমা হল ঝুঁকি বন্টনের ব্যবস্থা ব্যাখ্যা কর।বীমার শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
rsbeducation.com
২. জীবন বীমা বলতে কি বুঝায়? জীবন বীমার দাবি আদায়ের পদ্ধতি আলোচনা কর। জীবন বীমায় বীমাযোগ্য স্বার্থের গুরুত্ব আলোচনা কর। বাংলাদেশের জীবন বীমা ব্যবসায়ের ব্যবস্থাপনার সমস্যাগুলো লেখ। ৯৯%
rsbeducation.com
৩. নৌ বীমার সংজ্ঞা দাও । নৌ বিমার শ্রেণিবিভাগ আলোচনা কর। নৌ বিমা দাবি আদায়ের কাগজপত্র প্রয়োজন বর্ণনা কর। আন্তর্জাতিক বাণিজ্যে নৌ-বীমার গুরুত্ব লিখ।৯৯%
rsbeducation.com
৪. অগ্নিবীমার সংজ্ঞা দাও। কি কি কারণে অগ্নিজনিত ক্ষতির উদ্ভব হয়? বিস্তারিত লিখ। বিভিন্ন ধরনের অগ্নি বীমা পত্র সম্পর্কে আলোচনা কর।৯৯%
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৫. শস্য বীমা বলতে কি বুঝ? শস্য বিমার গুরুত্ব আলোচনা কর।৯৯%
৬. ব্যক্তিগত বীমা কাকে বলে? যৌথ বীমা ও গোষ্ঠী বীমার মধ্যে পার্থক্য দেখাও। গোষ্ঠি বীমার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। গোষ্ঠী বিমার গুরুত্ব আলোচনা কর।৯৫%
rsbeducation.com
৭. বাংলাদেশের বিমা ব্যবসায়ের প্রবৃদ্ধি ও উন্নয়নের ইতিহাস আলোচনা কর। বীমা ব্যবসায় বেসরকারিকরণের সুফল বর্ণনা করো। বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যার কারণ বর্ণনা কর। বাংলাদেশের বিমা শিল্পের বর্তমান অবস্থা বর্ণনা কর। ৯৫%
৮. অগ্নিবীমার তাৎপর্য/গুরুত্ব উল্লেখ কর। অগ্নিবীমার ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি বর্ণনা কর।৯ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্নিবীমার ভূমিকা ও গুরুত্ব আলোচনা কর।৫%
rsbeducation.com
৯. রপ্তানি ঋণ বীমার ক্ষেত্রে দাবির পরিমাণ নির্ধারণের পদ্ধতি বর্ণনা কর।৯০%
১০. দুর্ঘটনা বীমার সংজ্ঞা দাও। দুর্ঘটনা বিমায় অনুসৃত নীতিমালা সমূহ আলোচনা কর।৯৫%
rsbeducation.com
১১. অগ্নিবীমার প্রাকৃতিক ও নৈতিক বিপদসমূহ আলোচনা কর। অগ্নিবীময় অগ্নিকাণ্ডের কোন কারণটি অধিক গুরুত্বপূর্ণ এবং কেন?৯৫%
rsbeducation.com
১২. ঝুঁকি ব্যবস্থাপনা কাকে বলে? ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলী/কার্যক্রম আলোচনা কর। ঝুঁকি মোকাবেলা বা পরিচালনার উপায়/কৌশল আলোচনা কর।৯০%
১৩. বিভিন্ন অধ্যায়ের অংকগুলো অনুশীলন করতে হবে।
খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে।
বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই। ধন্যবাদ