Management Information System suggestion, MBA final year exam 2020/ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি সাজেশন, মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা ২০২০

Management Information System suggestion

 

 MBA final year exam 2020

 

ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি সাজেশন, মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা ২০২০

Management Department

 

ব্যবস্থাপনা বিভাগ

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

 

ক বিভাগ

১. ডেটা মাইনিং কী?

উত্তর: ডেটা মাইনিং একটি স্বয়ংক্রিয় বা আংশিক স্বয়ংক্রিয় পদ্ধতি যার মাধ্যমে বিপুল পরিমাণ উপাত্ত থেকে কোন ধরনের বা প্যাটার্ন খুঁজে বের করা যায়।

 

rsbeducation.com

 

২. আউটসোর্সিং কী?

উত্তর: আউটসোর্সিং হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রয়োজন পূরণ করার বাহ্যিক উৎস হতে সার্ভিস পেশাজীবীর সহায়তা গ্রহণ করা।

 

৩. সাইবার অপরাধ কী?

উত্তর: সাইবার স্পেস অর্থাৎ ইন্টারনেটকে কেন্দ্র করে যে অপরাধ বা ক্রাইম সংঘটিত হয় তাদের সাইবার অপরাধ/ক্রাইম বলে।

 

৪. কম্পিউটার ওয়ার্ম কী?

উত্তর: কম্পিউটার ওয়ার্ম হলো এক ধরনের সুনির্দিষ্ট প্রোগ্রাম যা স্বাধীনভাবে চালু হয়ে কম্পিউটারের বা তথ্য পদ্ধতির ক্ষতি করতে পারে।

 

Compensation Management suggestion, masters final year exam 2020/ক্ষতিপূরণ ব্যবস্থাপনা সাজেশন, মাস্টার্স পরীক্ষা ২০২০

 

৫. ক্যারেক্টার কী?

উঃ: যে ডাটাকে বিভিন্ন অক্ষর, প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে ক্যারেক্টার বলা হয়।

 

৬. সিস্টেম কী?

উত্তর: সিস্টেম হচ্ছে কোন কাজ কিংবা কোন সমস্যার সমাধান সহজে এবং সঠিকভাবে সম্পাদন করার নিয়ম, রীতিনীতি, প্রক্রিয়া বা পদ্ধতি।

 

৭. ওয়েব ক্যাম কী?

উত্তর: ওয়েব ক্যাম হল বিশেষ ধরনের ভিডিও ক্যামেরা যা একটি কম্পিউটারের সাথে ইউএসবি এর মাধ্যমে যুক্ত হয়ে ইন্টারনেটে ভিডিও আদান প্রদান করতে পারে।

 

৮. জৈব প্রযুক্তি কী?

উত্তর: বায়োলজিক্যাল সিস্টেম এবং লিভিং অর্গানিজম কে ব্যবহার করে কোন পণ্য বা প্রক্রিয়া তৈরি বা সংশোধন করাই হচ্ছে জৈব প্রযুক্তি।

 

rsbeducation.com

 

৯. প্রযুক্তি ব্যবস্থাপনা কী?

উত্তর: তথ্য পদ্ধতির চাহিদা পূরণে হার্ডওয়ার, সফটওয়্যার ও টেলিযোগাযোগ ব্যবস্থাপনাকে প্রযুক্তি ব্যবস্থাপনা বলে।

 

১০. ফ্লোচার্ট কী?

উত্তর: যে চিত্রের মাধ্যমে কোন সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা হয় তাকে ফ্লোচার্ট বলে।

 

১১. উপাত্ত কী?

উত্তর:

rsbeducation.com

১২. ন্যানোপ্রযুক্তি কী?

উত্তর:

 

১৩. অপারেটিং সিস্টেম কী?

 

১৪. লজিক্যাল ডিজাইন কী?

rsbeducation.com

১৫. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

 

১৬. কোন আইনের তথ্যকে সম্পদ হিসেবে              মর্যাদা দেওয়া হয়?

 

rsbeducation.com

১৭. কম্পিউটার ভাইরাস কী?

 

১৮. গ্লোবাল আইটি ব্যবস্থাপনা কী?

 

১৯. ডাটাবেজ ব্যবস্থাপনা কী?

 

২০. রাউটার কী?

 

rsbeducation.com

২১. ফলাবর্তন কী?

 

২২. নন নিউমেরিক ডাটা কাকে বলে?

 

২৩. প্যাকেজ সফটওয়্যার কাকে বলে?

 

২৪. হ্যাকিং কী?

উত্তর:

 

পানি বিশুদ্ধকরণের পদ্ধতি/Method of water purification

২৫. তথ্য সম্পদ ব্যবস্থাপনা কী?

 

২৬. ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা কী?

 

২৭. End-user বলতে কী বুঝায়?

 

২৮. MAN কী?

 

rsbeducation.com

 

২৯. SPYWARE কী?

 

৩০. ভার্চুয়াল মেমোরি কী?

 

৩১. ERP কী?

 

৩২. প্লটার কী?

 

rsbeducation.com

৩৩. ক্র্যাকিং কী?

 

৩৪. সিস্টেম বাস কী?

 

৩৫. LINUX কোন ধরনের সিস্টেম?

 

৩৬. ডেটা ওয়্যার হাউজ কী?

 

৩৭. তথ্য কী?

 

rsbeducation.com

৩৮. সফটওয়্যার কি?

 

৩৯.ওয়েব সাইট কী?

 

৪০. ই- মেইল কী?

 

৪১. মাইক্রোপ্রসেসর কী?

 

rsbeducation.com

৪২. ই- বিজনেস কী?

 

৪৩. VOIP কী?

 

৪৪. Global IT কী?

 

৪৫. সিস্টেম টেস্টিং কী?

 

৪৬. মডেম কী?

উত্তর: যে ডিভাইস এনালগ সংকেত কে ডিজিটাল সংকেতে আবার ডিজিটাল সংকেতকে এনালক সংকেতে রূপান্তর করে তাকে মডেম বলা হয়।

 

জাল দলিল চিনার উপায়/How to recognize fake documents/Dolil

৪৭. সার্ভার কী?

উত্তর: সার্ভার হলো তথ্য ভান্ডার এবং ইন্টারনেট গ্রাহকদের সেবা দানকারী নেটওয়ার্ক।

 

৪৮. প্রোগ্রাম কী?

উত্তর: কম্পিউটারের মাধ্যমে কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় রচিত ধারাবাহিক কমান্ড বা নির্দেশাবলিকে কম্পিউটার প্রোগ্রাম বলা হয়।

 

৪৯. বাইট কী?

উত্তর: ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় এক বাইট।

 

৫০. এন্টিভাইরাস কী?

উত্তর: কম্পিউটারে আক্রান্ত ভাইরাসকে প্রতিহত করার জন্য যে বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে এন্টিভাইরাস বলে।

 

rsbeducation.com

৫১. এক্সেস টাইম কী?

উত্তর: কম্পিউটার মেমোরি হতে এক বিট ডেটা পড়তে বা লিখতে যে সময় লাগে তাকে এক্সেস টাইম বলে।

 

৫২. ডেটা মার্ট কী?

উত্তর: ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির অন্তর্ভুক্ত টুলসকে ডেটা মার্ট বলে।

 

৫৩. আলফা নিউমেরিক ডাটা কী?

উত্তর: যে ডেটাসমূহকে নিউমেরিক ডিজিট বা অংক এবং বর্ণমালা বা বর্ণ, অক্ষর, চিহ্ন, ছবি ইত্যাদি সাহায্যে প্রকাশ করা হয় তাকে আলফা নিয়মের ডেটা বলে।

 

rsbeducation.com

৫৪. ডেটা প্রসেসিং কী?

 

৫৫. সিদ্ধান্ত গ্রহণ কী?

 

৫৬. কী বোর্ড কী?

 

rsbeducation.com

 

৫৭. ক্যাশ মেমরি কী?

 

৫৮. ফার্মওয়্যার কী?

 

৫৯. মাদারবোর্ড কী?

 

rsbeducation.com

 

৬০.কম্পিউটিং কী?

 

পূর্ণ রূপ লিখ:

MICR – Magnetic Ink Character Reader.

VOIP – Voice Over Internet Protocol.

HTML – Hypertext Markup Language.

RAM – Random Access Memory.

WWW – World Wide Web.

CPU – Central Processing Unit.

OMR – Optical Mark Reader.

DSS – Decision Support System.

ROM – Read Only Memory.

SDLC – System Development Life Cycle.

ERP – Enterprise Resource Planning.

WiFi- Wireless Fidelity.

DOS – Disk Operating System.

RAD – Rapid Application Development.

 

 

খ বিভাগ

 

১. তথ্যের বৈশিষ্ট্য কী কী?

 

২. ওএমআর (OMR)  এবং ওসিআর (OCR) এর মধ্যে পার্থক্য দেখাও।

 

rsbeducation.com

 

৩. প্রযুক্তি কিভাবে আধুনিক তথ্য ব্যবস্থায় ব্যবহৃত হয়?

 

৪. প্রযুক্তি নৈতিকতার নীতিসমূহ/দিকনির্দেশনা সমূহ আলোচনা কর।

 

ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কী (What is the name of the instrument measuring the intensity of the earthquake)?  

 

৫. DSS এর ব্যবহার লিখ।

 

৬. মাল্টিমিডিয়া সফটওয়্যার কি?

 

rsbeducation.com

 

৭. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর উপাদান গুলো কি কি?

 

৮. RAM এর বৈশিষ্ট্য গুলো লেখ।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

৯. ভাইরাস ডিফেন্স বলতে কি বুঝ?

 

১০. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝ?

 

rsbeducation.com

 

১১. এক্সপার্ট সিস্টেমের উপযুক্ত ক্ষেত্রসমূহ কী?

 

১২. সংগঠনের তথ্য ব্যবস্থা প্রয়োজন কেন?

 

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন 

 

১৩. কিভাবে নিশ্চয়তা, অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

 

১৪. কম্পিউটার মেমোরির কার্যাবলী লিখ।

 

rsbeducation.com

 

১৫. সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে পার্থক্য দেখাও।

 

১৬. সফটওয়্যার ও হার্ডওয়্যারের সম্পর্ক মূল্যায়ন কর। এদের মধ্যে পার্থক্য দেখাও।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

১৭. ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বলতে কি বুঝায়?

 

১৮. তথ্য (Information) ও উপাত্তের (Data) মধ্যে পার্থক্য দেখাও।

 

rsbeducation.com

 

১৯. RAM ও ROM এর মধ্যে পার্থক্য দেখাও।

 

২০. ইনফরমেশন সিস্টেমের উপাদান সমূহ কি কি?

 

শেয়ার করুন। ধন্যবাদ 

 

২১. ইন্টারনেটে প্রবেশের পদ্ধতি গুলো গণনা কর।

 

২২. ই-কমার্স ও ই- বিজনেসের মধ্যে পার্থক্য কী?

 

rsbeducation.com

 

২৩. ডাটাবেজ ম্যানেজমেন্ট এর প্রাথমিক কাজগুলো কি কি?/ডেটাবেইজ ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যাবলী ব্যাখ্যা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

২৪. তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থাপনা বলতে কি বুঝ?

 

২৫. সিস্টেমের উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা কর।

 

rsbeducation.com

 

২৬.ROM  এর কার্যাবলী ব্যাখ্যা কর।

 

২৭. হার্ডডিক্স ও ফ্লপি ডিস্ক এর মধ্যে পার্থক্য লেখ।

 

rsbeducation.com

 

২৮. এপ্লিকেশন সফটওয়্যার এর বৈশিষ্ট্য উল্লেখ কর।

 

২৯. সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপসমূহ বর্ণনা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

৩০. কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বা ক্ষেত্র সমূহ আলোচনা কর।

 

৩১. গ্লোবাল আইটি ব্যবস্থাপনা বলতে কি বুঝ?

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

৩২. ব্যবস্থাপনায় তথ্যের ভূমিকা ব্যাখ্যা কর।

 

৩৩. সাইবার অপরাধ কী?

 

rsbeducation.com

 

৩৪. ডেটা মাইনিং বলতে কী বোঝায়?

 

৩৫. সিস্টেম ডিজাইন ও বিশ্লেষণের টুলস ব্যাখ্যা কর।

 

গ বিভাগ

১. কম্পিউটারাইজ তথ্য ব্যবস্থা কী? তথ্য ব্যবস্থায় কম্পিউটারের ভূমিকা আলোচনা কর। তথ্যের মূল্য ও ব্যয় বর্ণনা কর। তথ্য ব্যবস্থার সীমাবদ্ধতা আলোচনা কর। তত্ত্ব ব্যবস্থার উন্নয়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর/ ইনফরমেশন সিস্টেম উন্নয়নের চ্যালেঞ্জসমূহ বর্ণনা কর।

 

rsbeducation.com

 

২. ফাইল কত প্রকার ও কী কী? ডেটার হায়ারার্কি বর্ণনা কর।

 

৩. ওয়েব ব্রাউজার কী? অপারেটিং সিস্টেমের প্রকারভেদ লিখ। অপারেটিং সিস্টেম এর কার্যাবলী আলোচনা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

৪. সিদ্ধান্ত সহায়ক পদ্ধতির ব্যবহার লিখ। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা কর।

 

৫. ব্যবসায় পেশাজীবীদের তথ্য ব্যবস্থার নির্মাণ কাঠামো আলোচনা কর। পদ্ধতি উন্নয়ন জীবনচক্র বলতে কি বুঝায়?

 

rsbeducation.com

 

৬. তথ্যপ্রযুক্তির নিরাপত্তা ও নৈতিক চ্যালেঞ্জসমূহ লিখ। সমাজে তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বর্ণনা কর।

 

৭.Wifi কী? এর বৈশিষ্ট্য লিখ। ওয়াইফাই এর ব্যবহার উল্লেখ কর। ভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আলোচনা কর।

 

শেয়ার করুন। ধন্যবাদ

 

৮. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কি? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এর বৈশিষ্ট্য লিখ।

 

৯. ডেটাকে তথ্যে রূপান্তর প্রক্রিয়া বর্ণনা কর। তথ্য প্রযুক্তি সংক্রান্ত ব্যবস্থাপকীয় চ্যালেঞ্জসমূহ আলোচনা কর।

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও পূর্ণাঙ্গ অংশের সমাধান/Senior Staff Nurse recruitment exam question paper and full part solution of Directorate of Family Planning

 

১০. এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বলতে কি বুঝ? তথ্য ব্যবস্থা ও প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি সমূহ বর্ণনা কর।

 

১১. বর্তমানে ব্যবহৃত কিছু জনপ্রিয় প্রফেসর সম্পর্কে ধারণা দাও। টেলি কমিউনিকেশন নেটওয়ার্ক এর উপাদান সমূহ আলোচনা কর।

 

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

১২. আউটসোর্সিং বলতে কী বুঝায়? আউটসোর্সিং এর সুবিধা ও অসুবিধা সমূহ বর্ণনা কর। বর্তমানে আর্থসামাজিক উন্নয়নে আউটসোর্সিং এর ভূমিকা বর্ণনা কর।

 

১৩. তথ্য ব্যবস্থার হাতিয়ার নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণ ফ্রেম ওয়ার্ক বর্ণনা কর। কাঠামোবদ্ধ প্রোগ্রামিং তৈরি করার পদক্ষেপসমূহ আলোচনা কর।

 

rsbeducation.com

 

১৪. কম্পিউটার নেটওয়ার্কিং বলতে কি বুঝায়? গ্লোবাল আইটির প্ল্যাটফর্ম হিসেবে ইন্টারনেটের ব্যবহার আলোচনা কর।

 

১৫. কম্পিউটারে কুৎসা প্রচার ও সেন্সরশীপ সম্পর্কে দিক নির্দেশনা বর্ণনা কর। তথ্য নিরাপত্তায় বায়োমেট্রিক্সের ভূমিকা আলোচনা কর।

 

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন

 

১৬. উপাত্ত প্রক্রিয়াকরণ কী?  কম্পিউটার কিভাবে উপাত্ত প্রক্রিয়াকরণ করে?

 

১৭. সি পি ইউ (CPU) কী? এর কাজ কী? CPU এর সংগঠন আলোচনা কর।

 

rsbeducation.com

 

১৮. প্রযুক্তি বলতে কী বুঝ? প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে বর্ণনা কর।

 

১৯. ব্যবসায় ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা আলোচনা কর। ব্যবসা ক্ষেত্রে বৈশ্বিক তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা কর।

 

rsbeducation.com

 

২০. মাইক্রোপ্রসেসর কী? এর সংগঠন আলোচনা কর। মাইক্রোপ্রসেসর এর কাজ ব্যাখ্যা কর।

 

২১. কম্পিউটার প্রজন্ম কী? কম্পিউটার প্রজন্ম সমূহ আলোচনা কর।

 

rsbeducation.com

 

২২. ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমের ব্যবহার ব্যাখ্যা কর। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাপোর্ট সিস্টেম এর ভূমিকা বর্ণনা কর।

 

২৩. ই-মেইল মনিটরিং বলতে কি বুঝায়? সিস্টেম নিয়ন্ত্রণ ও নিরীক্ষা সম্পর্কে ব্যাখ্যা কর।

 

rsbeducation.com

 

২৫. ইনফরমেশন সিস্টেম এর প্রকারভেদ লিখ। ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে ইনফরমেশনের ভিন্নতা ব্যাখ্যা কর। মানুষ সাধারণত ইনফরমেশন সিস্টেমের বিরোধিতা করে ব্যাখ্যা কর।

 

 

খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে।

 

বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *