ব্যবস্থাপনা চিন্তাধারা প্রশ্ন, মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা ২০২০/Management Thought question, MBA Final Year Exam 2020
জাতীয় বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা চিন্তাধারা প্রশ্ন
মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা ২০২০
Management Thought question
MBA Final Year Exam 2020
Date: 12/02/2023
ব্যবস্থাপনা
বিষয় কোড 312601
(ব্যবস্থাপনা চিন্তাধারা)
সময়—৪ ঘন্টা
পূর্ণমান ৮০
[দ্রষ্টব্য : প্রত্যেক প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—১×১০=১০
(ক) ব্যবস্থাপনা চিন্তাধারা কী?
উত্তর: ব্যবস্থাপনা পন্ডিতগণ ব্যবস্থাপনা সম্পর্কে যে ধারণা পোষণ করেছেন তার পর্যায়ক্রমিক সামগ্রিক রূপকে ব্যবস্থাপনা চিন্তা করা বলা হয়।
(খ) শিল্প বিপ্লবের সময়কাল কত?
উত্তর: ১৭৬০ থেকে ১৮৪০ সাল পর্যন্ত ব্রিটেনের শিল্প বিপ্লবের স্থায়িত্বকাল।
(গ) শ্রান্তি নিরীক্ষা কী?
উত্তর:
(ঘ) আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: হেনরি ফেওল (Henry Fayol)
(ঙ) কার নেতৃত্বে হর্থন গবেষণা পরিচালিত হয়?
উত্তর: এলটন মেয়ো ( Elton Meyo)
(চ) পরামর্শমূলক ব্যবস্থাপনা কী?
উত্তর:
(ছ) সিস্টেম কী?
উত্তর:
(জ) সিনার্জি কী?
উত্তর:
ঝ) পদস্থ কর্মী সংগঠন কী?
উত্তর:
(ঞ) গাণিনিতিক স্কুল মতবাদ কী?
উত্তর:
(ট) স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি কী?
উত্তর:
(ঠ) BPATC এর পূর্ণরূপ কী?
উত্তর: Bangladesh Public Administration and Training Centre.
খ বিভাগ
(যে কোনো পাঁচটি দাও)
মান—-৪×৫=২০
২। “ব্যবস্থাপনা সার্বজনীন” ব্যাখ্যা কর।
৩। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলো বর্ণনা কর।
৪। ভিক্টর এইচ ভ্রূমের প্রত্যাশা তত্ত্ব আলোচনা কর।
৫। মেট্রিক্স সংগঠনের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
৬। সমালোচনাসহ অভিজ্ঞ মভিত্তিক মতবাদ স্কুল সম্পর্কে আলোচনা কর।
৭। ভারতীয় ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা কর।
৮। বাংলাদেশের রাষ্ট্রায়ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ধরন লিখ।
৯। উন্নয়নশীল দেশের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা কর।
গ বিভাগ
(ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর না ।)
মান—১০×৫=৫০
১০। শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
১১। (ক) ব্যবস্থাপনা চিন্তাধারার স্কুল বলতে কী বুঝ?
(গ) ব্যবস্থাপনা চিন্তাধারা অধ্যয়নের গুরুত্ব বর্ণনা কর।
১২। (ক) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
(খ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উন্নয়নে এ ডব্লিউ টেইলরের অবদান আলোচনা কর।
১৩। (ক) Douglas Mec Gregor-এর থিওরি X-এ মানুষকে কীভাবে মূল্যায়ন করা হয়?
(খ) ব্যবস্থাপনা উন্নয়নে Rensis Liker এর অবদান ব্যাখ্যা কর।
১৪। (ক) সিস্টেম মতবাদের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
(খ) ব্যবস্থাপনা ধ্রুপদী তত্ত্বের অনুমিত শর্তগুলো আলোচনা কর।
১৫। (ক) জাপানের ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা কর।
(খ) জাপানের ব্যবস্থাপনা পদ্ধতির দুর্বলতাসমূহ চিহ্নিত কর।
১৬। (ক) রুগ্ন শিল্প বলতে কী বুঝায়?
(খ) বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের রুগ্নতা দূরীকরণে তোমার সুপারিশ পেশ কর।
১৭। (ক) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর কার্যাবলি আলোচনা কর।
(খ) বাংলাদেশে ব্যবস্থাপনার বাধাসমূহ দূর করার উপায়সমূহ বর্ণনা কর।