ব্যবসায় গবেষণা প্রশ্ন, মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা ২০২০/Business Research question, MBA Final Year Exam 2020

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 

 

 ব্যবসায় গবেষণা প্রশ্ন

 

 মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা ২০২০

 

 Business Research question

 

 MBA Final Year Exam 2020

 

Management Department

Exam Date: 22/02/2023

জাতীয় বিশ্ববিদ্যালয়

ব্যবস্থাপনা

বিষয় কোড: 312605

(ব্যবসায় গবেষণা)

সময়—-৪ ঘন্টা

পূর্ণমান—- ৮০

(দ্রষ্টব্য : প্রতিটি প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

 

১। (ক) কাৰ্যমূলক গবেষণা কী?

 

উত্তর:

 

(খ) গবেষণা সমস্যা কী?

 

উত্তর:

 

(গ) উপাত্ত কী?

 

উত্তর:

 

(ঘ) নমুনায়ন কী?

 

উত্তর:

 

(ঙ) পরামিতি কী?

 

উত্তর:

 

(চ) নাস্তি অনুকল্প কী?

 

উত্তর:

 

(ছ) তালিকাবদ্ধকরণ কী?

 

উত্তর:

 

(জ) গবেষণা প্রতিবেদন কী?

 

উত্তর:

 

(ঝ) শ্রেণিবদ্ধকরণ কী?

 

উত্তর:

 

(ঞ) নমুনা বিচ্যুতি কী?

 

উত্তর:

 

(ট) অতিষ্ট দল কী?

 

উত্তর:

 

(ঠ) BRRI এর পূর্ণরূপ কী?

 

উত্তর:

খ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—-৪×৫=২০

 

২। ব্যবসায় গবেষণার আওতা বর্ণনা কর।

 

৩। গুণগত গবেষণা ও সংখ্যাত্মক গবেষণার মধ্যে পার্থক্য দেখাও।

 

৪। শুমারি জরিপ ও নমুনা জরিপের মধ্যে পার্থক্য দেখাও।

 

৫। গবেষণার প্রস্তাব প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।

 

৬। গবেষণা কর্মে সাহিত্য সমীক্ষার গুরুত্ব কী?

 

৭। সাক্ষাৎকারের অসুবিধাসমূহ লেখ।

 

৮। In a factory 300 workers out of 400 workers are illiterate, 100 workers are cut off because of inexpert, out of them 20 workers are literate. Test if there is a relation between the literacy and skillness.

 

৯। একটি উত্তম গবেষণা প্রতিবেদনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

গ বিভাগ

(ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর পাও ।)

মান—-১০×৫=৫০

 

১০। ব্যবসায় গবেষণার পদ্ধতিগুলো আলোচনা কর।

 

 

১১। (ক) গবেষণা নকশার উদ্দেশ্য লেখ।

 

(খ) গবেষণা নকশার প্রকারভেদ বর্ণনা কর।

 

১২। (ক) গবেষণা প্রস্তাবের বিষয়বস্তু বিবৃত কর।

 

(খ) গবেষণা প্রস্তাবের ধাপসমূহ বর্ণনা কর।

 

১৩। (ক) গবেষণা সমস্যায় বিকল্প দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হয় কেন?

 

(গ) গবেষণা সমস্যায় বিকল্প দৃষ্টিভঙ্গির উপাদানসমূহ বর্ণনা কর।

 

১৪ । (ক) তুমি কীভাবে তথ্য সংগ্রহকারীদের নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান করবে?

 

(খ) উপাত্ত সংগ্রহের পদ্ধতি আলোচনা কর।

 

১৫। (ক) অনুকল্প বলতে কী বুঝায় ?

 

(খ) The mean value of monthly income of 100 families is Tk. 5300 and Standard Deviation (SD) is Tk. 450. In this regard mean value of monthly income of the population is Tk. 5000. Test this hypothesis.

 

১৬। (ক) গবেষণা প্রতিবেদন কাকে বলে?

 

(খ) একটি আদর্শ গবেষণা প্রতিবেদন রচনার পদক্ষেপসমূহ বর্ণনা কর।

 

১৭। (ক) বাংলাদেশের ব্যবসায় পরিবেশ বিবেচনাপূর্বক ব্যবসায় গবেষণার আলোচনা কর।

 

(খ) গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিআইডিএস এর কার্যক্রম বর্ণনা কর।

 

 

RSBEDUCATION.COM

 

RSBEDUCATION.COM

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *