What is Operation search light/অপারেশন সার্চ লাইট কী?
What is Operation search light (অপারেশন সার্চ লাইট কী)?
উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে বাঙ্গালীদের ওপর পাকবাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চলাইট বলে। অর্থাৎ অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্য রাতের গণহত্যার সাংকেতিক নাম।
Operation Searchlight was the brutality perpetrated by the Pakistan Army on the Bengalis in the midnight of 25th March 1971. That is, Operation Searchlight is the code name for the midnight massacre of March 25, 1971.