International Trade suggestion, Hons 4th year exam-2021/আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১

International Trade suggestion

 Hons 4th year exam-2021

আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন

 অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১

ব্যবস্থাপনা বিভাগ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

খ বিভাগ

 

১. মুদ্রা বাজারের বিভিন্ন উপাদানগুলো কী?

 

২. একটি ছোট দেশ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কীভাবে লাভবান হতে পারে তা ব্যাখ্যা কর।

 

Bangladesh Economy suggestion, Hons 4th year exam-2021/বাংলাদেশের অর্থনীতি সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১

 

৩. আন্তর্জাতিক বাণিজ্যে হেবারলার এর সুযোগ ব্যয় তত্ত্বের অনুমতি শর্তাবলী উল্লেখ কর।

 

৪. বাংলাদেশে কোন ধরনের শিল্পকে সংরক্ষণবাদের সুবিধার অন্তর্ভুক্ত রাখা উচিত তা আলোচনা কর।

 

৫. আমদানি ও রপ্তানি বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও।

 

৬. তুমি কীভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারণ করবে?

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য (International Trade) প্রশ্ন

 

৭. বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ পণ্যের বিবরণ দাও ।

 

৮. বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

 

৯. “সংরক্ষণ অপেক্ষা মুক্ত বাণিজ্য ভাল”- ব্যাখ্যা কর/ সংরক্ষণ বাণিজ্য ও অবাধ বাণিজ্যের মধ্যে পার্থক্য / বৈসাদৃশ্যসমূহ লিখ।

 

১০. আমাদানি বাণিজ্যের অর্থায়নের ঝুঁকিসমূহ কী কী?

 

১১. বিশ্ব ব্যাংকের ঋণদান নীতি আলোচনা কর।

 

১২. বিশ্বায়নের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।

 

১৩. প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের পার্থক্য কী?

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশের অর্থনীতি (Bangladesh Economy) প্রশ্ন

 

১৪. বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য উল্লেখ কর।

 

১৫. শুল্ক ও কোটার মধ্যে পার্থক্য লিখ।

 

১৬. অন্য ক্ষমতা সমতা তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা কর।

 

১৭. আন্তর্জাতিক বাণিজ্য হতে লাভ বলতে কী বুঝ?

 

১৮. আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন ধরনের আলোচনা কর।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্পোদ্যোগ (Entrepreneurship) প্রশ্ন

 

১৯, কোটা প্রয়োগের সুবিধাসমূহ কী?

 

২০. ক্লাসিক্যাল তত্ত্ব ও হেকসার-ওলিন তত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা কর

 

২১. বাণিজ্য সংরক্ষণ কীভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে সাহায্য করে?

 

২২. মুক্ত বাণিজ্যের প্রতিবদ্ধকতা কী কী?

 

২৩. বণিকবাদ আলোচনা কর।

 

২৪. আর্থিক পদ্ধতির উপাদানসমূহ বর্ণনা কর।

 

২৫. আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন নিষ্পত্তির পদ্ধতি বর্ণনা কর।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বিনিয়োগ ব্যবস্থাপনা (Investment Management) প্রশ্ন

 

২৬. বাংলাদেশের চারটি প্রধান অপ্রচলিত রপ্তানি দ্রব্যের নাম লিখ।

 

২৭. বিনিময় হারের ধারণাটি ব্যাখ্যা কর।

 

২৮. অবাধ বাণিজ্যের পক্ষে যুক্তি/সুবিধা লিখ।

 

২৯। বহুপাক্ষিক বাণিজ্য চুক্তির মৌলিক নীতিগুলো আলোচনা কর।

 

৩০। “বাণিজ্যের ভারসাম্য কদাচিৎ সমতা প্রাপ্ত হয়” ব্যাখ্যা কর।

 

৩১। বাংলাদেশের অর্থনীতিতে সাপটার ভূমিকা আলোচনা কর।

 

৩২। নিন্মোক্ত দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম উল্লেখ করে একটি সারণী তৈরি কর:

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা, রাশিয়া।

 

৩৩। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ব্যবস্থাপনা প্যাটার্ন বর্ণনা কর।

 

গ বিভাগ

 

১. আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বুঝ? আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি আলোচনা কর। বিশ্ব অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের অসুবিধা/সীমাবদ্ধতা আলোচনা কর। ওয়েজে আনার্স স্কীমের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত দলিলসমূহের বর্ণনা দাও। আন্তর্জাতিক বাণিজ্য সংঘটনের কারণ গুলো আলোচনা কর।

 

২. হেকসার-ওলিনের আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বটি আলোচনা কর। আন্তর্জাতিক বাণিজ্যে রিকার্ডোর তত্ত্বটি আলোচনা কর। বাংলাদেশে এই তত্ত্বের প্রয়োগ যোগ্যতা কতটুকু?

 

৩. সংরক্ষণবাদের কৌশলমূহ /পদ্ধতি আলোচনা করা। কখন অবাধ বাণিজ্য অপেক্ষা সংরক্ষিত বাণিজ্য উত্তম বলে বিবেচিত হয়?

 

৩. একটি দেশের কাল্পনিক লেনদেন ভারসাম্য তালিকা প্রস্তুত কর। লেনদেনের ভারসাম্য সর্বদা সমান থাকে ব্যাখ্যা কর। লেনদেন ভারসাম্যের ধরণের বিবরণ দাও। ব্রেটন উডস পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। লেনদেন ভারসাম্যের বৈশিষ্ট্য লিখ । লেনদেনে ভারসাম্যহীনতা কী? এটি দূরীকরণের উপায় বর্ণনা কর।

 

৫. বিশ্বব্যাংকের সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর। বাংলাদেশ কীভাবে বিশ্ব ব্যাংক দ্বারা উপকৃত হচ্ছে তা ব্যাখ্যা কর। বিশ্ব ব্যাংকের কার্যাবলী লিখ। বিশ্ব ব্যাংকের  প্রধান উদ্দেশ্য লিখ।

 

৬. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ) -এর সুবিধা ও অসুবিধা লিখ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যাবলি আলোচনা কর। ইপিজেড এর উদ্দেশ্যে লিখ। বাংলাদেশে EPZ স্থাপনের কারণ কী কী / বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগের কারণ বর্ণনা কর। বাংলাদেশের লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দূরীকরণে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমিকা লিখ।

 

৭.  বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যের ঘাটতির কারণগুলো কী? বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যের ঘাটতি দূরীকরণের উপায় বর্ণনা কর/বাংলাদেশ কীভাবে তার বাণিজ্যিক ভারসাম্যহীনতা হ্রাস করতে পারে।

 

৮. মানি লন্ডারিং কী ? মানি লন্ডারিং কীভাবে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও সমাজকে প্রভাবিত করে।

 

৯. অর্থ বাজার ও মূলধন বাজারের পার্থক্য লিখ। অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা বর্ণনা কর। আন্তর্জাতিক তারল্য সমস্যা সৃষ্টির কারণ ও তার নিরসনের উপায় বর্ণনা কর।

 

১০. মুদ্রার অবমূল্যায়ন কী? এর কারণসমূহ/ উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। মুদ্রার অবমূল্যায়নের বিপদসমূহ / ফলাফল আলোচনা কর। কোন কোন অবস্থায় মূদ্রার অবমূল্যায়ন গ্রহণযোগ্য তা ব্যাখ্যা কর।

 

১১. শুল্ক কীভাবে বাণিজ্যিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে? গ্যাটের নীতি ও উদ্দেশ্য বর্ণনা কর। রপ্তানি কোটার প্রভাব আলোচনা কর। ট্যারিফ ও কোটার মধ্যে পার্থক্য লিখ। শুল্ক ও অশুল্ক বাধাসমূহ আলোচনা কর। কোটার শ্রেণীবিভাগ আলোচনা করা। শুল্ক এর প্রকারভেদ দেখিয়ে একটি সারণী তৈরি কর।

 

১২. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)- এর পরিচয় দাও। WTO- এর কার্যাবলি ও উদ্দেশ্য আলোচনা কর। কীভাবে বাংলাদেশ আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) থেকে উপকৃত হয়?  IMF এর কার্যাবলি ও উদ্দ্যেশ লিখ।

 

১৩. ব্যাক টু ব্যাক লেটার অব ক্রেডিট সম্পর্কে লিখ। ফরওয়ার্ড এক্সচেঞ্জের সীমাবদ্ধতা কী কী? বাংলাদেশের রপ্তানি পণ্যের বর্ণনা দাও।

 

১৪. বাংলাদেশের রপ্তানি নীতি আলোচনা কর। বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধির জন্য তুমি কোন কোন পন্থার পরামর্শ দিবে/বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির উপায় বর্ণনা করা। বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের সমস্যাগুলো কী কী? পণ্য রপ্তানি প্রক্রিয়া বর্ণনা কর/মনে কর তুমি কতিপয় পণ্য বিদেশে রপ্তানি করতে চাও এক্ষেত্রে অনুসৃতব্য পদক্ষেপসমূহ আলোচনা কর।

 

১৫. বিনিময় হার নির্ধারণে প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। পরিবর্তনশীল বিনিময় হার পদ্ধতি ব্যাখ্যা কর। স্থির ও পরিবর্তনশীল বিনিময় হারের পার্থক্য লিখ। বিনিময় হার ওঠা-নামার কারণ ব্যাখ্যা কর। রেমিট্যান্স কী? বিনিময় হার নির্ধারণের পদ্ধতি আলোচনা কর।স্বর্ণর্ণমানের অধীনে বিনিময় হার নির্ধারণে মিন্ট প্যারিটি তত্ত্বটি বর্ণনা কর।

 

১৬. আন্তর্জাতিক বাণিজ্যে তত্ত্বের প্রয়োজনীয়তা/গুরুত্ব আলোচনা কর। এ্যাডাম স্মিথের পরম ব্যয় সুবিধা তত্ত্বটি বর্ণনা কর। আন্তর্জাতিক বাণিজ্যের “তুলনামূলক ব্যয় তত্ত্বটি” সমালোচনাসহ আলোচনা কর।

 

১৭। বাংলাদেশের আমদানি বাণিজ্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা কর। কিভাবে বাংলাদেশের আমদানি নির্ভরতা কমানো যায় বলে তুমি মনে কর।

 

১৮। বাংলাদেশের সাথে সম্পৃক্ত আঞ্চলিক ও বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিগুলো সংক্ষিপ্ত বর্ণনা দাও। অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও।

 

বিঃদ্রঃ নিজের সাজেশন নিজে করে নাও। এ সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নাই ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *