অনুপাত বিশ্লেষণের সূত্র সমূহ/Formula of Ratio Analysis

অনুপাত বিশ্লেষণ- খুব গুরুত্বপূর্ণ সূত্রাবলী (Important formula of Ratio Analysis)

 

১) চলতি অনুপাত = চলতি সম্পদ ÷ চলতি দায়।

✓চলতি সম্পদ = হাতে নগদ, ব্যাংক জমা, সমাপনি মজুদ পণ্য, প্রাপ্য হিসাব/দেনাদার, প্রাপ্য নোটস/প্রাপ্য বিল, সকল অগ্রিম খরচ, সকল বকেয়া/অনাদায়ী আয় সমূহ ইত্যাদি।

✓চলতি দায় = ব্যাংক জমাতিরিক্ত/ব্যাংক ওভারড্রাফট, প্রদেয় হিসাব/পাওনাদার, প্রদেয় নোটস/
প্রদেয় বিল, সকল বকেয়া ব্যয় ও সকল অগ্রিম/অনুপার্জিত আয় ইত্যাদি।

আদর্শ মান: ২:১

1. Current ratio = current assets ÷ current liabilities.

✓Current Assets = Cash on hand, bank deposits, closing inventory, accounts receivable/debtors, notes receivable/bills receivable, all advance expenses, all due/unpaid income etc.

 

✓Current Liabilities = Bank Deposits/Bank Overdrafts, Accounts Payable/Creditors, Notes Payable/Bills payable, all outstanding expenses and all advances/unearned income etc.

Ideal value/ Standards: 2:1

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

২) ত্বরিত/তারল্য/এসিড টেস্ট/অগ্নি অনুপাত = ত্বরিত সম্পদ ÷ ত্বরিত দায়।

✓ত্বরিত সম্পদ= চলতি সম্পদ – সমাপনি মজুদ পণ্য – অগ্রিম ব্যয়সমূহ।

✓ত্বরিত দায় = চলতি দায় – ব্যাংক জমাতিরিক্ত

আদর্শমান: ১:১

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

2 . Quick/Liquidity/Acid Test/Fire Ratio = Quick Assets ÷ Quick Liabilities.

✓Quick  Assets = Current Assets – Closing Inventories – Prepaid Expenses.

✓Quick Liabilities = Current Liabilities – Bank Deposits

Standards: 1:1

 

RSBEDUCATION.COM

 

৩) মোট লাভ অনুপাত = (মোট লাভ ÷ নীট বিক্রয়)×১০০

✓ মোট লাভ = মোট বিক্রয়-বিক্রীত পণ্যের ব্যয়।

আদর্শমান: ২০% থেকে ৩০%।

 

3. Gross profit ratio = (Gross profit ÷ Net sales)×100

✓ Gross profit = Total sales – Cost of goods sold.

Ideal value: 20% to 30%.

 

RSBEDUCATION.COM

 

৪) নীট লাভ অনুপাত = (নীট লাভ ÷ নীট বিক্রয়)×১০০

✓নীট লাভ = নীট বিক্রয় – বিক্রীত পণ্যের ব্যয় + পরোক্ষ পরিচালন আয় – পরিচালন ব্যয়।

আদর্শমানঃ ১০% থেকে ২০%।

 

4. Net Profit Ratio = (Net Profit ÷ Net Sales)×100

 

✓Net Profit = Net Sales – Cost of Goods Sold + Indirect Operating Income -Operating Expenses.

Ideal: 10% to 20%.

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

৫) কার্যকারী/চলতি মূলধন অনুপাত = (কার্যকারী/চলতি মূলধন ÷ চলতি দায়)

✓কার্যকারী মূলধন = চলতি সম্পদ – চলতি দায়।

আদর্শমানঃ ১:১।

 

5. Working capital/Current Capital Ratio = (Working/Current Capital ÷ Current Liabilities)

 

✓Working Capital = Current Assets – Current Liabilities.

Standard: 1:1.

 

RSBEDUCATION.COM

 

৬) মালিকানা অনুপাত/মোট সম্পত্তির তুলনায় মালিকানা অনুপাত = (মালিকানা স্বত্ব ÷ মোট সম্পত্তি)

✓ মালিকানা স্বত্ব = সাধারণ শেয়ার মূলধন + অগ্রাধিকার শেয়ার মূলধন + সাধারণ সঞ্চিতি + লাভ লোকসান হিসাব (নিট লাভ)।

✓আদর্শমানঃ ৩:৪ বা ০.৭৫:১।

6. Ownership Ratio/Total Assets Ownership Ratio = (Ownership ÷ Total Assets)

 

✓ Ownership = Ordinary Share Capital + Preference Share Capital + Ordinary Accumulation + Profit Loss Account (Net Profit).

 

✓Ideal: 3:4 or 0.75:1.

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

৭) দায় – মালিকানা অনুপাত = (মোট বহির্দায় ÷ মালিকানা স্বত্ব)

✓ বহির্দায় = ঋণপত্র + দীর্ঘমেয়াদী দায় + চলতি দায় ।

✓আদর্শমানঃ ১:২ অথবা, ১:৩।

7. Liability – Equity Ratio = (Total outward Debt ÷ Owner’s Equity)

 

✓ Total Outward Debt = Debentures + Long Term Liabilities + Current Liabilities.

✓Standard: 1:2 or, 1:3.

 

RSBEDUCATION.COM

 

৮) মূলধন গিয়ারিং অনুপাত = (স্থির খরচযুক্ত তহবিল ÷ সাধারণ শেয়ার মালিকানা তহবিল)

✓ স্থির খরচযুক্ত তহবিল = ঋণপত্র+দীর্ঘমেয়াদী ঋণ
+অগ্রাধিকার শেয়ার মূলধন।

✓সাধারণ শেয়ার মালিকানা তহবিল = মালিকানা তহবিল-অগ্রাধিকার শেয়ার মূলধন।

✓আদর্শমানঃ ১:২।

8. Capital Gearing Ratio = (Fixed Cost Funds ÷ Common Equity Funds)

 

✓ Fixed cost funds = Debentures + Long term debt

+ Preference share capital.

 

✓Common share Equity fund = Equity fund-Preference share capital.

 

✓Standard: 1:2.

 

RSBEDUCATION.COM

 

৯) মজুদ আবর্তন অনুপাত = (বিক্রীত পণ্যের ব্যয় ÷ গড় মজুদ)
অথবা, (নীট বিক্রয় ÷ গড় মজুদ)

✓বিক্রীত পণ্যের ব্যয়=প্রাঃ মজুদ+নীট ক্রয়+প্রত্যক্ষ ব্যয়
সমূহ–সমাপনী মজুদ পণ্য।

✓গড় মজুদ=(প্রাঃ মজুদ+সঃ মজুদ)÷২

বিঃদ্র- মজুদ পণ্য একটা থাকলে ঐ মজুদ পণ্য গড় মজুদ।
✓আদর্শমানঃ ৮ বার।

9. Inventory turnover ratio = (Cost of goods sold ÷ Average inventory)

Or, (Net sales ÷ Average inventory)

Cost of goods sold = opening inventory + net purchases + direct expenses – Closing stock goods.

Average Stock = (Opening inventory/ Stock + Ending inventory/Stock) ÷ 2

✓If there is only one product in inventory, that product is the average inventory.

✓Ideal: 8 times.

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

১০) বিনিয়োজিত মূলধন আয় অনুপাত (করবাদ নিট লাভ) = (করবাদ নিট লাভ÷বিনিয়োজিত মূলধন)×১০০
বিনিয়োজিত মূলধন=মালিকানা স্বত্ব/তহবিল+ঋণকৃত মূলধন বা
স্থায়ী সম্পদ+চলতি মূলধন
অথবা,
বিনিয়োজিত মূলধন=(শেয়ার মূলধন+সঞ্চিতি ও উদ্বৃত্তসমূহ)-(
ভূয়া সম্পত্তি ও অসম্পর্ষণীয় সম্পত্তি+দীর্ঘমেয়াদি ঋণ)।
আদর্শমানঃ ১০%-২০%

 

১১) বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার=
(সুদ ও করপূর্ব নিট লাভ÷বিনিয়োজিত মূলধন)×১০০
সুদ ও করপূর্ব নিট লাভ= সুদ ও কর চার্জ করার পূর্বের নিট লাভ
অথবা,
সুদ ও করপূর্ব নিট লাভ=সুদ ও করবাদ নিট লাভ+আয়কর সঞ্চিতি
+সুদ।
আদর্শমানঃ১০%-২০%

 

১২) বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত=(নিট বিক্রয়÷বিনিয়োজি
ত মূলধন)
নিট বিক্রয়=মোট বিক্রয়-আন্তঃফেরত-বিক্রয় বাট্টা)।
আদর্শমানঃ ৩ হতে ৪ বার।

12. Working capital turnover ratio = (net sales ÷ investment capital)

✓Net Sales=Total Sales-Returns-Sales Allowance).

✓ Ideal: 3 to 4 times.

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

১৩) অনাদায়ী পাওনা ও প্রাপ্য হিসাব অনুপাত = (অনাদায়ী পাওনা/দেনা/কুঋণ÷মোট প্রাপ্য হিসাব)×১০০

✓মোট প্রাপ্য হিসাব = প্রাপ্য হিসাব+প্রাপ্য নোট।
আদর্শমান ৫%–৭.৫%

13. Bad debt to Accounts Receivable Ratio = (Bad Debt ÷ Total Accounts Receivable) × 100

✓Total Accounts Receivable = Accounts Receivable + Notes Receivable.

Ideal 5%–7.5%

 

RSBEDUCATION.COM

 

১৪) প্রাপ্য হিসাব/দেনাদার আবর্তন অনুপাত = নিট ধারে বিক্রয় ÷ (গড় প্রাপ্য হিসাব+গড় প্রাপ্য বিল)।
গড় প্রাপ্য হিসাব=(প্রারম্ভিক প্রাপ্য হিসাব +সমাপণী প্রাপ্য হিসাব)÷২
গড় প্রাপ্য বিল = (প্রারম্ভিক পাপ্য বিল+সমাপনী প্রাপ্য বিল) ÷ ২
আদর্শমানঃ ৪ বার।

14. Accounts Receivable/Debtors Turnover Ratio = Net credit Sales ÷ (Average Accounts Receivable+Average Bills Receivable).

✓Average Accounts Receivable=(Beginning Accounts Receivable + Closing Accounts Receivable)÷2

✓ Average Bills Receivable = (Beginning Bills Receivable + Closing Bills Receivable) ÷ 2

Ideal: 4 times.

 

RSBEDUCATION.COM

 

১৫) প্রদেয় হিসাব/পাওনাদার আবর্তন অনুপাত = নিট ধারে ক্রয় ÷ (গড় প্রদেয় হিসাব+ গড় প্রদেয় বিল/দেয় বিল)

✓গড় প্রদেয় হিসাব=(প্রারম্ভিক প্রদেয় হিসাব + সমাপনী প্রদেয় হিসাব) ÷ ২

✓আদর্শমানঃ ৬ বার।

15. Accounts Payable Turnover Ratio = Net credit Purchases ÷ (Average Accounts Payable + Average Bills Payable / Bills Payable)

 

✓Average Accounts Payable = (Beginning Accounts Payable + Closing Accounts Payable) ÷ 2

Ideal: 6 times.

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

১৬) গড় আদায় সময় = (৩৬৫  ÷ প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত)
আদর্শমান ৬০–৯০ দিন

অথবা, ২–৩ মাস।

 

16. Average Collection Time = (365 ÷ Accounts Receivable Turnover Ratio)

Standard 60 – 90 days or, 2 – 3 months.

 

RSBEDUCATION.COM

 

১৭) গড় পরিশোধ সময় = (৩৬৫ ÷ প্রদেয় হিসাব/ পাওনাদার আবর্তন অনুপাত)

আদর্শমান:  ৩০–৬০ দিন
অথবা, ১–২ মাস।

 

17. Average Payback Period = (365 days ÷ Accounts Payable Turnover Ratio

Standard: 30–60 days

Or, 1–2 months.

ভুল-ত্রুটি সংশোধন যোগ্য

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *