Management Thought suggestions, masters (MBA) final year exam 2020/ব্যবস্থাপনা চিন্তাধারা সাজেশন, মাস্টার্স পরীক্ষা ২০২০
Management Thought suggestions
Masters (MBA) final year exam 2020
ব্যবস্থাপনা চিন্তাধারা সাজেশন
মাস্টার্স পরীক্ষা ২০২০
Management Department
Subject Code: 312601
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ক বিভাগ
১. ব্যবস্থাপনার স্তর কয়টি?
উত্তর: ৩ টি।
২. ব্যবস্থাপনার সার্বিক সার্বজনীনতার ঘোষণা প্রথম কে দেন?
উত্তর: দার্শনিক সক্রেটিস।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৩. শিল্প বিপ্লবের সময়কাল উল্লেখ কর।
উত্তর: 1760 থেকে 1850 সাল পর্যন্ত ব্রিটেনের শিল্প বিপ্লবের স্থায়িত্বকাল।
৪. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: ফ্রেডারিক উইন্সলো টেলর (F. W. Taylor)
RSBEDUCATION.COM
৫. অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা কি?
উত্তর: যে ব্যবস্থাপনা পদ্ধতিতে নির্বাহী কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা বলে।
৬. অনর্থিক প্রেষণার দুটি উদাহরণ দাও।
উত্তর: চাকুরীর নিরাপত্তা ও সুন্দর কর্ম পরিবেশ।
৭. রুগ্ন শিল্প কী?
উত্তর: যেসব শিল্প প্রতিষ্ঠান তাদের পরিকল্পিত উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয় তাদেরকে রুগ্ন শিল্প বলে।
RSBEDUCATION.COM
৮. হর্থন গবেষণা কে পরিচালনা করেন?
উত্তর: Elton Mayo.
৯. ‘The Principles of management’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: Henry Fayol.
১০. X তত্ত্ব ও Y তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ডগলাস ম্যাকগ্রেগর (Douglas McGregor)
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১১. প্রশাসনিক/আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: হেনরি ফেয়ল (Henry Fayol).
১২. নেতৃত্বদান কী?
উত্তর:
১৩. প্রশাসন কী?
উত্তর:
১৪. প্রথম মহিলা ব্যবস্থাপনা দার্শনিক কে?
উত্তর: মেরি পার্কার ফলেট।
RSBEDUCATION.COM
১৫. ধ্রুপদী মতবাদ কী?
উত্তর:
১৬. কৌশল বলতে কী বোঝ?
উত্তর:
১৭. কমিটি কী?
উত্তর:
RSBEDUCATION.COM
১৮. পিতৃসুলভ নেতৃত্ব কী?
উত্তর:
১৯. মানবীয় সম্পর্ক মতবাদ কী?
উত্তর:
২০. সিমুলেশন কী?
উত্তর: ঘটনা বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবসায়ের নীতিমালা ব্যাখ্যা করার পদ্ধতিকে সিমুলেশন বলা হয়।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২১. ব্যবস্থাপনার চিন্তা ধারা কী?
উত্তর: ব্যবস্থাপনা পন্ডিতগণ ব্যবস্থাপনা সম্পর্কে যে ধারণা পোষণ করেছেন তার পর্যায়ক্রমিক সামগ্রিক রূপকে ব্যবস্থাপনা চিন্তা করা বলা হয়।
২২. শিল্প বিপ্লব কী?
উত্তর: শিল্পের আমূল পরিবর্তনের দ্বারা পুরাতন ব্যবস্থাকে অবসানের মাধ্যমে নতুন ব্যবস্থার প্রবর্তন কে শিল্প বিপ্লব বলে।
২৩. ব্যবস্থাপনার সর্বজনীনতা কী?
উত্তর: ব্যবস্থাপনা হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যার দ্বারা কোনো প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সকল মানবীয় ও বস্তুগত সকল উপকরণের মধ্যে সমন্বয় সাধন করা হয়। এজন্য ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয়।
RSBEDUCATION.COM
২৪. F W Taylor এর বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর: The Principles of Scientific Management.
২৫. সময় সমীক্ষা কী?
উত্তর: কাজের মান, বিশ্রামের সময় এবং স্বাভাবিক দুর্ঘটনা জনিত সময়ের অপচয় বিবেচনা করে কার্যসম্পাদনের মান সময় স্থির করাকে সময় সমীক্ষা বলা হয়।
২৬. আধুনিক ব্যবস্থাপনার জনক Henry Fayol এর বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর: General and Industrial Management.
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২৭. Max Weber কে ছিলেন?
উত্তর: আমলাতান্ত্রিক মতবাদের জনক।
২৮. গতি সমীক্ষা কী?
উত্তর: কর্মীর দৈহিক এবং মানসিক ক্লান্তি হ্রাস করে কার্যসম্পাদন করার প্রক্রিয়াকে গতি সমীক্ষা বলা হয়।
২৯. নব্য ধ্রুপদী তত্ত্ব কী?
উত্তর: ধ্রুপদী তত্ত্বের সম্প্রসারিত রূপ হচ্ছে নব্য ধ্রুপদী তত্ত্ব। এ তত্ত্বের পারস্পরিক সম্পর্ক এবং কাজের প্রতি আগ্রহ উৎপাদনের উৎকর্ষতা বৃদ্ধিতে বিশ্বাস করে।
RSBEDUCATION.COM
৩০. জোড়ামই শিকল কী?
উত্তর: কর্তৃত্ব উর্ধ্বতন কর্মকর্তা থেকে ধাপে ধাপে অধস্তনের কাছে নিচে নেমে আসার প্রক্রিয়াটি হচ্ছে জোড়ামই শিকল।
৩১. নেতৃত্ববাদ কী?
উত্তর:
৩২. বাজেটীয় নিয়ন্ত্রণ কী?
উত্তর:
৩৩.ম্যাককিনসের ৭ এস (S) কী?
উত্তর: Strategy, Structure, System, Style Staff, Skill, Shared values.
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৩৪. Z তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: William Ouchi.
৩৫. প্রত্যাশা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: Victor H Vroom.
৩৬.সিস্টেম তত্ত্ব কী?
উত্তর:
RSBEDUCATION.COM
৩৭. ব্যবস্থাপনা স্কুল কী?
উত্তর:
৩৮. “ব্যবস্থাপনা তত্ত্ব জঙ্গল” উক্তিটি কে দিয়েছেন?
উত্তর: Herold Koontz.
৩৯.মোহনীয় নেতৃত্ব কী?
উত্তর:
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৪০. উপনিবেশবাদ বলতে কী বুঝ?
উত্তর: কোন বিদেশি জনগণের ওপর দীর্ঘকাল ধরে শাসন প্রতিষ্ঠা বজায় রাখার কৌশলকেই উপনিবেশবাদ বলে।
৪১. পরিকল্পিত অর্থনীতি কী?
উত্তর: অর্থনীতিতে উৎপাদন, বন্টন ও বিনিময় সহ অর্থনীতির প্রতিটি সেক্টর সুষ্ঠু ও সুনির্দিষ্ট ভাবে কেন্দ্রীয় সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে পরিকল্পিত অর্থনীতি বলেন।
৪২. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটি উপাদান লিখ।
উত্তর: মানবী উপাদান ও অমানবীয় উপাদান।
RSBEDUCATION.COM
৪৩. শিল্পীয় গণতন্ত্র কাকে বলে?
উত্তর: শিল্পক্ষেত্রে সামাজিক ক্ষমতার বন্টন কে শিল্পে গণতন্ত্র বলে।
৪৪. যুগোশ্লাভিয়ার ব্যবস্থাপনা পদ্ধতি নাম কি?
উত্তর: স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি।
৪৫. সিস্টেম তত্ত্ব কী?
উত্তর: পরস্পর নির্ভরশীল কতগুলো চলকের সমষ্টি নিয়ে যে তত্ত্ব আলোচিত হয় তাকে সিস্টেম তত্ত্ব বলে।
RSBEDUCATION.COM
৪৬. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কী?
উত্তর:
পূর্ণ রূপ লিখ:
PERT > Program Evaluation and Review Technique.
CEO > Chief Executive Officer.
CPM > Critical Path Model.
BPATC > Bangladesh Public Administration and Training Centre.
BIAM > Bangladesh Institute of Administration of Management.
BIM > Bangladesh Institute of Management.
NAEM > National Academy for Education Management.
খ বিভাগ
১. ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা কর।
RSBEDUCATION.COM
২. “ব্যবস্থাপনা সার্বজনীন” ব্যাখ্যা কর।
৩. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান গুলো আলোচনা কর।
৪. ব্যবস্থাপনার উন্নয়নে ক্রিস আরজিরিস এর অবদান লেখ।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৫. সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাকে বলে?
৬. মানবীয় সম্পর্ক তত্ত্ব বলতে কি বুঝ?
৭. বাংলাদেশের ব্যবস্থাপনা পরিবেশ আলোচনা করো।
৮. যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৯. ভারতের ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বর্ণনা কর।
১০. “ব্যবস্থাপনার সমাজ ও কৃষ্টিনির্ভর” ব্যাখ্যা কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১১. ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে কি বুঝায়?
১২. শিল্প বিপ্লব ব্যবস্থাপনা উন্নয়নে গতিশীলতা সৃষ্টি করেছিল ব্যাখ্যা কর।
১৩. সংখ্যাত্মক তত্ত্বের বৈশিষ্ট্য লেখ।
১৪. থিওরি জেড এর ইতিবাচক দিকগুলো বর্ণনা কর।
RSBEDUCATION.COM
১৫. সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠনের মধ্যে পার্থক্য দেখাও।
১৬. যুক্তরাষ্ট্র ও জাপানের ব্যবস্থাপনা পদ্ধতির মধ্যে পার্থক্য কর।
১৭. হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বটি বর্ণনা কর।
১৮. সিস্টেম ও সাব সিস্টেম এর উপর প্রভাব বিস্তারকারী উপাদান গুলো বর্ণনা কর।
RSBEDUCATION.COM
১৯. পরিস্থিতিগত মডেল তত্ত্বটি আলোচনা কর।
২০. বাংলাদেশের ব্যবস্থাপনা উন্নয়নের আধুনিক উপায় সমূহ উল্লেখ কর।
২১. যুক্তরাষ্ট্রের আধুনিক ব্যবস্থাপনার উন্নয়নের কারণ গুলো আলোচনা কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২২. আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য দেখাও।
২৩. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি সমূহ বর্ণনা কর।
২৪. কমিটি সংগঠনের গুরুত্ব ব্যাখ্যা কর।
RSBEDUCATION.COM
২৫. মাসলোর প্রেষণা তত্ত্ব আলোচনা কর।
২৬. পার্থক্যমূলক মজুরি কথা বলতে কী বোঝায়?
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২৭. বাংলাদেশের ব্যবস্থাপনার সাধারণ বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২৮. ব্যবস্থাপনা একটি অনুপম নৈপুূর্ণ ব্যাখ্যা কর।
RSBEDUCATION.COM
২৯. ব্যবস্থাপনার মতবাদসমূহকে জঙ্গল তত্ত্ব হিসেবে কে অভিহিত করেছেন, কেন?
৩০. প্রশাসনিক ব্যবস্থাপনার তত্ত্বের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো উল্লেখ কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৩১. বাংলাদেশের ব্যবস্থাপনা উন্নয়নের অন্তরায়/সমস্যা সমূহ আলোচনা কর।
৩২. সংক্ষেপে যুব উন্নয়ন কেন্দ্র সম্পর্কে লিখ।
৩৩. হর্থন গবেষণা সম্পর্কে সংক্ষেপে লিখ।
RSBEDUCATION.COM
৩৪. ব্যবস্থাপনা চক্র কী?
৩৫. যুক্তরাজ্যের ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা কর।
গ বিভাগ
১. ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যাখ্যা কর। বাংলাদেশে হিসেবে ব্যবস্থাপনার বর্তমান অবস্থা আলোচনা কর। বাংলাদেশের ব্যবস্থাপনার সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে লিখ। বাংলাদেশে ব্যবস্থাপনার বাস্তব প্রয়োগ সম্পর্কে লিখ।
RSBEDUCATION.COM
২. প্রেষণা বলতে কি বুঝ? প্রেষণা দানের উপায় আলোচনা কর। বাংলাদেশের শিল্প শ্রমিকদের প্রেষণা বৃদ্ধির উপায় আলোচনা কর।
৩. শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল বর্ণনা কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৪. সিস্টেম মতবাদ বলতে কি বুঝি বোঝায়? সিস্টেম মতবাদের বৈশিষ্ট্যসমূহ কী? বিভিন্ন ধরনের সিস্টেম মডেল সম্পর্কে লিখ।
৫. সংস্কৃতি কাকে বলে? ব্যবস্থাপনার ওপর সংস্কৃতির প্রভাব বর্ণনা কর।
৬. নব্য ধ্রুপদী মতবাদ এর উপাদান সমূহ কী? নিউ ক্লাসিক্যাল তত্ত্বের অনুমিত শর্তগুলো বর্ণনা কর। ব্যবস্থাপনার উন্নয়নের ডগলাস ম্যাকগ্রেগর এর অবদান লিখ।
RSBEDUCATION.COM
৭. থিওরি জেড এর মূল বক্তব্য কি? জাপানি ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।
৮. ব্যবস্থাপনা উন্নয়নে এফ ডব্লিউ টেইলারের অবদান আলোচনা কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৯. আনুষ্ঠানিক ব্যবস্থাপনা সংগঠন বলতে কি বুঝায়? ম্যাট্রিক্স সংগঠনের প্রকৃতি ব্যাখ্যা কর। কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্য সম্পর্কে লিখ। কার্য ভিত্তিক সংগঠনের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
১০. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বটি ব্যাখ্যা কর। মাসলোর চাহিদা সোপান তত্ত্ব ও হার্জবার্গের দি উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য দেখাও।
১১. উন্নয়নশীল দেশ বলতে কি বুঝায়? উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য আলোচনা কর। উন্নয়নশীল দেশের ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা কর।
RSBEDUCATION.COM
১২.ব্যবস্থাপনা চিন্তাধারায়/উন্নয়নে হেনরি ফেয়লের অবদান উল্লেখ কর। ব্যবস্থাপনা মতবাদের শ্রেণীবিভাগ দেখাও।
১৩. থিওরি X ও Y এর মধ্যে পার্থক্য দেখাও। X ও Y তত্ত্বের মধ্যে বাংলাদেশের কোনটি প্রযোজ্য?
RSBEDUCATION.COM
১৪. ব্যবস্থাপনা চিন্তাধারার সংজ্ঞা দাও। ব্যবস্থাপনা চিন্তাধারা অধ্যয়নের উদ্দেশ্যসমূহ আলোচনা কর। ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নয়ন ও ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা কর।
১৫. আমলাতন্ত্র বলতে কী বোঝায়? আমলাতন্ত্রের মূলনীতি সমূহ আলোচনা কর। আমলাতন্ত্রের ইতিবাচক গুলো বর্ণনা কর।
খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে
বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমাদের সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই।