২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের ব্যবসায়ের আইনগত পরিবেশ প্রশ্ন/Legal Environment of Business question, Management Department hons 2nd year exam 2021

           ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার  ব্যবসায়ের আইনগত পরিবেশ প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

ব্যবস্থাপনা

বিষয় কোড 222605

(ব্যবসায়ের আইনগত পরিবেশ)

সময়— ৪ ঘন্টা

পূর্ণমান—-৮০

[দ্রষ্টব্য। প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ।

 

ক বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান— ১x১০=১০

 

১। (ক) পাল্টা প্রস্তাব কী?

 

উত্তর:

 

(খ) প্রতিদান কী?

 

উত্তর:

 

২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন

 

(গ) অবৈধ চুক্তি বলতে কী বুঝায়?

 

উত্তর:

 

(ঘ) পারস্পরিক প্রতিশ্রুতি কী?

 

উত্তর:

 

(ঙ) চুক্তি ভঙ্গ কী?

 

উত্তর:

 

২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ব্যবসায় গণিত প্রশ্ন/Business Math question, hons 2nd year exam 2021

 

(চ) গচ্ছিত প্রদান কী?

 

উত্তর:

 

(ছ) উপ-প্রতিনিধি কে?

 

উত্তর:

 

(জ) ক্রেতা সাবধান নীতি কী?

 

উত্তর:

 

(ঝ) দাগকাটা চেক কী?

 

উত্তর:

 

(ঞ) লক-আউট কী?

 

উত্তর:

 

(ট) সালিস আইনে ‘ব্যক্তি’ বলতে কী বুঝায়?

 

উত্তর:

 

(ঠ) বর্জ্য কী?

 

উত্তর:

 

খ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান-৪x×৫= ২০

 

২। বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।

 

৩। প্রতিদান সংক্রান্ত চুক্তি আইনের বিধানগুলো সংক্ষেপে লেখ।

 

৪। সংক্ষেপে জামিনের প্রকারভেদ বর্ণনা কর।

 

৫। মুখ্য শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য দেখাও

 

৬। অংশীদারি চুক্তি লিখিত হওয়ার সুবিধাগুলো দেখ ।

 

৭। শ্রমিক ছাঁটাই সংক্রান্ত বিধানসমূহ উল্লেখ কর।

 

৮। অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ কী?

 

৯। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে দূষণ এর সংজ্ঞা দাও।

গ বিভাগ

(ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।)

মান—-১০×৫=৫০

 

১০। (ক) চুক্তির অপরিহার্য উপাদানসমূহ লেখ।

 

(খ) “বিনা প্রতিদানে চুক্তি হয় না”—–ব্যাখ্যা কর।

 

১১। চুক্তির পরিসমাপ্তির উপায়গুলো বর্ণনা কর।

 

১২। (ক) জামিনের চুক্তি বলতে কী বুঝায়?

 

(খ) জামিনদারের দায়মুক্তি আলোচনা কর।

 

১৩। “কোনো বিক্রেতা তাঁর নিজ অপেক্ষা উন্নততর স্বত্ব এর ক্রেতাকে অর্পণ করছে। পারে না”—এই নিয়মের ব্যতিক্রমসমূহ উদাহরণসহ লেখ।

 

১৪ (ক) চেক বলতে কী বুঝায়?

 

(খ) চেক সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের রক্ষা ব্যবস্থা বর্ণনা কর।

 

১৫। (ক) অংশীদারি ব্যবসায় কী?

 

(খ) অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু উল্লেখ কর।

 

১৬। শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রমিকের কর্মঘণ্টা ও ছুটি সংক্রান্ত বিধানসমূহ লেখ।

 

১৭। (ক) ট্রেডমার্ক নিবন্ধনের ফলাফল বর্ণনা কর ।

 

(খ) মিথ্যা ট্রেডমার্ক ও ট্রেড বর্ণনা ইত্যাদি ব্যবহারের দণ্ডসমূহ উল্লেখ কর।

 

২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ব্যবসায় গণিত প্রশ্ন/Business Math question, hons 2nd year exam 2021

 

২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *