Operation Management suggestion, Hons 3rd year exam-2021/কার্য ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

Operation Management suggestion

 Hons 3rd year exam-2021

কার্য ব্যবস্থাপনা সাজেশন

 অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

Management Department

 

ক বিভাগ

 

১. উৎপাদন কি? 2021

 

উত্তর: উৎপাদন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে।

 

২. কর্পোরেট স্ট্রাটেজি কি?

 

উত্তর : যে কৌশল ব্যবসায় সুনির্দিষ্ট করে সম্ভাব্য হুমকি ও সুযোগসমূহ পৃথক করার মাধ্যমে ক্রমবর্ধমান চাহিদা ১২ চিহ্নিত করে লক্ষ্য অর্জনের চেষ্টা করে তাকে কর্পোরেট স্ট্রাটেজি বলে।

 

৩. মান কী?

 

উত্তর : যে বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে ভোক্তা পণ্য বা সেবাটিকে সংজ্ঞায়িত করে তাকে মান বলে।

 

৪. পণ্য নকশাকরণ কি?

 

উত্তর: পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের সাইজ, আকার, ওজন, রং, প্যাটার্ন, অলংকরণ প্রভৃতি নির্ধারণকে পণ্য ডিজাইন বলে ।

 

৫. ফ্লোচার্ট কী?

 

উত্তর : যে চিত্রের সাহায্যে কোনো কার্যপ্রবাহের বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ বর্জনসহ বিভিন্ন উপাদানের বিশ্লেষণ উপস্থাপন করা হয় তাকে ফ্লো- ডায়াগ্রাম বা চার্ট বলে।

 

RSBEDUCATION.COM

 

৬. নিরাপত্তা মজুদ কাকে বলে? 2021

 

উত্তর : নিরাপদ মজুত বলতে এমন ন্যূনতম পরিমাণ মালকে বুঝায়, যা সংরক্ষণ করা হলে নিঃশেষজনিত কারণে উৎপাদন বা বিক্রয় বন্ধ থাকে না।

 

৭. কার্য সমীক্ষা কি?

 

উত্তর: কার্য সমীক্ষা হলো কর্মক্ষমতা বৃদ্ধির উপায়, মানব সম্পদ ও যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহার, কাজের পদ্ধতির প্রমিতকরণ ইত্যাদির উপায় খুঁজে বের করার জন্য ব্যবহৃত ক্ষেত্র।

 

৮. আউটসোর্সিং কাকে বলে?

 

উত্তর : প্রতিষ্ঠান যখন পণ্যের মান সংরক্ষণে অন্য প্রতিষ্ঠানের উপর নির্ভর করে বা অন্য প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় তখন তাকে আউট সোসিং বলে।

 

৯. মাস্টার সিডিউলিং কি? 2021

 

উত্তর: একটি প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদন কার্য সম্পাদনের জন্য যে সাধারণ সময়সূচি প্রণয়ন করা হয় তাকে মাস্টার সিডিউলিং বলে।

 

১০. জিডিপি (GDP) বলতে কি বোঝায়?

 

উত্তর : একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সারা বছরে যে পরিমাণ পণ্য ও সেবা সামগ্রীর উৎপাদন হয়, তাকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে।

 

Taxation in Bangladesh suggestion, Hons 3rd year exam-2021/বাংলাদেশের করবিধি সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

১১. কার্য ব্যবস্থাপনা কী?

 

উত্তর: উপকরণ সমূহ রূপান্তরের মাধ্যমে পণ্য ও সেবা উৎপাদনে যে ব্যবস্থাপনা দিকনির্দেশনা প্রদান এবং চলমান প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে তাই কার্য ব্যবস্থাপনা।

অথবা,

উত্তর : সাধারণত উৎপাদনকে কেন্দ্র করে যখন ব্যবস্থাপনার সামগ্রিক কার্যাবলি নির্দিষ্ট পন্থায় সমাধান করা হয়, তখন তাকে কার্য ব্যবস্থাপনা বলে।

 

১২. রূপান্তর প্রক্রিয়া কী? 2021

 

উত্তর: রূপান্তর প্রক্রিয়া সম্পদ সমূহ ব্যবহারের মাধ্যমে ইনপুটকে প্রত্যাশিত আউটপুটে রূপান্তর করে।

 

১৩. কাস্টমাইজেশন কী? 2021

 

উত্তর: ক্রেতার চাহিদা বা প্রত্যাশা অনুসারে অন্যের নকশা বা ডিজাইন পরিবর্তন করাকে কাস্টমাইজেশন বলে।

 

১৪. লজিস্টিকস কী?

 

উত্তর: পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত সময়ে, উপযুক্ত স্থানে, উপযুক্ত সম্পদ সরবরাহকে লজিস্টিকস বলে।

 

১৫. প্রযুক্তি লাইসেন্সিং কাকে বলে?

 

উত্তর : কৌশলগত মিত্রের যে পদ্ধতিতে কোনো কোম্পানি তাদের পণ্য বা সেবা উৎপাদন পদ্ধতির অনুমতি অন্যকে প্রদান করে তাকে প্রযুক্তি লাইসেন্সিং বলে।

 

১৬.কর্পোরেট ট্র্যাটেজি কী?

 

উত্তর : যে কৌশল ব্যবসায় সুনির্দিষ্ট করে ব্যবসায়ের সম্ভাব্য সুযোগসমূহ পৃথক করার মাধ্যমে ক্রমবর্ধমান চাহিদা চিহ্নিত করে লক্ষ্য অর্জনের চেষ্টা করে তাকে কর্পোরেট স্ট্র্যাটেজি বলে।

 

১৭. পণ্যের জীবনচক্র কী?

 

উত্তর : পণ্য তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেসব স্তর অতিক্রম করে তাকে পণ্যের জীবনচক্র বলে ।

 

১৮. পণ্য কী?

 

উত্তর : গ্রাহকের অভাব ও প্রয়োজন মিটানোর ক্ষমতাসম্পন্ন দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্যের যে- কোনো কিছুই পণ্য ।

 

১৯. মডিউলার ডিজাইন কী?

 

উত্তর : বড় একটি অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করাকে মডিউলার ডিজাইন বলে ।

 

২০. নতুন পণ্য কী ?

 

উত্তর : যে পণ্য পুরাতন ব্র্যান্ড পরিবর্তন করে নতুন ব্র্যান্ডে বাজারে প্রবেশ করে তাকে নতুন পণ্য বলে ।

 

২১. মেট্রিক্স কাকে বলে?

 

উত্তর : কোনো বিষয়কে কলামে এবং সারিতে

সাজানো হলে তাকে ম্যাট্রিক্স বলে ।

 

২২.বেঞ্চমার্কিং কী? 2021

 

উত্তর : বেঞ্চমার্কিং হচ্ছে একটি কৌশল, যার মাধ্যমে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান কীভাবে অধিক মানসম্পন্ন পণ্য বা সেবা উৎপাদন করছে তা জেনে নেওয়া

 

২৩. স্থির বিন্যাস কী?

 

উত্তর : স্থির বিন্যাসে কার্যসম্পাদনের উপায়-উপাদান কোনো নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং যন্ত্রপাতি, শ্রমশক্তি ও কাঁচামাল প্রয়োজন অনুযায়ী অন্যত্র যেখানে উৎপাদন বা নির্মাণ কার্য সমাধা করা হবে, সেখানে নিম্নে যাওয়া হয়।

 

২৪. সংকর/মিশ্র/হাইব্রিড বিন্যাস কী?

 

উত্তর : সংকর বিন্যাস হচ্ছে এমন এক ধরনের বিন্যাস, যেখানে দ্রব্য ও প্রক্রিয়া উভয় ধরনের বিন্যাসের সংমিশ্রণ ঘটে।

 

২৫. বিন্যাস কী?

 

উত্তর : বিন্যাস বলতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি ও কর্মকেন্দ্রের নকশাকরণকে বুঝায় ।

 

২৬. সার্বিক মান ব্যবস্থাপনা কী? 2021

 

উত্তর : সার্বিক মান ব্যবস্থাপনা এমন একটি ধারণা, যা প্রতিষ্ঠানের সকলের সাথে সম্পৃক্ত, যা মান উন্নয়ন এবং ক্রেতা সন্তুষ্টি অর্জনের ধারাবাহিক প্রচেষ্টা ।

 

২৭.নির্ধারিত মান বলতে কী বুঝ?

 

উত্তর : যে নির্দিষ্ট বৈশিষ্ট্য বা প্রক্রিয়া বিবেচনা করে ভোক্তা পণ্য বা সেবাটিকে সংজ্ঞায়িত করে তাকে নির্ধারিত মান বলে ।

 

২৮. ISO 9000 সনদ বাংলাদেশে কে প্রদান করে?

 

উত্তর : ISO = International Organization for Standardization-এর বিশেষজ্ঞরা বাংলাদেশে ISO -9000 সনদ প্রদান করেন।

 

২৯.সিদ্ধান্ত বৃক্ষ কী ?

 

উত্তর : উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তসমূহ অনেক সময় একাধিক বিকল্প দ্বারা প্রভাবিত হয়। আবার প্রতিটি বিকল্পের একাধিক ফল লাভের সম্ভাবনার রূপরেখা যে ছকের সাহায্যে (বৃক্ষের মতো) উপস্থাপন করা- হয় তাকে সিদ্ধান্ত বৃক্ষ বলে ।

 

৩০. সময় নিরীক্ষা কী?

 

উত্তর : সময় নিরীক্ষা হচ্ছে কার্যের প্রকৌশল বিশ্লেষণ যার সাহায্যে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে কত সময় প্রয়োজন তা নির্ধারণ করা যায় ।

অথবা,

একজন কর্মীর কার্য সম্পাদনের সময়কে বার বার পর্যবেক্ষণের মাধ্যমে আদর্শ সময় নির্ধারণের কৌশল বা পদ্ধতিকেই সময় নিরীক্ষা বলা হয়।

 

(ট) PERT এর পূর্ণরূপ লিখ।

উত্তর: Program Evaluation and Review Technique

 

৩১. ABC বিশেষণ বলতে কী বুঝায়? ৯৯%

 

উত্তর: যে বিশেষ পদ্ধতিতে মজুত পণ্যের মূল্য ও সংখ্যা বিবেচনা করে, A, B এবং C তিনটি ভাগে ভাগ করা হয় তাকে ABC বিশেষণ বলে ।

 

৩২. গ্যান্ট চার্ট কী ?

 

উত্তর : Henry L. Gantt প্রায় ৫০ বছর পূর্বে উৎপাদন নিয়ন্ত্রণের জন্য একটি চিত্র উন্নয়ন করেন। তাঁর নামানুসারে এ চিত্রের নাম হলো গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্ট লেখচিত্রের সাহায্যে পূর্বনির্ধারিত এবং বাস্তবায়িত উৎপাদন কার্য সুন্দরভাবে প্রদর্শন করে ।

 

৩৩. সিডিউলিং কী?

 

উত্তর : ফার্মের যন্ত্রপাতি, অপরাপর উপকরণ এবং মানবসম্পদ কখন কোথায় ব্যবহৃত হবে তার রূপরেখা প্রণয়ন করাকেই সিডিউলিং বলে।

 

৩৪. JIT কী ?

 

উত্তর : অপারেশনের সংযুক্ত মূল্যহীন কার্যাবলি এবং অপ্রয়োজনীয় মজুত মাল কর্তন করে অপচয় বর্জন করার বিশ্বাসকে JIT দর্শন বলে ।

 

৩৫. ক্ষুদ্র ব্যবসায় কী?

 

উত্তর : যে ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফার্জনের উদ্দেশ্যে স্বল্প পরিসরে খুব কম মূলধন নিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ক্ষুদ্র ব্যবসায় বলে ।

 

৩৬.প্যারামিটার কী?

 

উত্তর : যে সমস্ত ধ্রুবক দ্বারা সমগ্রকের প্রকৃতি জানতে পারা যায় তাদেরকে পরামিতি বা প্যারামিটার বলে।

 

৩৭. কুটিরশিল্প কী?

 

উত্তর : সাধারণত পরিবারের সদস্যরা স্বল্প মূলধনের ০০০ সাহায্য এবং সম্পূর্ণ পারিবারিক পরিবেশে যে শিল্প পরিচালনা করে তাকে কুটিরশিল্প বলে ।

 

৩৮. ক্ষুদ্র শিল্প কী?

 

উত্তর : যে প্রতিষ্ঠান স্বল্প পুঁজি, স্থানীয় কাঁচামালের উপর ভিত্তি করে, স্বল্প শ্রম ও কৌশল বিনিয়োগের মাধ্যমে স্বল্প পরিসর স্থানে স্থাপন করা হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে।

 

৩৯. কার্য আবর্তন কাকে বলে?

উত্তর : এক ঘেয়েমি দূর করার জন্য কর্মীকে পর্যায়ক্রমে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করাই হচ্ছে কার্য আবর্তন।

 

৪০. পণ্য উন্নয়ন কি? 2021

উত্তর : গবেষণা ও উন্নয়ন বিভাগ কল্পিত বস্তুটির আলোকে একটি বাস্তব পণ্য রূপান্তর করে যাকে পণ্য উন্নয়ন বলা হয়।

 

৪১. সার্ভিস লে-আউট কি?

উত্তর : সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন- ব্যাংক, হোটেল-মোটেল, রেস্টুরেন্ট, বিক্রয়কেন্দ্র, রিটেইল শপ ইত্যাদি ব্যবসায়ের বিন্যাস কার্যক্রম পণ্য উৎপাদনকারী অপেক্ষা একটু ভিন্নতর হয়। সেবা প্রতিষ্ঠান তার কাজের ধরন ও সেবার প্রকৃতির উপর ভিত্তি করে সার্ভিস লে-আউট প্রণয়ন করে।

 

৪২. কর্মী সম্পৃক্ততা কি

উত্তর : কর্মীরা প্রতিষ্ঠানের সাথে যত বেশি সম্পৃক্ত থাকবে, প্রতিষ্ঠানের কর্মকার এত অধিক পরিমাণে সম্পাদিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়, এটিই কর্মী সম্পৃক্ততা।

 

৪৩.ধারণা সৃষ্টি কি?

উত্তর : পণ্য পরিকল্পনার যে স্তরে বাজারজাতকারীর লক্ষ্য, বাজারের প্রয়োজন এবং সংগঠনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্যের ধারণা ধারাবাহিকভাবে অনুসন্ধানে জড়িত থাকে তাকে ধারণা সৃষ্টি বলে।

 

৪৪. বর্তমানে বিসিকের মূল কর্মসূচি কি?

 

উত্তর : বিসিকের মূল কর্মসূচি হচ্ছে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধি, শিল্পের অবস্থান, দক্ষ জনশক্তির বা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।

 

৪৫. কাম্য তত্ত্বাবধান পরিসর কাকে বলে?

 

উত্তর : তত্ত্বাবধায়ক দক্ষতার সাথে যে সংখ্যক শ্রমিকের কাজ নিয়ন্ত্রণ করতে পারে তাকে কাম্য তত্ত্বাবধান পরিসর বলে।

 

৪৬. লিনার প্রোগ্রামিং (LP) বলতে কি বুঝ?

 

উত্তর : যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের সম্পদের সদ্ব্যবহার ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা যায় সেই প্রক্রিয়াকে লিনার প্রোগ্রামিং বলে।

 

৪৭.পুনঃপ্রকৌশলীকরণ ধারণার প্রবক্তা কে?

উত্তর : পুনঃ প্রকৌশলকরণের প্রবক্তা Michael

Hammer (USA).

 

৪৮.জব ডিজাইন কি?

 

উত্তর : প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কার্যসম্পাদনের পদ্ধতি, কাজের অন্তর্নিহিত বিষয় এবং কাজকে প্রভাবিত করে এমন উপাদানসমূহ সুনির্দিষ্টকরণের কার্যাবলিকেই জব ডিজাইন বলা হয়।

 

৪৯. বিন্যাস পরিকল্পনা কি?

 

উত্তর : একটি প্রতিষ্ঠানের বিভাগসমূহের অবস্থান কোথায় হবে, অভ্যর্থনা কেন্দ্র কোথায় স্থাপন করা হবে, সিঁড়ির অবস্থান কোথায় হবে, প্রতিষ্ঠানের কর্মীরা কোথায়, কিভাবে কার্যসম্পাদন করবে ইত্যাদি বিষয়ক পরিকল্পনাকেই বিন্যাস পরিকল্পনা বলে।

 

৫০. ফ্যাক্টর বিন্যাস কাকে বলে?

উত্তর : একটি কারখানাতে প্রয়োজনীয় মেশিন, যন্ত্রপাতি কোনটি, কোথায় কিভাবে সাজানো হবে তার পরিপূর্ণ ডিজাইন হচ্ছে ফ্যাক্টর লে-আউট বা বিন্যাস।

 

পূর্ণ রূপ লিখ:

EOQ – Economic Order Quantity.

 

ISO – International Organisation for Standardization.

 

BSCIC – Bangladesh Small and Cottage Industries Corporation.

 

EPZ – Export Processing Zone.

 

CPM – Critical Path Method.

 

LP – Linear Programming.

 

TCB – Trading Corporation of Bangladesh.

 

ABC – Always Better Control

 

GDP – Gross Domestic Production

 

FDI – Foreign Direct Investment

 

 

খ বিভাগ

 

১. কার্য ব্যবস্থাপনার লক্ষ্য বা উদ্দেশ্য আলোচনা কর।

 

RSBEDUCATION.COM

 

২. নতুন পণ্য ব্যর্থ হয় কেন?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৩. মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৪. সার্বিক মান ব্যবস্থাপনার উপাদান গুলো কি কি?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৫. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কার্য ব্যবস্থাপনার ভূমিকা আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৬. ক্ষুদ্র ব্যবসায়ের সফলতার উপায় সমূহ আলোচনা কর।

 

RSBEDUCATION.COM

 

৭. সমষ্টি পরিকল্পনা লক্ষ্য কি?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

৮. ABC বিশ্লেষণের সুবিধা গুলো বর্ণনা কর।

 

RSBEDUCATION.COM

 

৯. নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার পদক্ষেপ/ধাপ/স্তর আলোচনা কর। ৯৯%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১০. অবস্থান সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান গুলো কি?৯৯%

 

RSBEDUCATION.COM

 

১১. মজুদ ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা কর।৯৯%

 

Organisational Behavior suggestion, Hons 3rd year exam-2021/সাংগঠনিক আচরণ সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

১২. অনুসূচিকরণের উদ্দেশ্য কী?৯৯%

 

RSBEDUCATION.COM

১৩. পুনঃপ্রকৌশলীকরণের মূলনীতি কী?৯৫%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৪. ক্ষুদ্র শিল্পের/ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।৯৯%

RSBEDUCATION.COM

১৫. পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তর বর্ণনা কর।৯৯%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৬. মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে কি বুঝ?

RSBEDUCATION.COM

১৭. মজুদ পণ্যের বৈশিষ্ট্য লিখ।৯৫%

 

Company Law suggestion, Hons 3rd year exam-2021/কোম্পানি আইন সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

১৮. “সার্বিক মান ব্যবস্থাপনা একটি দর্শন” ব্যাখ্যা কর। ৯০%

RSBEDUCATION.COM

১৯. জব ডিজাইনের পদ্ধতি বা তত্ত্বসমূহ বর্ণনা কর।৯৫%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২০. কার্য ব্যবস্থাপনার ওপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা কর।৯৫%

RSBEDUCATION.COM

২১. নতুন পণ্য উদ্ভাবনের উদ্দেশ্য বর্ণনা কর।৯০%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২২. পণ্য ও সেবার মধ্যে পার্থক্য দেখাও।৯০%

RSBEDUCATION.COM

২৩. স্বল্প মজুদের কুফল আলোচনা কর।৯৫%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৪. সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বর্ণনা কর।৯৯%

RSBEDUCATION.COM

২৫. মজুদ নিয়ন্ত্রণের পদ্ধতি গুলো আলোচনা কর।৯৫%

 

Marketing Management suggestion, Hons 3rd year exam-2021/বাজারজাতকরণ ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

২৬. উৎপাদনশীলতা বলতে কী বোঝ? উৎপাদন ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য দেখাও।

RSBEDUCATION.COM

২৭. বাংলাদেশের পোশাক শিল্পের পাঁচটি চ্যালেঞ্জ/সমস্যা/প্রতিবন্ধকতা লিখ।৯০%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

২৮. কার্য ব্যবস্থাপনার সাথে অন্যান্য ব্যবস্থাপনার সম্পর্কে আলোচনা কর।৯০%

RSBEDUCATION.COM

২৯. গণ/মাস কাস্টমাইজেশন এর ধারণা দাও।৯০%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৩০. অপারেশন স্ট্রাটেজি কিভাবে সিদ্ধান্ত গ্রহণের পন্থা হিসেবে কাজ করে? ৯০%

RSBEDUCATION.COM

৩১. দুর্বল সিডিউলিং এর লক্ষণ গুলো আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৩২. ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য দেখাও।৯৫%

RSBEDUCATION.COM

৩৩. পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণ গুরুত্ব আলোচনা কর।৯৫%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

৩৪. মানের ব্যয়সমূহ কী?

 

 

 

গ বিভাগ

 

১. কার্য ব্যবস্থাপনা কাকে বলে? কার্য ব্যবস্থাপনার আওতা বা পরিধি আলোচনা কর। কার্য ব্যবস্থাপনা ও সাধারণ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখাও। কার্য ব্যবস্থাপনার সাম্প্রতিক প্রবনতা সমূহ বর্ণনা কর। কার্য ব্যবস্থাপনার ভূমিকা/গুরুত্ব/সুবিধা আলোচনা কর। ১০০%

 

Hons 4th year Management department book list- Nu/অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

 

২. পণ্য ডিজাইন কি? পণ্য ডিজাইন প্রক্রিয়া বর্ণনা কর।  পণ্য বা সেবা ডিজাইনের নির্ধারণী বিবেচ্য বিষয় সমূহ আলোচনা কর। অন্য ডিজাইনের সুবিধা/গুরুত্ব আলোচনা কর। ৯৯%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

৩. কার্য পরিমাপ বলতে কি বুঝ? কার্য পরিমাপের উদ্দেশ্য লিখ। কার্য পরিমাপের সুবিধা ও অসুবিধা/প্রতিবন্ধকতা বর্ণনা কর। কার্য পরিমাপের কৌশলসমূহ বর্ণনা কর। কার্য পরিমাপের ধাপ বা পদক্ষেপসমূহ লিখ। ৯৯%

 

RSBEDUCATION.COM

 

৪. সার্বিক মান ব্যবস্থাপনা কি? সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য বর্ণনা কর। মান ব্যবস্থাপনার/সার্বিক মান ব্যবস্থাপনার ভূমিকা/গুরুত্ব লিখ। সার্বিক মান ব্যবস্থাপনার নীতিমালা আলোচনা কর । মান নিয়ন্ত্রণ কৌশল/প্রক্রিয়া/পদ্ধতি গুলো বর্ণনা কর।ISO- ৯০০০ মান দন্ডসমূহ বর্ণনা কর। ৯৯%

 

Insurance and Risk Management suggestion, Hons 3rd year exam-2021/বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

৫. বিশ্বায়ন কি? বিশ্বায়নের কারণসমূহ আলোচনা কর। বিশ্বরনের পক্ষে/সুবিধা ও বিপক্ষে/অসুবিধা যুক্তি দাও।৯৫%

RSBEDUCATION.COM

 

৬. সরবরাহ শিকলের প্রক্রিয়া দর্শন বর্ণনা কর। সরবরাহ শিকল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ উপাদান সমূহের বর্ণনা দাও। সরবরাহ শিকলের উদ্দেশ্যে/গুরুত্ব আলোচনা কর।৯০%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

৭. সমন্বিত পরিকল্পনা কাকে বলে? সমন্বিত পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া আলোচনা কর।৯৯%

 

RSBEDUCATION.COM

 

৮. বাজার বিশ্লেষণ কাকে বলে? বাজার বিশ্লেষণের পদ্ধতি/ প্রক্রিয়া/কৌশল আলোচনা কর।৯৯%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

৯. নতুন পণ্যের ধারণা দাও। কোম্পানি কিভাবে নতুন পণ্যের ধারণা খুঁজে পায়? নতুন পণ্য উন্নয়নের বিবেচ্য বিষয় গুলো কি কি?৯৯%

 

RSBEDUCATION.COM

 

১০. কার্য নকশা কাকে বলে? কার্য নকশা সিদ্ধান্তের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ লিখ।৯৫%

 

RSBEDUCATION.COM

 

১১. উৎপাদন ক্ষমতার প্রকারভেদ বর্ণনা কর। যন্ত্রপাতি বিন্যাসের সংজ্ঞা দাও। যন্ত্রপাতি বিন্যাসের উদ্দেশ্য/গুরুত্ব বর্ণনা কর।৯০%

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

১২.সময় নিরীক্ষা বলতে কি বুঝ? এর সুবিধা বর্ণনা কর। সময় নিরীক্ষার পদক্ষেপসমূহ বর্ণনা কর।

 

RSBEDUCATION.COM

 

১৩.সিডিউলিং কী? সিডিউলিং এর বৈশিষ্ট্য লিখ। সিডিউলিং এর গুরুত্ব/উদ্দেশ্য/ভূমিকা আলোচনা কর। সিডিউলিং এর প্রকারভেদ আলোচনা কর।৯৯%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

১৪. বিন্যাস পরিকল্পনা বলতে কি বুঝ? বিন্যাসের উপর প্রভাব বিস্তার করে উপাদানসমূহ আলোচনা কর।৯০%

 

RSBEDUCATION.COM

 

১৫. গ্যান্ট চার্ট কি? গ্যান্ট চার্ট এর বৈশিষ্ট্য লিখ। গ্যান্ট চার্টের সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা কর।৯০%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

১৬. বাংলাদেশের কুটির শিল্পের ভবিষ্যৎ আলোচনা কর। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুরুত্ব আলোচনা কর। বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসার সমস্যা সমূহ বর্ণনা কর।  ৯০%

 

RSBEDUCATION.COM

 

১৭. বাংলাদেশের কার্য ব্যবস্থাপনার ধারা মূল্যায়ন কর। বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ের সমস্যা সমূহ বর্ণনা কর। ৯৫%

 

বি:দ্র: ১০০% কমনের নিশ্চয়তা নেই। নিজের সাজেশন নিজে করাই উত্তম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *