Taxation in Bangladesh suggestion, Hons 3rd year exam-2021/বাংলাদেশের করবিধি সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১
Taxation in Bangladesh suggestion
Hons 3rd year exam-2021
বাংলাদেশের করবিধি সাজেশন
অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১
Management Department
ব্যবস্থাপনা বিভাগ
ক বিভাগ
১। করবর্ষ কাকে বলে?
উত্তর : যে বছরে কর প্রদান করা হয় তাকে করবর্ষ বলে।
২। কর অবকাশ কী?
উত্তর : শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR) যে কর অব্যহতি দেয়, ঐ অব্যাহতি প্রাপ্ত সময়কে কর অবকাশ বা কর অবকাশ স্কীম বলে।
৩। দ্বৈতকর কী?
উত্তর : কোনো আয়ের উপর ‘দুবার কর প্রদানকে দ্বৈতকর বলে।
৪। গৃহসম্পত্তির বার্ষিক মূল্য কাকে বলে?
উত্তর: যুক্তি সঙ্গতভাবে ভাড়া দিয়ে বার্ষিক প্রত্যাশিত
ভাড়ামূল্য এবং প্রকৃত ভাড়া মূল্য এই দুটির মধ্যে যেটি
বড় তাকে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলে ।।
৫। বৈদেশিক আয় কখন করমুক্ত হয়?
উত্তর: করদাতা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্জিত আয় দেশে আনলে উক্ত আয় আয়কর অব্যাহতি পায় এবং করমুক্ত হয়।
৬। উৎসে কর কর্তন বলতে কী বুঝ?
উত্তর: ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৮ ধারার বিধান মোতাবেক উৎসস্থলে কর কর্তন বলতে, আয়কর প্রদানকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক করদাতাকে আয় প্রদান করার সময় উক্ত আয় হতে কর কেটে রাখাকে বুঝায়।
৭। সিকিউরিটির সুদের ক্ষেত্রে অনুমোদিত খরচের দুটি
উদাহরণ দাও ।
উত্তর : সিকিউরিটির অনুমোদিত খরচের দুটি উদাহরণ
হলো- (i) সুদ আদায়ের ব্যাংক চার্জ ও কমিশন
(ii) সিকিউরিটি ক্রয়ের জন্য গৃহীত ঋণের সুদ।
Company Law suggestion, Hons 3rd year exam-2021/কোম্পানি আইন সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১
৮। আংশিক কৃষি আয় কী?
উত্তর: কোনো উৎপাদনকারী যদি তার উৎপাদিত কৃষিজাত দ্রবাদি শিল্পজাত দ্রব্যে পরিণত করার জন্য নিজেই শিল্প প্রক্রিয়া গ্রহণ করে, তবে শিল্পজাত দ্রব্যাদি হতে প্রাপ্ত আয় আংশিক কৃষি আয় বলে বিবেচিত হবে।
৯। বাংলাদেশে কত সালে আয়কর অধ্যাদেশ জারি করা হয়?
উত্তর : ১৯৮৪ সালে।
১০। করমুক্ত আয় কাকে বলে?
উত্তর : যে আয় মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় কিন্তু
গড় হারে কর ছাড় পায় তাকে করমুক্ত আয় বলে।
১১। শূন্য/জিরো কুপন বন্ড কী?
উত্তর : যে বন্ডের লিখিত মূল্য আপেক্ষা বিক্রয়মূল্য কম এবং সুদ প্রদান করা হয় না তাকে শূণ্য কৃপন বস্তু বলে। কিবলামূল্য এবং লিখিত মূল্যের পার্থক্যই বিনিয়োগকারীর মুনাফা।
১২। স্পট কর নির্ধারণ কাকে বলে?
উত্তর : কোন বিক্রয় কেন্দ্রে বা বাণিজ্যিক বাজারে ব্যবসা বা পেশা পরিচালনা করেন অথবা সামান্য প্রতিষ্ঠান রয়েছে উপকর কমিশনার তার প্রদেয় কর নির্ণয় করবেন বর্ণিত হারে এবং বর্ণিত পন্থায় এবং প্রদেয় অনুরূপ করাকে স্পট এসেসমেন্ট বা স্পট কর নির্ধারণ বলে।
১৩) প্রগতিশীল কর কী?
উত্তর: যে কর ব্যবস্থায় উচ্চ স্তরের আয় হতে ক্রমবর্ধমান হারে কর আদায় করার নীতি অনুসরণ করা হয় তাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে।
১৪) আবগারি শুল্ক কী?
উত্তর : দেশে উৎপাদিত পণ্যের উপর আরোপিত করকে আবগারী শুল্ক বলে।
১৫) TIN ও e-TIN এর পূর্ণরূপ লিখ।
উত্তর : ✓Taxpayer’s Identification Number
✓Electronic Taxpayer’s Identification Number.
১৬) মহার্ঘ ভাতা কী?
উত্তর : জীবনধারণের ব্যয় বৃদ্ধির ফলে সুষ্ঠুভাবে জীবন যাপনের জন্য নিয়োগকর্তা কর্মীকে যে ভাতা প্রদান করে তাকে মহার্ঘ ভাতা বলে।
১৭) বিনিয়োগ ভাতা/রেয়াতযোগ্য আয় কী?
উত্তর : করদাতার যে সকল আয় তার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণে মোট আয়ের মধ্যে যুক্ত হয় কিন্তু পরবর্তীতে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট হারে কররেয়াত পাওয়া যায় তাকে বিনিয়োগ ভাতা বলে ।
১৮) সিকিউরিটির সুদ কী?
উত্তর : ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ২২ ধারা অনুসারে সরকারি বা অনুমোদিত সিকিউরিটি অথবা স্বায়ওশাসিত প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র হতে যে সুদ পাওয়া যায় তাকে সিকিউরিটির সুদ বলে।
১৯) শুধুমাত্র কৃষি আয়ের ক্ষেত্রে করযোগ্য আয়ের সীমা কত?
উত্তর : ২,০০,০০০
২০) কর বর্ষ কিভাবে নির্ধারিত হয়?
উত্তর : যে আর্থিক বছরের করদাতার আয়করা নির্ধারণ করা হয়। সেই আর্থিক বছরই তার করব বা কর নির্ধারণী বর্ষ। সাধারণত আয় বছরের পরবর্তী বছরকে কর বর্ষ বলে।
২১) অ্যাপিলেট ট্রাইবুনাল কী?
উত্তর : আয়কর অধ্যাদেশের ১১ ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে গঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সদস্যগণ নিয়োগ প্রাপ্ত হন। এটি আয়কর সংক্রান্ত বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।
Management Accounting Suggestions, Hons 3rd Year Exam 2021, Management Department
২২) NBR এর পূর্ণরূপ লিখ।
উত্তর: National Board of Revenue,
২৩) সম্পূরক শুল্ক কী?
উত্তর : বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট ছাড়া ও অতিরিক্ত যে কর প্রদান করা হয় তাকে সম্পুরক (Supplementary Duty) বলে ।
২৪) বেতন কাকে বলে?
উত্তর : কোন ব্যক্তি তার মানসিক বা শারীরিক পরিশ্রম বা সেবার বিনিময়ে নিয়োগ কর্তার নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে পারিশ্রমিক পান তাকেই বেতন বলা হয়।
২৫) পেশা বলতে কি বুঝ?
উত্তর : পেশা বলতে মূলত দীর্ঘদিনের সাধনা ত্যাগ অধ্যবসীয় ও অনুশীলনের দ্বারা অর্জিত বিশেষ গুণকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা যায়। এই প্রক্রিয়াকেই পেশা বলে।
২৬) ফটকা কারবার কাকে বলে?
উত্তর : অস্বাভাবিক মুনাফা লাভের আশায় স্টক বা শেয়ার সহ অন্যান্য যে কোন পণ্যদ্রব্য প্রকৃত হস্তান্তর ব্যতিরেকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়। এরূপ অনিশ্চিত উদ্যোগকে ফটকা কারবার বলে।
২৭) করপাত কী?
উত্তর : করপাত হচ্ছে করের ‘চূড়ান্ত আশ্রয়স্থল’। যদি কর সঞ্চালন বা স্থানান্তর করা যায় তবে চূড়ান্তভাবে করের আর্থিক ভার অন্যের উপর বর্তায়। করের সর্বশেষ আর্থিক দায়ভারকে করপাত বলে।
২৮) সারচার্জ কী?
উত্তর : আয়করের অতিরিক্ত করতে সারচার্জ বলা হয়। ১৯৮৮ সালের অর্থ আইনের ধারা ১৬৩ সংযোজনের মাধ্যমে সারচার্জ আরোপ করা হয়েছে।
২৯) লোকসান পূরণ বলতে কী বুঝায়?
উত্তর : আয়বর্ষে কোন করদাতার এক বা একাধিক খাতে লোকসান একই খাতের অন্য উৎসের লাভ দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করা যায়। এরূপ একখাতের লোকসান একই খাতের অন্যান্য উৎসের আয় দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করাকে লোকসান পূরণ বলা হয়।
৩০) আয়কর রিটার্ন কী?
উত্তর : অধ্যাদেশের ৭৫(২) ধারা অনুসারে আয়কর রিটার্ন প্রস্তুত করতে হয়। বিধি ২৪ অনুসারে স্বাভাবিক আয়কর রিটার্ন ফরম ও নির্ধারণী আয়কর রিটার্ন ফরম নামে ভিন্ন ভিন্ন দু’ধরনের ফরম আছে।
৩১) আর্থিক আইন কি?
অথবা, অর্থ আইন কি?
উত্তর : সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার, ন্যূনতম করযোগ্য সীমা, নতুন কর আরোপ বা কর অব্যহিত ইত্যাদি ঘোষণা কর থাকে। আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন করে তাকে অর্থ আইন বলে ।
৩২) সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর : সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশলকে সরকারি অর্থব্যবস্থা বলে।
৩৩) করের সংজ্ঞা দাও ।
অথবা, কর কী?
উত্তর : সরকার বা রাষ্ট্রের কাছে থেকে সরাসরি কোন প্রতিদান প্রত্যাশা না করে জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
৩৪) বিশেষ কর কী?
উত্তর : সরকারি ব্যয়ে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যবসা কেন্দ্র ইত্যাদি স্থাপন করার ফলে এর পাশ্ববর্তী এলাকায় জমির দাম বহুগুণে বৃদ্ধিপায়, এ অতিরিক্ত মূল্যের ওপর আরোপিত করই হচ্ছে বিশেষ কর।
৩৫) করঘাত কি?
উত্তর : করদাতার সাথে করের প্রথম ঘাতকে করঘাত বলে।
৩৬) কর সঞ্চালন কি?
উত্তর : যার উপর প্রাথমিক করধার্য করা হয় সে যদি করভার শেষ পর্যন্ত অন্যের উপর চালিয়ে দিতে পারে তাহলে করভার অন্যের উপর চাপিয়ে দেওয়ার কার্যাবলিকে কর সঞ্চালন বা কর চালান বলে ।
৩৭) প্রত্যক্ষ কর কি?
উত্তর : যে করের করঘাত ও করপাত একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বহন করতে হয় তাকে প্রত্যক্ষ কর বলে।
৩৮. মূসক চালানপত্র কী?
উত্তর : মূসক ব্যবস্থায় পণ্য বা সেবা সরবরাহকালে পণ্য বা সেবা সরবরাহকারী কর্তৃক ক্রেতাকে যে চালানপত্র প্রদান করতে হয় তাই মূসক চালানপত্ৰ ।
৩৯. গৃহসম্পত্তির ক্ষেত্রে মূলধনী লাভ কখন করমুক্ত?
উত্তর: যে তারিখে গৃহটি হস্তান্তরিত হয়েছে তার অব্যবহিত ২ বছর পূর্ব পর্যন্ত গৃহ সম্পত্তিটি করদাতার আবাসিক গৃহ হিসাবে করমুক্ত।
৪০. বার্ষিক বৃত্তি বলতে কী বুঝ?
উত্তর : নিয়োগ কর্তার নিকট হতে কর্মী নির্দিষ্ট বৎসরের ভিত্তিতে যে অর্থ গ্রহণ করে তাকে বার্ষিক বৃত্তি বলে।
৪১. অ-করধার্য আর কী?
উত্তর : করদাতার করদায় নির্ধারণে যে সকল আয় মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না তাকে অ-করধার্য আয় বলে।
৪২. আবাসিক বা বাসিন্দা বলতে কী বুঝ?
উত্তর : করদাতার কর কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বাংলাদেশে হলে তাকে আবাসিক বা বাসিন্দা করদাতা বলে ।
৪৩. আকস্মিক আয় কী?
উত্তর : একজন করদাতা যেসকল আয় সম্পর্কে পূর্বানুমান করে না অর্থাৎ যে সকল আয় হঠাৎ বা দৈবাৎ আকস্মাৎ পাওয়া যায় তাকে আকস্মিক আয় বলে।
৪৪. জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কী?
উত্তর : জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইনের সর্বোচ্চ কর কর্তৃপক্ষ। এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে থেকে আয়কর আইন অনুযায়ী সকল প্রশাসনিক ও বিচার সংক্রান্ত কার্যাবলি সম্পন্ন করে।
৪৫. করদাতা মুক্তিযোদ্ধা হলে অকরধার্য আয়ের সীমা কত?
উত্তর: গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার অকরধার্য আয়ের সীমা ৪,৭৫,০০০ টাকা।
৪৬. আয়কর কর্তৃপক্ষ কারা?
উত্তর : ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৩ ধারার মোতাবেক যে সকল সরকারি কর্মচারী আয়কর সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয় ।
৪৭. এন্টি ডাম্পিং শুল্ক কি?
উত্তর : বাংলাদেশে কোন পণ্য স্বাভাবিক দামের চেয়ে কম দামে আমদানি করলে সরকার স্বাভাবিক মূল্য ও যে দামে আমদানি করল তার পার্থক্যের সমান শুল্ক ধার্য করতে পারে একে এন্টি ডাম্পিং শুল্ক বলে।
৪৮. কপট লেনদেন কি?
উত্তর : কর ফাঁকি বা কর এড়ানোর উদ্দেশ্যে অনেক সময় সিকিউরিটির মালিক সিকিউরিটির ওপর সুদ প্রদেয় হওয়ার পূর্বে পুনরায় ক্রয় বা ফেরত নেয়ার শর্তে কোনো বিশ্বাসী বা আপনজনের নিকট সিকিউরিটি বিক্রয় বা হস্তান্তর করে থাকলে এরূপ লেনদেন কে কপট লেনদেন বলে।
৪৯. টার্নওভার কর কি?
উত্তর : যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ৪০ লাখ টাকার কম সে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান ১৫% হারে মূল্য সংযোজন করের পরিবর্তে ৪% হারে যে কর প্রদান করে তাকে টার্নওভার কর বলে।
৫০. করদাতা কে?
উত্তর : যে ব্যক্তি কোনরূপ প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে কর, জরিমানা, ফি ও অন্যান্য ধার্যকৃত অর্থ পরিশোধে বাধ্য থাকে তাকে করদাতা বলে ।
মাস্টার্স(MBA) ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা/Masters Management department book list-Nu
৫১. বিল অব এন্ট্রি কি?
উত্তর : বিল অব এন্ট্রি বলতে ৭৯ ধারা অনুসারে প্রদত্ত বা দাখিলকৃত বিল অব এন্ট্রিকে বুঝানো হবে এবং এ ছাড়া যে সব বিল অব এন্ট্রি বোর্ডের নির্ধারিত বিষয়ে ও নির্ধারিত প্রক্রিয়ায় ইলেকট্রিক উপায়ে প্রেরিত হবে সেগুলোও এর অন্তর্ভুক্ত হবে।
৫২. সিকিউরিটি সুদের মোটাঙ্কিতকরণ কী?
উত্তর: নিট সুদকে মোট সুদে রূপান্তর করার প্রক্রিয়াকে সুদের মোটাঙ্কিতকরণ বলা হয়।
৫৩. কর অগ্রিম সরকারি সিকিউরিটি কাকে বলে?
উত্তর: যে করযোগ্য সিকিউরিটির সুদ অর্জিত হওয়ার পূর্বেই সুদের ওপর অগ্রিম কর কাটা হয় অর্থাৎ সিকিউরিটি বিক্রয়ের সময়ই এর সুদের ওপর কর কেটে রাখা হয় তাকে কর অগ্রিম সরকারি সিকিউরিটি বলে। ১ জুলাই ২০০৫ বা এর পরে যে কোন সময় ক্রীত সিকিউরিটিই এর ধরনের সিকিউরিটির অন্তর্ভূক
৫৪. করবান সরকারি সিকিউরিটি কাকে বলে?
উত্তর: যে সব সরকারি সিকিউরিটির সুদ হতে উৎস স্থলে কর কেটে অবশিষ্ট টাকা করদাতার নিকট প্রেরণ করা হয় তাকে করবান সরকারি সিকিউরিটি বলা হয়। যেমন- ইসলামী শরীয়া ভিত্তিক সিকিউরিটি।
৫৫.আনুতোষিক কি?
উত্তর : চাকরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগ কর্তার নিকট থেকে এককালীন যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বলা হয় ।
৫৬. আয় কি?
উত্তর : কোনো সম্পত্তি বা বিশেষ গুণ বা ব্যক্তিগত দক্ষতা ও মেধা ব্যবহার বা দৈহিক অথবা মানসিক পরিশ্রমের জন্য ব্যবহারকারীর নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে অর্থ পাওয়া যায় তাকে সাধারণ দৃষ্টিতে আয় বলে ।
৫৭) আয়কর কোন প্রকৃতির কর?
উত্তর : প্রত্যক্ষ কর ।
৫৮.ব্যবসায় ও পেশাখাতে আপ্যায়ন খরচের অনুমোদনযোগ্য ব্যয়ের বিধান কী?
উত্তর: ব্যবসায় বা পেশার ১ম ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকার মুনাফার ওপর ৪% হারে ও অবশিষ্ট মুনাফার ওপর ২% হারে।
৫৯. অনিঃশেষিত অবচয় কাকে বলে?
উত্তর: কোন নির্দিষ্ট আয় বছরে কারবারে কোন মুনাফা না হলে বা মুনাফার পরিমাণ অবচয় হতে কম হলে অবচয়ের যে অংশটুকু সমন্বয় করা যায় না তাকে অনিঃশেষিত অবচয় বলা হয়।
৬০. অনিঃশেষিত অবচয়ের জের টানার সর্বোচ্চ সময় সীমা কত দিন?
উত্তর: ৬ বছর পর্যন্ত অনিঃশেষিত অবচয়ের জের টানা যাবে।
৬১. গৃহ-সম্পত্তি খাতে কখন বাড়িভাড়া হতে উৎসে কর কর্তন করতে হয়?
উত্তর : সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, বিধিবদ্ধ কর্পোরেশন, পাবলিক লিঃ কোং, ব্যাংক বিমা, সমবায় ব্যাংক সরকারি আর্থিক সংস্থা, বিদেশী সহায্যপুষ্ট এনজিও যদি কোন বাড়ি ভাড়া গ্রহণ করেন তবে ভাড়ার পরিমাণ নির্বিশেষে ৫% হারে উৎসে কর কর্তন করে রাখবেন।
৬২. অবাসিন্দা বা অনাবাসিক ব্যক্তি করদাতার করের হার কত?
উত্তর: অবাসিন্দা করদাতাকে দেশের অভ্যন্তরে মোট আয়ের ওপর সর্বোচ্চ ৩০% হারে কর প্রদান করতে হয়।
৬৩.
খ বিভাগ
১. মূল্য সংযোজন করের বৈশিষ্ট্যসমূহ লিখ।৯৯%
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
২. জাতীয় রাজস্ব বোর্ডের গঠন আলোচনা কর।৯৯%
(শেয়ার করুন এবং সঙ্গে থাকুন)
৩. আয়ের বৈশিষ্ট্য গুলো কি কি?৯৯%
(শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন)
৪. “সরকারি রাজস্বের উৎস হিসেবে কর”- মূল্যায়ন কর।৯৯%
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৫. করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য দেখাও।৯৯%
(অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য সঙ্গে থাকুন)
৬. কপট লেনদেন বলতে কি বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর।
৭. প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
(শেয়ার করুন এবং সঙ্গে থাকুন)
৮. উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য কি কি? ৯৯%
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৯. অনুমোদিত ভবিষ্যত তহবিলের জন্য অবশ্য পালনীয় শর্তাবলী কি কি?৯৯%
(অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য সঙ্গে থাকুন)
১০. জিরো কুপন বন্ড কি? এর বৈশিষ্ট্য লিখ।৯৫%
কবি পরিচিতি: ফররুখ আহমদ -BCS সহ সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
১১. সরকারি অর্থব্যবস্থা বলতে কি বুঝ? এর বৈশিষ্ট্য লিখ।৯৫%
(অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য সঙ্গে থাকুন)
১২. অকরধার্য আয় ও রেয়াতযোগ্য আয়ের মধ্যে পার্থক্য লিখ।৯০%
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১৩. মূল্য সংযোজন করের (VAT) সুবিধা গুলো কি কি?৯৯%
rsbeuducation.com
১৪. আয়কর কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো উপস্থাপন কর।৯০%
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১৫. আয়কর নির্ধারণে আয়বর্ষ ও করবর্ষের তাৎপর্য আলোচনা কর।৯৫%
rsbeducation.com
১৬. মূল্য সংযোজন করের (VAT) নিবন্ধন পদ্ধতি বর্ণনা কর।৯৫%
(অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য সঙ্গে থাকুন)
১৭. শুল্ক আইনের অধীনে বিভিন্ন প্রকার শুল্কের বর্ণনা দাও।৯০
গ বিভাগ
১. উপকর কমিশনারের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
২. অ্যাপিলেট ট্রাইবুনালের গঠন ও কার্যাবলী বর্ণনা কর। কোন কোন পরিস্থিতিতে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করা যায়?
(শেয়ার করুন এবং সঙ্গে থাকুন)
৩. কর ফাঁকি ও কর এড়ানোর মধ্যে পার্থক্য দেখাও। বাংলাদেশে কর ফাঁকি ও কর এড়ানোর কারণ আলোচনা কর।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৪. কর অবকাশ স্কীম কি? কর অবকাশ সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলী বর্ণনা কর।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৫. আয়কর আইন অনুযায়ী আয়ের সংজ্ঞা দাও। আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের শ্রেণীবিভাগ দেখাও। আয়কর নির্ধারণে এদের প্রভাব দেখাও।
rsbeducation.com
৬. কোন কোন ক্ষেত্রে করদাতার সনাক্তকরণ নম্বর প্রয়োজন? নতুন করদাতার টিআইএন (TIN) প্রাপ্তির পদ্ধতি আলোচনা কর।
(অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য সঙ্গে থাকুন)
৭. বাংলাদেশের মূল্য সংযোজন কর (VAT) প্রবর্তনের কারণসমূহ আলোচনা কর । বাংলাদেশে মূল্য সংযোজন করের (VAT) বৈশিষ্ট্য লিখ।
rsbeducation.com
৮. আয়করের সংজ্ঞা দাও। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আয় করার ভূমিকা আলোচনা কর।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৯. কর নির্ধারণী চক্র কি? এ চক্রের ধাপসমূহ বর্ণনা কর।
rsbeducation.com
১০. মূল্য সংযোজন কর বলতে কী বোঝ? কি কি কারণে মূল্য সংযোজন কর সরকার এবং করদাতা উভয়ের নিকট সুবিধা জনক বলে বিবেচিত হয়?
RS education.com
১১. শুল্ক আইন অনুসারে আমদানি নিষিদ্ধ দ্রব্যের বর্ণনা দাও।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১২. লোকসানের জের টানা বলতে কী বোঝ? কৃষি, ব্যবসায় এবং পেশা খাতের লোকসানের জের টানার আইনগত বিধান বর্ণনা কর।
(শেয়ার করুন এবং সঙ্গে থাকুন)
১৩. শুল্ক কর্তৃপক্ষ কারা? শুল্ক কর্মকর্তার ক্ষমতা ও কর্তব্য আলোচনা কর।
সমার্থক শব্দ – BCS সহ যে কোন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
১৪. বিনিয়োগ ভাতার কর রেয়াত বলতে কি বুঝ? কর অব্যাহতি প্রাপ্ত আয়গুলো আলোচনা কর।
(Copyright reserve )
১৫. কাস্টমস ডিউটি হতে অব্যাহতি প্রক্রিয়া বর্ণনা কর।
rsbeducation.com
অংকসমূহ: বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো (Accounting, Management, Marketing & Finance Department) সমাধান ও চর্চা করুন।
Part C: বেতন খাতে আয়, অংশীদারি ফার্মের কর নির্ধারণ, কোম্পানির কর নির্ধারণ, মূল্য সংযোজন কর, সিকিউরিটি সুদ খাতে আয় । এই অধ্যায় থেকে আসতে পারে।
Part B: কৃষি খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়, অন্যান্য খাতে আয়, ব্যবসায় বা পেশা খাতে আয়।
বি:দ্র: খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে।
(নিজের সাজেশন নিজে করাই উত্তম)