সামষ্টিক অর্থনীতির অতি সংক্ষিপ্ত প্রশ্ন (ক-বিভাগ) সাজেশন/Macro Economics short question (Part A) suggestion
সামষ্টিক অর্থনীতির অতি সংক্ষিপ্ত প্রশ্ন (ক-বিভাগ) সাজেশন
Macro Economics short question (Part A) suggestion
১. সামষ্টিক অর্থনীতি কী?
উত্তর: অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলী কে সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
২. Macro শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: অধ্যাপক রাগনার ফ্রিশ (Rangar Frisch) সর্বপ্রথম Macro শব্দটি ব্যবহার করেন।
(rsbeducation.com)
৩. মোট দেশজ উৎপাদন (GDP) কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগলিক সীমারেখার মধ্যে দেশী ও বিদেশী নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৪. মুদ্রা সংকোচন কী?
উত্তর: দামস্তর ক্রমাগত হ্রাস পাবার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলে।
(RSBEDUCATION.COM)
৫. সঞ্চয় কী?
উত্তর: ব্যয়যোগ্য আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে তা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলে। যেমন, S = Y – C
এখানে, S = সঞ্চয়, Y = আয় এবং C = ভোগ ব্যয়।
(COPYRIGHT RESERVE)
৬. মিশ্র অর্থব্যবস্থা কী?
উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানা এবং সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।
(RSBEDUCATION.COM)
৭. সামগ্রিক চাহিদা কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের দ্রব্য ও সেবার মোট চাহিদাকে সামগ্রিক চাহিদা বলে।
rsbeducation.com
৮. রাজস্ব নীতি কী?
উত্তর: সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালা কে রাজস্ব নীতি বলা হয়।
অথবা, কর আদায়, ঋণ গ্রহণ এবং অন্যান্য সকল প্রকার সরকারি আয় ব্যয়ের ক্ষেত্রে সরকার যে নীতি গ্রহণ করে তাকে রাজস্ব নীতি বলে।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৯. অর্থনৈতিক স্থবিরতা কী?
উত্তর: অর্থনীতিতে যখন বিনিয়োগ হ্রাস পায়, প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত হয়, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, বেকারত্ব বৃদ্ধি পায় তখন অর্থনীতির এই অবস্থাকে অর্থনৈতিক স্থবিরতা বলা হয়।
১০. ফিলিপস (Philips) রেখা কি?
উত্তর: ফিলিপস রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১১. স্বয়ম্ভূত বিনিয়োগ কী?
উত্তর: যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না অর্থাৎ আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও যখন বিনিয়োগের কোন পরিবর্তন হয় না তাকে স্বয়ভূত বিনিয়োগ বলে।
১২. অর্থনৈতিক স্থিতিশীলতা কী?
উত্তর: অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে এমন অবস্থা বোঝায় যখন মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন এড়িয়ে দেশে পূর্ণ নিয়োগ বজায় রাখা যায়।
১৩. সরকারি ঋণ কী?
উত্তর: ভবিষ্যতে সুদসহ পরিশোধের অঙ্গীকার করে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে অথবা বিদেশি কোন সংস্থা বা সরকারের নিকট থেকে সরকার যে ঋণ গ্রহণ করে তাকে সরকারের ঋণ বলে।
RSBEDUCATION.COM
১৪. ভোগ বলতে কী বোঝ?
উত্তর: কোন দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে।
১৫. টেকসই উন্নয়ন কাকে বলে?
উত্তর:
১৬. অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
উত্তর: কোন দেশে এক নির্দিষ্ট সময়ে জাতীয় উৎপাদন ও মাথাপিছু প্রকৃত আয়ের বার্ষিক পরিবর্তনের হার বা চলমান বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১৭. জাতীয় আয় (National Income) কী?
উত্তর: একটি দেশে কোন নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।
১৮. স্বয়ম্ভূত ভোগ কাকে বলে?
উত্তর: যে ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল নয় তাকে স্বয়ম্ভূত ভোগ বলে। স্বল্পকালে স্বয়ম্ভূত ভোগ ব্যয় থাকলে দীর্ঘকালের থাকে না।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১৯. মোট জাতীয় উৎপাদন কী?
উত্তর:
২০. কর কী?
উত্তর: সরকার বা রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোন প্রতিদান প্রত্যাশা না করে জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বা Tax বলে।
RSBEDUCATION.COM
২১. ঋণ নীতি কী?
উত্তর: যে নীতির সাহায্যে সুদের হারের পরিবর্তন, ঋণের শর্ত, ঋণের সুবিধা – অসুবিধা ও ঋণ বাজার সম্পর্কে আর্থিক কর্তৃপক্ষের কার্যক্রম নির্দেশ করে তাকে ঋণ নীতি বলে।
অথবা, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বাড়ানো বা কমানোর লক্ষ্যে গৃহীত নীতিমালা কে ঋণ নীতি বলে।
২২. দারিদ্র্যের দুষ্টচক্র কী?
উত্তর: নারীদের দুষ্টচক্র এমন একটি পরিস্থিতি যা দেখার উন্নয়নকে বাধাগ্রস্ত করে দারিদ্র্যের বা অনুন্নয়নের ফাঁদে আটকে রাখে।
২৩. বিনিয়োগের ধারণা বলতে কি বুঝায়?
উত্তর:
২৪. আপেক্ষিক আয় কী?
উত্তর:
২৫. মুদ্রাস্ফীতি কী/মূল্যস্ফীতি কী?
উত্তর: সাধারণত পণ্য সামগ্রী ও সেবার দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
২৬. ফিশারের বিনিময় সমীকরণটি লিখ।
উত্তর:
২৭. ভারসাম্য জাতীয় আয় কী?
উত্তর:
২৮. LSUR এর পূর্ণরূপ কী?
উত্তর: Lower Sustainable Rate of Unemployment.
২৯. প্রচ্ছন্ন বেকারত্ব কী?
উত্তর:
৩০. নিরপেক্ষ রাজস্ব নীতি কী?
উত্তর:
৩১. NAIRU -এর পূর্ণরূপ কী?
উত্তর:
৩২. ইচ্ছাকৃত বেকারত্ব কী?
উত্তর:
৩৩. কাম্য মুদ্রাস্ফীতির হার কী?
উত্তর:
৩৪. নিয়োগ ও কর্মসংস্থান কাকে বলে?
উত্তর:
৩৫. বিনিয়োগের প্রান্তিক দক্ষতা কাকে বলে?
উত্তর:
৩৬. প্রান্তিক সঞ্চয় প্রবণতা কী?
উত্তর:
৩৭. সামগ্রিক যোগান রেখার ঢাল ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন?
উত্তর:
৩৮. আপেক্ষিক আয় কী?
উত্তর:
৩৯. নিয়োগ গুনক বলতে কি বুঝ?
উত্তর:
৪০. মানব উন্নয়ন সূচক কী?
উত্তর: মানব সম্পদ উন্নয়ন পরিমাপের জন্য যে সকল নির্ধারক সমূহ ব্যবহার করা হয় সেগুলোকে একত্রে মানব উন্নয়ন সূচক বলে।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৪১. উৎপাদন কী?
উত্তর:
৪২. প্রবাহ চলক কী?
উত্তর:
৪৩. সামষ্টিক অর্থনীতি গ্রীক কোন শব্দ থেকে এসেছে?
উত্তর:
৪৪. আধুনিক বাণিজ্য চক্র তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর:
৪৫. দারিদ্র দুষ্টচক্র ধারণাটি কে দিয়েছেন?
উত্তর:
৪৬. সামগ্রিক যোগান রেখার ঢাল কেমন হয়?
উত্তর:
৪৭. মুদ্রা সংকোচন ফাঁক কী?
উত্তর: পূর্ণ নিয়োগ অবস্থায় যদি সামগ্রিক চাহিদা অপেক্ষা সামগ্রিক যোগান বেশি হয় তবে তাদের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয় মুদ্রা সংকোচন ব্যবধান কাকে বলা হয়।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৪৮. স্ট্যাগফ্লেশন বলতে কি বুঝ?
উত্তর: স্থবির অর্থনীতিতে অধিক বেকারত্ব ও অধিক মুদ্রাস্ফীতির সমন্বিত অবস্থাকে স্ট্যাগফ্লেশন বলে।
৪৯. লাফার রেখা কী?
উত্তর: কর হারের সাথে জনগণের কর্মস্পৃহার সম্পর্ক যে রেখার সাহায্যে দেখানো হবে তাকে লাফার রেখা বলা হয়।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৫০. বৈদেশিক ঋণ কাকে বলে?
উত্তর: বিদেশি সরকার, বিশ্ব ব্যাংক, IMF ইত্যাদি আন্তর্জাতিক সংস্থা থেকে সরকার যে ঋণ গ্রহণ করে তাকে বৈদেশিক ঋণ বলে।
৫১. উন্নত দেশ বলতে কী বোঝ?
উত্তর: