Bangladesh Economy suggestion, Hons 4th year exam-2021/বাংলাদেশের অর্থনীতি সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১
Bangladesh Economy suggestions
Hons 4th year exam-2021
বাংলাদেশের অর্থনীতি সাজেশন
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১
ক বিভাগ
১. দারিদ্র্যের দুষ্ট চক্র কী?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র হল এমন কিছু শক্তির একত্রিত করণ যেগুলো পরস্পরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২. রেমিট্যান্স বলতে কি বুঝ?
উত্তর: বিদেশে কর্মরত কোন নাগরিক তার নিজের দেশে প্রিয়জনের কাছে যে অর্থ স্থানান্তর করে তাকে রেমিটেন্স বলে।
৩. মূল্যস্ফীতি বলতে কি বুঝ?
উত্তর: দ্রব্য সেবার দাম বেড়ে গেলে কিন্তু অর্থের মূল্য কমে গেলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে মূল্যস্ফীতি বলে।
rsbeducation.com
৪. অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উত্তর: কোন নির্দিষ্ট সময়ে একটি দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ছাড়া জাতীয় উৎপাদন ও প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধির প্রক্রিয়াকে অর্থনৈতিক প্রবৃদ্ধ বলে।
৫. বৈদেশিক বিনিয়োগ বলতে কী বোঝ?
উত্তর: যখন কোন দেশের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোন দেশে মূলধন বিনিয়োগ করে তখন তাকে বৈদেশিক বিনিয়োগ বলে।
৬. ছদ্ম বেকারত্ব কাকে বলে?
উত্তর: যে সমস্ত শ্রমিকদের প্রান্তিক উৎপাদনের পরিমাণ শূন্য বা প্রায় শূন্য সে সমস্ত শ্রমিকদের উদ্বৃত শ্রমিক বলে। এই উদ্বৃত শ্রমিকদেরই ছদ্ম বা প্রছন্ন বেকারত্ব বলে।
rsbeducation.com
৭. কৃষির আধুনিকরণ কি?
উত্তর: কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও উন্নত কলা কৌশল ব্যবহারকে কৃষির আধুনিকরণ বা যান্ত্রিকীকরণ বলে।
৮. ঘাটতি ব্যয় কি?
উত্তর: আয় ও ব্যয়ের পার্থক্য পূরণের জন্য সরকার অন্যান্য উৎস হতে আয় করে যে ব্যয় করে তাকে ঘাটতি ব্যয় বলে।
rsbeducation.com
৯. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?
উত্তর: মার্শাল ম্যাকলুহান।
১০. মানবসম্পদ বলতে কী বোঝ?
উত্তর:
মাস্টার্স(MBA) ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা/Masters Management department book list-Nu
১১. জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝ?
rsbeducation.com
১২.MDG- এর পূর্ণরূপ কি?
উত্তর: Millennium Development Goal.
১৩. অর্থনৈতিক উন্নয়ন কি?
উত্তর: কোন দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় উৎপাদন ও প্রকৃত মাথাপিছু আয় এই ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে।
rsbeducation.com
১৪. প্রকল্প সাহায্য কি? ২০২০
১৫. প্রান্তিক কৃষক কে?
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১৬. সবুজ বিপ্লব কি?
উত্তর: উন্নত বীজ সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করাকে সবুজ বিপ্লব বলে।
rsbeducation.com
১৭. বর্গা প্রথা কি? ২০২০
১৮. শিল্প কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক পণ্যকে মাধ্যমিক ও চূড়ান্ত পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১৯. বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি?
উত্তর: চট্টগ্রাম ইপিজেড।
২০. অর্থনৈতিক পরিকল্পনা কি?
উত্তর: একটি অর্থনীতির জন্য সুনির্দিষ্ট লক্ষ্যমাত্র নির্ধারণ করে তা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জনের জন্য অর্থনীতিকে পরিচালনা করার সুচিন্তিত ও পরিকল্পিত উপায় সমূহকে অর্থনৈতিক পরিকল্পনা বলে।
২১. বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উত্তর: কোন বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে ব্যাংক গঠিত পরিচালিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলে।
২২. ওয়েজ আর্নার্স স্কিম কি? ২০২০
২৩.BRDB এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Bangladesh Rural Development Board.
rsbeducation.com
২৪. বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কি?
২৫. মেধা পাচার কি? ২০২০
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২৬. নিরব খনির দেশ বলা হয় কোন দেশকে?
২৭. ECNEC- এর পূর্ণরূপ লিখ। ২০২০
উত্তর: Executive Committee of National Economic Council.
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২৮. বাংলাদেশের জাতীয় আয় কোন খাতের অবদান সবচেয়ে বেশি? ২০২০
২৯. ক্ষুদ্র শিল্প কী?
উত্তর: অল্প মূলধন, সীমিত আকারের যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামে ক্ষুদ্র পরিসরে যে শিল্প প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে।
৩০. বিনিময় বিল কি?
rsbeducation.com
৩১. কাউন্সেলিং কি?
৩২. PPP- এর পূর্ণরূপ কি?
উত্তর: Public Private Partnership.
rsbeducation.com
৩৩. আপেক্ষিক দারিদ্র কাকে বলে?
উত্তর: আপেক্ষিক দারিদ্র বলতে সম্পদের বৈষম্যের কারণে এক ব্যক্তির তুলনা অন্য ব্যক্তির আয় ও ভোগের পরিমাণ কম হওয়া বোঝায়।
৩৪. লেনদেনের ভারসাম্য কি?
৩৫. রাজস্ব উদ্বৃত কি?
rsbeducation.com
৩৬. SDG -এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Sustainable Development Goal.
৩৭. অর্থনৈতিক অনুন্নয়ন কাকে বলে?
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৩৮. BEPZA- এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Bangladesh Export Processing Zone Authority.
rsbeducation.com
৩৯. তৃতীয় বিশ্ব কি?
৪০. মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝ?
৪১. PRSP -এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Poverty Reduction Strategic Papers.
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৪২. বাণিজ্যিক খামার কি?
উত্তর: যে খামার মুনাফা অর্জনের লক্ষ্যে বাণিজ্যিক ভিত্তিতে প্রচলিত হয় তাকে বাণিজ্যিক কৃষিকামার বলে।
৪৩. BRAC এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Rural Advancement Committee.
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৪৪. অনপেক্ষ দরিদ্র কি? ২০২০
৪৫. অনলাইন ব্যাংকিং কি?
৪৬. উফশী প্রযুক্তি কি?
rsbeducation.com
৪৭. BTMC- এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Bangladesh Textile Mill Corporation.
৪৮. মাথাপিছু আয় কিভাবে নির্ধারণ করা হয়?
৪৯. অর্থনৈতিক জোত কি?
৫০. বাংলাদেশের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদের জন্য প্রণীত হয়?
৫১. মোট দেশীয় উৎপাদন বলতে কি বুঝায়?
৫২. দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে?
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৫৩. প্রণোদনামূলক পরিকল্পনা কি?
৫৪. কৃষি ঋণের অব্যক্ত ব্যয় কাকে বলে?
rsbeducation.com
৫৫. পুঁজি প্রত্যাহার নীতি কি?
উত্তর: রাষ্ট্রয়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান থেকে পুঁজি ফিরিয়ে নিয়ে এর মালিকানা ও পরিচালনার দায়িত্ব বেসরকারি ব্যক্তি মালিকানায় অর্পণ করাকে পুঁজি প্রত্যাহার বা বি রাষ্ট্রীয়করণ বা বেসরকারিকরণ বলে।
৫৬. উৎপাদনশীল ঋণ কাকে বলে?
rsbeducation.com
৫৭. অবাধ বাণিজ্য কি? ২০২০
উত্তর: বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক, কোটা, বাণিজ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো বাধা না থাকলে তাকে অবাধ বাণিজ্য বলে।
rsbeducation.com
৫৮. অর্থনৈতিক স্থবিরতা কি?
৫৯. অনুন্নত দেশ কাকে বলে?
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৬০. উন্নয়নশীল দেশ কাকে বলে?
খ বিভাগ
১. অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সূচক সমূহ বর্ণনা কর।
rsbeducation.com
২. উন্নয়নশীল ও উন্নত দেশের মধ্যে পার্থক্য লিখ।
৩. বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের ভূমিকা বর্ণনা কর।
৪. বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য লিখ।
যেসব সেবা পেতে আয়কর রিটার্ন জমার প্রাপ্তিস্বীকার পত্র/আয়কর প্রত্যয়ন সনদ জমা দিতে হবে
৫. বাংলাদেশের কৃষি ও শিল্প পরস্পর নির্ভরশীল ব্যাখ্যা কর।
৬. বাংলাদেশের আমদানি কিভাবে হ্রাস করা যায়?
৭. বাংলাদেশের অর্থনীতির মৌলিক সমস্যা গুলো কি কি?
rsbeducation.com
৮. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যা গুলো লিখ।
৯. বৈদেশিক সাহায্যের কুফল বর্ণনা কর।
১০. বাংলাদেশকে কেন উন্নয়নশীল দেশ বলা হয়?
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১১. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মধ্যে পার্থক্য লিখ।
১২. উন্নত দেশের বৈশিষ্ট্য সমূহ কি কি?
১৩. বাংলাদেশের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধির উপায় সমূহ কি কি?
rsbeducation.com
১৪. বাংলাদেশের সমবায় খামার প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা কি কি?
১৫. বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ সল্পতার কারণ কি কি?
১৬. বাংলাদেশে কোন ধরনের শিল্প স্থাপনে অগ্রাধিকার দেওয়া উচিত?
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১৭. বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত/বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির উপায় বর্ণনা কর।
১৮. ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য লিখ।
১৯. বাংলাদেশের জনসংখ্যা দায় না সম্পদ? ব্যাখ্যা কর।
rsbeducation.com
২০. বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণসমূহ লিখ।
২১. BSTI এর মূল দায়িত্বসমূহ কি কি?
২২. বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ উল্লেখ কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২৩. অনুন্নত অর্থনীতির বৈশিষ্ট্য লিখ।
২৪. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো বর্ণনা কর/বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের পদক্ষেপসমূহ বর্ণনা কর।
২৫. ক্ষুদ্র ঋণ কি? ক্ষুদ্রঋণের বৈশিষ্ট্য লিখ।
২৬. কৃষি যান্ত্রিকরণ এর সমস্যা বলে উল্লেখ কর।
২৭. বাংলাদেশ অপ্রচলিত রপ্তানি দ্রব্যের একটি তালিকা তৈরি কর।
rsbeducation.com
২৮. বাংলাদেশে ইপিজেডের প্রধান বৈশিষ্ট্য লিখ।
২৯. জনসংখ্যা নীতি কী? বাংলাদেশ সরকারের জনসংখ্যা নীতি বাস্তবায়নের বাধা সমূহ লিখ।
৩০. মেধা পাচার রোধে কি করণীয় তা ব্যাখ্যা কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৩১. বৈদেশিক ঋণ/মূলধন ও বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য দেখাও।
৩২. অনুন্নত, উন্নয়নশীল ও উন্নত দেশ কাকে বলে?
৩৩. উক্তি প্রযুক্তির সুবিধা ও অসুবিধা লিখ।
৩৪. বিভিন্ন প্রকার বৈদেশিক সাহায্যের বর্ণনা কর।
গ বিভাগ
১. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বাধা সমূহ আলোচনা কর। অর্থনৈতিক প্রবৃদ্ধির চারটি চাকা ব্যাখ্যা কর। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সমূহ লিখ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিবন্ধকতা সমূহ দূরীকরণ উপায় বর্ণনা কর।৯৯%
২. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি সমূহ আলোচনা কর। বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৩. তুমি কি মনে কর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? ব্যাখ্যা কর। বাংলাদেশের পানি সম্পদের সমস্যাবলীর পিছনে কারণ গুলো কি কি?৯৫%
৪. জনশক্তি কি? জনশক্তি প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা কর। বাংলাদেশের অর্থনীতিতে জনশক্তি রপ্তানির গুরুত্ব ব্যাখ্যা কর। মানব উন্নয়ন সূচক আলোচনা কর।৯৯%
rsbeducation.com
৫. বিশ্বায়নের ফলে বাংলাদেশ কি কি সমস্যার সম্মুখীন হতে পারে আলোচনা কর। বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে নিম্ন সঞ্চয়ের কারণ সমূহ আলোচনা কর।
৬. বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব আলোচনা কর। বাংলাদেশের শিল্পের অনগ্রসরতার কারণ আলোচনা কর। বাংলাদেশ কুটির শিল্প টিকে থাকার কারণসমূহ কি কি?৯০%
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৭. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব আলোচনা কর। বাংলাদেশের কৃষির সমস্যাবলি লিখ।৯৯%
৮. কিভাবে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের অনগ্রসরতা দূর করা যায়? আলোচনা কর। মিশ্র অর্থনীতির সুফল আলোচনা কর।৯০%
rsbeducation.com
৯. দারিদ্র বিমোচন কি? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের উপায় সমূহ বর্ণনা কর। বাংলাদেশের দারিদ্র্যের কারণ সমূহ লিখ। দারিদ্র পরিমাপের সূচকের বর্ণনা দাও।৯৯%
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১০. বাংলাদেশের মৎস্য সম্পদ সমূহ চিহ্নিত কর। বাংলাদেশের অর্থনীতিতে/বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সম্পদের গুরুত্ব ব্যাখ্যা কর।৯৫%
১১. কৃষির উৎপাদনশীলতা বলতে কি বুঝ? বাংলাদেশের কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় বর্ণনা কর। বাংলাদেশে কৃষির আধুনিকীকরণের গুরুত্ব আলোচনা কর। বাংলাদেশে কৃষির আধুনিকীকরণের সমস্যা ও তার সমাধানের উপায় বর্ণনা কর।৯৯%
rsbeducation.com
১২. ক্ষুদ্র কুটির শিল্প কী? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষুদ্র কুটির শিল্পের ভূমিকা আলোচনা কর। বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যা ও সমাধানের উপায় বর্ণনা কর।৯৫%
১৩. বার্ষিক উন্নয়ন/অর্থনৈতিক পরিকল্পনা কী? বাংলাদেশের উন্নয়ন/অর্থনৈতিক পরিকল্পনার সমস্যা ও সমাধান বর্ণনা কর। অর্থনৈতিক পরিকল্পনার প্রকারভেদ আলোচনা কর। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে অর্থনৈতিক/উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব পর্যন্ত ব্যাখ্যা কর।৯৯%
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১৪. বাংলাদেশের জনগণের স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মানের কারণ বর্ণনা কর।৯৫%
rsbeducation.com
১৫. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যমান বাণিজ্যিক ব্যাংক সমূহের ভূমিকা আলোচনা কর।৯০%
১৬. পঞ্চবার্ষিক পরিকল্পনা কী? বাংলাদেশের অর্থনীতিতে পঞ্চ বার্ষিক পরিকল্পনা গুরুত্ব আলোচনা কর।৯৫%
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১৭. বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা সমস্যা ও সমাধান আলোচনা কর।৯০%
১৮. বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কী বোঝ? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের গুরুত্ব আলোচনা কর। বৈদেশিক মূলধন বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে তা আলোচনা কর।৯৫%
rsbeducation.com
১৯. বাংলাদেশের কি বৈদেশিক সাহায্য না বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল হওয়া উচিত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।৯৫%
মুজিবনগর সম্পর্কিত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
২০. অর্থনৈতিক জোত কী? বাংলাদেশে কিভাবে অর্থনৈতিক জোত গঠন করা যায়?৯০%
২১. অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ বলতে কি বুঝ? বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধির উপায় বর্ণনা কর। বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের সমস্যা আলোচনা কর।৯৫%
খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে।
বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই।