Marketing Management suggestion, Hons 3rd year exam-2021/বাজারজাতকরণ ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

Marketing Management suggestion

 

 Hons 3rd year exam-2021

 

বাজারজাতকরণ ব্যবস্থাপনা সাজেশন

 

 অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

Management Department

ব্যবস্থাপনা বিভাগ

ক বিভাগ

১. বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?

 

উত্তর : বাজারজাতকরণ কৌশলসমূহের পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলে।

অথবা,

বাজারজাতকরণ সঠিক কর্মকাণ্ডে ব্যবস্থাপনার নীতিমালা ও কার্যবলির প্রয়োগকে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলে ।

 

২. ক্রেতা সন্তুষ্টি কি?

 

উত্তর : ক্রেতা সন্তুষ্টি হচ্ছে পণ্যের উপলব্ধিমূলক কার্যকারিতা কতটা ক্রেতার প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তার মাত্রা।

 

৩. মার্কেট স্পেস কি?

 

উত্তর : যখন কোন ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে পণ্য দ্রব্য ক্রয় করে তখন বাজারে তার ঐ ডিজিটাল অবস্থানকে মার্কেট স্পেস বলে।

 

৪. ক্রেতা কেন্দ্রিকতা কি?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৫. কৌশলগত পরিকল্পনার সাংগঠনিক স্তর গুলো কি কি?

 

উত্তর : কৌশলগত পরিকল্পনার সাংগঠনিক স্তরগুলো হলো- ১. কর্পোরেট স্তর; ২. বিভাগীয় স্তর; ৩. ব্যবসায় শাখা স্তর ও ৪. পণ্য স্তর।

 

৬. ব্র্যান্ড মন্ত্র কি?

 

উত্তর : ব্র্যাণ্ড মন্ত্র হলো একটি ব্র্যান্ডের হৃদয় ও আত্মার উচ্চারিত ধ্বনি এবং যা অন্যান্য ব্র্যান্ডিং ধারণার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

 

অথবা,

ব্র্যান্ড মন্ত্র হলো ব্র্যান্ডের মন ও প্রাণের কথা এবং অন্যান্য ব্র্যান্ডের ধারণা। যেমন- MCDONALD’S এর  ব্র্যান্ড মন্ত্র হলো Food, Folks and Fun.

 

৭. পণ্য সারি কি?

 

উত্তর: পণ্য সারি হচ্ছে সমবৈশিষ্ট্যপূর্ণ ও সমজাতীয় পণ্যের সেট যেগুলো একই কাজ করে, একই ধরণের প্রয়োজন পূরণ করে।

 

৮. ফ্যাশন বলতে কী বোঝায়?

 

উত্তর : ফ্যাশন হলো একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত জনপ্রিয় স্টাইল। বর্তমানে যে স্টাইলটি ভোক্তাদের কাছে জনপ্রিয়তা পায় তাকেই ফ্যাশন বলে ।

 

৯. বাজার নেতা কে?

 

উত্তর : সংশ্লিষ্ট পণ্যের বাজারের মধ্যে যার বাজার শেয়ার সর্বোচ্চ তাকে বাজার নেতা বলে।

 

১০. মডেল কাকে বলে?

 

উত্তর : বাস্তব ঘটনার উপস্থাপনকে মডেল বলে ।

 

RSBEDUCATION.COM

 

১১. রেফারেন্স মূল্য কি?

 

উত্তর : ক্রেতা তার মেমোরিতে যে মূল্য ধরে রাখে এবং নতুন মূল্য বিশ্লেষণ ও মূল্যায়ন ব্যবহার করে তাকে রেফারেন্স মূল্য বলে।

 

১২. অভীষ্ট বাজার কাকে বলে?

 

উত্তর : অভিট বাজার হচ্ছে একই ধরনের প্রয়োজন ও বৈশিষ্ট্য সম্বন্ধ এক সেট ক্রেতা যাদের জন্য কোম্পানি সেবা সম্পাদন করে।

 

১৩. McKinsey এর 7S কী?

 

উত্তর : Mckinsey এর 7S হলো : Strategy, structure, System, style, skills, staff and share values.

 

১৪. হলিস্টিক বাজারজাতকরণের সংজ্ঞা দাও।

 

উত্তর : অধিকতর ক্রেতা ভ্যালু তৈরির প্রক্রিয়া হিসাবে ভ্যালু চেইন ব্যবহৃত হয়। ভ্যালু চেইন গড়ে তোলার সাহায্যে ভোক্তাদের সর্বাধিক ভ্যালু প্রদান, সামাজিক কল্যাণ সাধন এবং নানা জনের সাথে সুসম্পর্ক তৈরি ও বৃদ্ধি করাকে হলিস্টিক বাজারজাতকরণ বলে ।

 

১৫. মানসিক হিসাব-নিকাশ/হিসাববিজ্ঞান বলতে কী বোঝ?

 

১৬. ধীরে প্রবেশ কৌশল কি?

 

Insurance and Risk Management suggestion, Hons 3rd year exam-2021/বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

১৭. মার্কআপ মূল্য নির্ধারণ কাকে বলে?

 

উত্তর : পণ্যের ব্যয়ের সাথে পরিমিত পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণকে মার্কআপ মূল্য নির্ধারণ বলে।

 

১৮. অর্পণ কি?

 

উত্তর : প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানের জন্য পণ্য সেবা, তথ্য বা অভিজ্ঞতার সমন্বয় যা বাজারে উপস্থাপন করা হয়।

 

১৯. ক্যাশ কাউজ কি?

 

উত্তর : নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায় বা পণ্যকে ক্যাশ কাউজ বলে।

 

২০. কর্পোরেট সংস্কৃতির সংজ্ঞা দাও।

 

উত্তর : প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নানা জনের আদান- প্রদানকৃত চিন্তাচেতনা, মনোভাব, প্রত্যয়, মূল্যবোধ ইত্যাদিকে বলে কর্পোরেট সংস্কৃতি।

 

২১. ব্র্যান্ড ইকুইটি কি?

 

উত্তর : ব্র্যান্ড ইক্যুইটি বলতে একটি ব্র্যান্ড নামের ভ্যালুকে বুঝায় ।

 

২২. সেবার পতনশীলতা কি?

 

উত্তর : সেবার পচনশীলতা বলতে বুঝায় সেবাকে পরবর্তীতে বিক্রয় বা ব্যবহারের জন্য মজুত বা “সংরক্ষণ করা যায় না ।

 

Operation Management suggestion, Hons 3rd year exam-2021/কার্য ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

২৩. নিম্নমান ফাঁদ কি?

 

২৪. ফ্যাড কি?

 

উত্তর : ফ্যাড হচ্ছে এমন কিছু ভোগ্য পণ্য বা ফ্যাশন যা ক্রেতা কর্তৃক দ্রুত গৃহীত হয়। আবার দ্রুত বা তাড়াতাড়ি বাজার থেকে বিতাড়িত হয় ।

অথবা,

ফ্যাড হচ্ছে সেসব ফ্যাশন যা খুব দ্রুত প্রবেশ করে, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় আবার দ্রুত বাজার থেকে বিতাড়িত হয়।

অথবা,

যেসব ফ্যাশন বাজারে প্রবর্তিত হওয়ার পর দ্রুত সর্বোচ্চ সীমায় পৌঁছে তাকে ফ্যাড বলে।

 

২৫. বাজার সরতোলা মূল্য নির্ধারণ কি?

 

উত্তর : বাজার সরতোলা মূল্য নির্ধারণ হচ্ছে এমন প্রক্রিয়া যেখানে উচ্চ মূল্য দিতে ইচ্ছুক এমন বাজার বিভাগ হতে পর্যায়ক্রমে সর্বোচ্চ মুনাফা অর্জনের প্রত্যাশায় নতুন পণ্যের উচ্চ মূল্য ধার্য করা।

 

২৬. বাজার চ্যালেঞ্জার কে?

 

উত্তর : যেসব প্রতিষ্ঠান বাজার শেয়ার বৃদ্ধির জন্য ব্যাপক প্রচেষ্টা গ্রহণ করে তাকে বাজার চ্যালেঞ্জার বলে।

 

২৭. মূল্য নির্ধারণ কি?

 

উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তার ক্রয় প্রবণতা, চাহিদা এবং অভাব অনুযায়ী বিভন্ন সময়ে বিভিন্নভাবে পণ্যের মূল্য নির্ধারণ করা হয় তাকে মূল্য নির্ধারণ বলে।

 

২৮. ক্রেতা ভ্যালু কি?

 

উত্তর : পণ্য ও সেবা থেকে প্রাপ্ত সুবিধা এবং এর জন্য খরচকৃত অর্থের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে ।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৯. ঋণাত্মক চাহিদা কি?

 

উত্তর : যখন কোন পণ্যের প্রতি ক্রেতার কোনো আগ্রহ বা প্রয়োজনীয়তা থাকে না তখন তাকে শূন্য চাহিদা বলে ।

 

৩০. ডগস কি?

 

উত্তর: কোম্পানির নিম্নপ্রবৃদ্ধির হার এবং নিম্ন বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায় বা পণ্যগুলোকে ডগস বলা হয়।

 

৩১. অযাচিত পণ্য কী?

 

উত্তর : অযাচিত পণ্য হচ্ছে ভোগ্য পণ্য যা সম্পর্কে ভোক্তা জানে না বা জানলেও কেনার কথা চিন্তা করে না ।

 

অথবা,

 

যেসব পণ্য ক্রেতা দেখেনি বা দেখলেও সাধারণভাবে কেনার কথা ভাবেনি সেসব পণ্যকে অযাচিত পণ্য বলে।

 

৩২. পণ্য মিশ্রণ কি?

 

উত্তর : পণ্য মিশ্রণ বা পণ্য সম্ভার হচ্ছে সকল পণ্য সারি এবং আইটেমের সেট যা নির্দিষ্ট বিক্রেতা বিক্রয়ের জন্যে অর্পণ করে।

 

 

৩৩. ট্রেডমার্ক কি?

 

উত্তর : ট্রেডমার্ক হচ্ছে কিছু শব্দ, প্রতীক বা মাৰ্ক যা একটি একক কোম্পানি আইনগতভাবে নিবন্ধন করে ব্যবহারের অধিকার লাভ করে ।

অথবা,

ট্রেডমার্ক হলো একটি ব্র্যাণ্ড যা বিক্রেতা কর্তৃক গৃহীত হয় এবং আইন দ্বারা সংরক্ষিত হয়।

 

৩৪. ওয়ারেন্ট কি/ পণ্যের ওয়ারেন্টি কী?

 

উত্তর : কোনো পণ্যের মান, বৈশিষ্ট্য, উপযোগ ইত্যাদি সম্পর্কে উৎপাদক ও পরিবেশকদের আনুষ্ঠানিক বিবৃতিকে পণ্যের ওয়ারেন্টি বলে।

অথবা,

ওয়ারেন্টি হলো কাঙ্ক্ষিত পণ্যের ফলপ্রসূতা সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি ।

 

৩৫. SBU কী?

 

RSBEDUCATION.COM

 

৩৬. বাজারজাতকরণ মতবাদ কাকে বলে?

 

উত্তর : বাজারজাতকরণ মতবাদ হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন যেখানে মনে করা হয় যে, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নির্ভর করে অতীষ্ট বাজারের প্রয়োজন ও অভাব জানা এবং প্রতিযোগীদের তুলনায় উৎকৃষ্টভাবে কাঙ্খিত ও সন্তুষ্টি  সরবরাহ করার উপায়।

 

৩৭. বাজারে জাতকরণ পরিবেশ বলতে কি বোঝায়?

 

উত্তর : বাজারজাতকরণ পরিবেশ কতকগুলো বাহ্যিক পক্ষ ও শক্তি দ্বারা গঠিত, যা অভীষ্ট ক্রেতাদের সাথে সাফল্যজনক সম্পর্কের উন্নয়ন ও রক্ষা করার ক্ষেত্রে কোম্পানির দক্ষতায় প্রভাব ফেলে ।

 

অথবা,

পণ্য, সেবা, ধারণা বাজারজাতকরণের ক্ষেত্রে যে সমস্ত বাহ্যিক এবং সম্ভাব্য পক্ষ, শক্তি, সত্তা বা পারিপার্শ্বিক উপাদান প্রভাব বিস্তার করে, তাদের সমষ্টিকেই বাজারজাতকরণ পরিবেশ বলে।

 

৩৮. SWOT বিশ্লেষণ কাকে বলে?

 

উত্তর : কোম্পানির শক্তি, দুর্বলতা, সুযোগ ও হুমকির সামগ্রিক মূল্যায়নকে SWOT বলে, যা = Strength, W = Weakness, O = Opportunity ও T = Threat হিসেবে পরিচিত ।

 

৩৯. বাজার অনুসারী কে?

 

উত্তর : যে প্রতিষ্ঠান বাজার নেতাকে আক্রমণ না করে নিজেদের বাজার শেয়ার ধরে রাখার প্রয়াস চালায় তাদেরকে বলে বাজার অনুসারী।

 

৪০. পণ্য ডিজাইন কি?

 

উত্তর : পণ্য আকৃষ্টকরণের জন্যে পণ্যের মান ও গুণাবলি অনুযায়ী পণ্যের নকশাকরণকে পণ্যের ডিজাইন বলে।

 

Organisational Behavior suggestion, Hons 3rd year exam-2021/সাংগঠনিক আচরণ সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

৪১. পণ্য পৃথকীকরণ কি?

 

উত্তর : সর্বাধিক ক্রেতা ভ্যালু তৈরির জন্য বাজার অর্পণকে আলাদাভাবে পেশ করাকে পৃথকীকরণ বলে।

 

৪২. সুবিধা পণ্য কাকে বলে?

 

উত্তর : সুবিধা পণ্য হচ্ছে ঐসব ভোগ্য পণ্য এবং সেবা যা ভোক্তা সাধারণত বার বার তাৎক্ষণিকভাবে, সর্বনিম্ন তুলনা ও কম প্রচেষ্টার মাধ্যমে ক্রয় করে থাকে।

 

৪৩. মূল্য স্থিতিস্থাপকতা কি?

 

উত্তর : মূল্যের পরিবর্তনের ফলে চাহিদার যে সংবেদনশীল পরিবর্তন হয় তার পরিমাপকে মূল্য স্থিতিস্থাপকতা বা চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা বলে।

 

৪৪. চারটি সি এর অর্থ কি?

 

উত্তর : বাজারজাতকরনের চার “সি” হলো- (i) Customer Solution, (ii) Customer cost, (iii) Convenience, (iv) Communication.

 

৪৫. উপসংস্কৃতি বলতে কি বুঝায়?

 

উত্তর : উপসংস্কৃতি হলো একদল লোকের একই অভিজ্ঞতা এবং পরিস্থিতির উপর ভিত্তি করে গড়ে উঠা মূল্যবোধ ও বিশ্বাস।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৪৬. ব্রান্ড পজিশনিং বলতে কী বোঝায়?

 

উত্তর : কোম্পানির অর্পণ ও ভাবমূর্তি সম্পর্কে লক্ষ্য স্থিত বাজারেও পার্থক্যকৃত স্থান দখলের ডিজাইন প্রণয়নকে ব্র্যান্ড পজিশনিং বা ব্র্যান্ড অবস্থান গ্রহণ বলে ।

 

৪৭. পণ্য কি?

 

উত্তর : মানুষের প্রয়োজন, অভাব ও চাহিদা মেটাতে সক্ষম এমন সব দৃশ্যমান ও অদৃশ্যমান বস্তুকে পণ্য বলে।

 

৪৮. বাজারজাতকরণ পরিকল্পনা কি?

 

উত্তর : যে পরিকল্পনায় বাজারজাতকরণ কৌশলের সিদ্ধান্ত গ্রহণ অন্তর্ভুক্ত যা কোম্পানির সামগ্রিক কৌশলগত উদ্দেশ্য অর্জনে সহায়তা করে ।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৪৯. শিক্ষণ কি?

 

উত্তর : শিক্ষণ হচ্ছে অভিজ্ঞতার আলোকে ব্যক্তির আচরণের পরিবর্তন।

 

৫০. মিথস্ক্রিয় বাজারজাতকরণ কি?

 

উত্তর : সেবা বিক্রেতা কতখানি দক্ষভাবে ক্রেতাকে সেবা প্রদান করছে, তা ব্যাখ্যা করার প্রক্রিয়াকে মিথষ্ক্রিয় বাজারজাতকরণ বলে।

 

৫১. সেবা পণ্য/সেবা বলতে কী বোঝায়?

 

উত্তর : সেবা হচ্ছে একটি অদৃশ্যমান ক্রিয়া কলাপ যা এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করে, এবং যা অবশ্যই অস্পর্শনীয় এবং মালিকানায় প্রভাব ফেলে না।

 

৫২. বাজারজাতকরণ কি?

 

উত্তর : উৎপাদনকারীর নিকট থেকে পণ্যসামগ্রী ও সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাতে সামগ্রিক কাজের সমষ্টিকে বাজারজাতকরণ বলা হয়।

 

৫৩. মূল্য কি?

 

উত্তর: মূল্য হচ্ছে পণ্য বা সেবার জন্যে আদায়কৃত অর্থ অথবা পণ্য বা সেবার সুবিধা প্রাপ্তি বা ব্যবহারের জন্যে ভোক্তার বিনিময় করা ভ্যালুর সমষ্টি ।

 

৫৪. ভ্যালু চেইন কি?

 

উত্তর : ভ্যালু চেইন হচ্ছে কতিপয় বিভাগের ভ্যালু সৃষ্টিকারী কার্যক্রম যা কোম্পানির পণ্যের ডিজাইন প্রণয়ন, উৎপাদন, বাজারজাতকরণ সরবরাহে সহায়তা করে।

 

rsbeducation.com

 

৫৫. শপিং পণ্য কি?

 

উত্তর: যেসব ভোগ্য পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুসারে অধিক সময় ও প্রচেষ্টা ব্যয় করে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের সাথে দাম, মান, ডিজাইন, রং, উপযোগিতা ইত্যাদির মধ্যে তুলনা করে ক্রয় করে সেসব পণ্যকে শপিং পণ্য বা যাচাই পণ্য বা বিপণন পণ্য বলে ।

 

৫৬. প্রত্যক্ষণ কি?

 

উত্তর : প্রত্যক্ষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তিজগতের অর্থবহ চিত্র থেকে তথ্য নির্বাচন, সংগঠন এবং ব্যাখ্যা করে ।

 

৫৭. ব্রেক-ইভেন বিন্দু (BEP) কী?

 

উত্তর : কোম্পানির যে স্তরে মোট আয়, মোট ব্যয়ের সমান হয় সে স্তরকে ব্রেক ইভেন বিন্দু বলে।

 

৫৮. নতুন পণ্য কাকে বলে?

 

উত্তর : কোনো পণ্য সম্পূর্ণ নতুন বা আংশিক পরিবর্তন

করে বাজারে ছাড়া হলে তাকে নতুন পণ্য বলে।

 

৫৯. গণ বাজারজাতকরণ কী?

 

উত্তর : গণ-বাজারজাতকরণ হচ্ছে সমগ্র বাজারের জন্যে একটিমাত্র বাজারজাতকরণ মিশ্রণের অনুশীলন।

 

Company Law suggestion, Hons 3rd year exam-2021/কোম্পানি আইন সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

পূর্ণরূপ লিখ:

BCG – Boston Consulting Group.

SBU – Strategic Business Unit.

SPG – Strategic Planning Gap.

CAB – Consumer Association of Bangladesh

 

 

খ বিভাগ

১. মাইকেল পোর্টারের সহজাত কৌশলটি ব্যাখ্যা কর।৯৯%

RSBEDUCATION.COM

 

২. একজন বাজারজাতকারী কিভাবে ব্যবসায়িক ক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক স্থাপন করে? তা ব্যাখ্যা কর।৯৯%

 

৩. বাজার বিভক্তি করণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ আলোচনা কর/বিভক্তিকরণ প্রক্রিয়ার ধাপসমূহ কি?৯৯%

 

Taxation in Bangladesh suggestion, Hons 3rd year exam-2021/বাংলাদেশের করবিধি সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

৪. স্টাইল ও ফ্যাশন এর মধ্যকার পার্থক্য দেখাও।৯৯%

 

৫. বাজারে অবস্থান গ্রহণের কৌশল সমূহ বর্ণনা কর।৯৯%

 

RSBEDUCATION.COM

 

৬. প্রতিযোগীর মূল্য পরিবর্তনের ফলে বাজারজাতকারী/কোম্পানি কিভাবে সাড়া প্রদান করবে তা ব্যাখ্যা কর।৯৯%

 

৭. বাজার নেতা কিভাবে বাজার শেয়ার রক্ষা করতে পারে?৯৫%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

৮. হলিস্টিক বাজেজাতকরণ সম্পর্কে আলোকপাত কর।৯৫%

 

৯. প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

 

RSBEDUCATION.COM

 

১০. বাজারজাতকরণ পরিকল্পনার স্তরগুলো বর্ণনা কর। ৯০%

 

১১. ভোক্তা বাজার ও ব্যবসায় বাজারের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

 

নামাজ বেহেশতের চাবি। আল হাদিস

 

১২. বাজার বিভক্তিকরণ কেন প্রয়োজন? ৯৯%

 

১৩. সেবার শ্রেণীবিভাগ আলোচনা করো।৯৫%

 

RSBEDUCATION.COM

 

১৪. মূল্য নির্ধারণের উদ্দেশ্য সমূহ কি? ৯৯%

 

১৫. লেবেলিং এর উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।৯৯%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

১৬. ব্র্যান্ড পৃথকীকরণের উপায় গুলো বর্ণনা কর।৯৯%

 

১৭. বাজারজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখাও।৯৯%

 

RSBEDUCATION.COM

 

১৮. আধুনিক ৪ পি বর্ণনা কর।৯০%

 

১৯. সেবা বাজার অনেক খুব কম মধ্যস্থকারী ব্যবহৃত হয় কেন?

 

RSBEDUCATION.COM

 

২০. ভোগ্য পণ্য ও শিল্প পণ্যের মধ্যে পার্থক্য দেখাও।৯৯%

 

২১. বাজার অনুসারর গৃহীত বাজারজাতকরণ কৌশল গুলো আলোচনা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

২২. ভোগ্য পণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয় গুলো আলোচনা কর।৯৫%

 

২৩. পণ্যের তুলনায় সেবার বাজারজাতকরণ কৌশল পৃথক হয় কেন?৯৫%

 

RSBEDUCATION.COM

 

২৪. পোর্টারের পঞ্চ শক্তি মডেল কি?৯০%

 

২৫. কার্যকর বাজার বিভক্তিকরনণর প্রয়োজনীয় উপাদান গুলো আলোচনা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

২৬. পরিবর্তনশীল  বাজারজাতকরণ দৃশ্যপটের প্রধান উপাদান গুলো কি?৯০%

 

২৭. পণ্যের ওয়ারেন্টিও গ্যারান্টির সংজ্ঞা দাও। কোম্পানি কিভাবে বাজারজাতকরণ হাতিয়ার হিসেবে ওয়ারেন্টি ও গ্যারান্টি ব্যবহার করে?

 

বাংলাদেশে করবিধি (Taxation in Bangladesh) অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১.১

 

২৮. প্রধান ক্রেতা/ক্রেতা প্রধান বাজারে ধরনসমূহ আলোচনা কর।৯০%

 

২৯. ক্রেতা ভ্যালু ধারণাটি ব্যাখ্যা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

৩০. ভোক্তার ক্রয় আচরণের একটি মডেল তৈরি কর।৯৫%

 

৩১. কোম্পানি কিভাবে পণ্য লাইন সৃষ্টি ও ব্যবস্থাপনা করে? ৯০%

 

RSBEDUCATION.COM

 

৩২. মূল্য ও চাহিদার সম্পর্ক ব্যাখ্যা কর।

 

৩৩. পোর্টারের জেনেরিক কৌশলগুলো বর্ণনা কর।৯০%

 

RSBEDUCATION.COM

 

৩৪. কোম্পানি মূল্য পরিবর্তন করলে ক্রেতা ও প্রতিযোগী কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে?৯৫%

 

৩৫. উত্তম পণ্য ডিজাইন প্রণয়নের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা কর।৯০%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

৩৬. ভ্যালু সৃষ্টি ও সরবরাহের ধাপগুলো বর্ণনা কর। ভ্যালু শিকলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৯৫%

 

৩৭. একটি কোম্পানি কিভাবে আকর্ষণীয় বাজার বিভাগ চিহ্নিত করবে?৯০%

 

RSBEDUCATION.COM

 

৩৮. সহ ব্রান্ডিং এর সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।

 

গ বিভাগ

 

১. SWOT বিশ্লেষণ বলতে কি বুঝায়? সুযোগ ও হুমকি-মেটিংসের সাহায্যে SWOT বিশ্লেষণ কর।৯৯%

 

RSBEDUCATION.COM

 

২. কর্পোরেট প্রধান অফিসের পরিকল্পনা কার্যক্রম সমূহ আলোচনা কর।

 

৩. কোন পণ্যের প্রাথমিক মূল্য নির্ধারণের ধাপসমূহ আলোচনা কর। মূল্য নির্ধারণের সাধারণ ভুলগুলো আলোচনা কর। মূল্য নির্ধারণের পদ্ধতি হিসেবে ব্রেক ইভেন বিশ্লেষণ বর্ণনা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

৪. বাজারে ফলপ্রসু ব্রান্ড অবস্থানের উন্নয়ন ও প্রতিষ্ঠা করনের লক্ষ্যে ব্র্যান্ড অবস্থানের কৌশল আলোচনা কর। ব্র্যান্ডিং সিদ্ধান্ত সমূহ আলোচনা কর।

 

৫. সেবার নতুন বাস্তবতা সম্পর্কে আলোচনা কর। তুমি কিভাবে সেবার মানের উন্নয়ন করবে তা ব্যাখ্যা কর।

 

RSBEDUCATION.COM

 

৬. বাজারজাতকরণ ব্যবস্থাপনাকে চাহিদা ব্যবস্থাপনা বলা হয় কেন? ব্যবসায়িক ক্রেতাদের ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি আলোচনা কর।/ ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার ধাপসমূহ আলোচনা কর।

 

৭. বাজার নেতা কে? বাজার নেতার কৌশল সমূহ আলোচনা কর। একজন বাজার নেতা কিভাবে বাজার অংশ বৃদ্ধি এবং সংরক্ষণ করতে পারে?

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

৮. পরিবর্তনশীল পরিস্থিতি ও সুযোগ মোকাবেলার জন্য মূল্য সমন্বয়ের উপায় সমূহ বর্ণনা কর। কোন কোন পরিস্থিতিতে কোম্পানির মূল্য পরিবর্তন করা উচিত?

 

৯. সেবার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। সেবার বাজারজাতকরণে উৎকর্ষতা অর্জনের উপায় সমূহ বর্ণনা কর।

 

RSBEDUCATION.COM

 

১০. বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলতে কি বুঝ? বাজারজাতকরণের মৌলিক ধারণা সমূহ আলোচনা কর। বাজারজাতকরণ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ?

 

১১. ভোক্তা বাজারের সংজ্ঞা দাও। কৌশলগত ব্যবসায় একক মূল্যায়নের জন্য bcg approach ব্যাখ্যা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

১২. ভোক্তার আচরণ বলতে কি বুঝ? ভোক্তা আচরণের বৈশিষ্ট্যসমূহ কি কি? ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান গুলো চিহ্নিত কর। ভোক্তা আচরণে মাসলোঔর চাহিদা সোপান তত্ত্বটি আলোচনা কর।

 

১৩. নতুন পণ্য উন্নয়নের গুরুত্ব আলোচনা কর। নতুন পণ্য উন্নয়নের পদক্ষেপসমূহ বর্ণনা কর।

 

RSBEDUCATION.COM

 

১৪. পণ্য মিশ্রণ কি? পণ্য মিশ্রণের সিদ্ধান্ত সমূহ আলোচনা কর।

১৫. নতুন পণ্য কি? নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল সমূহ বর্ণনা। মূল্য নির্ধারণ এর ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান গুলো/অভ্যন্তরীণ উপাদান গুলো কি?

 

RSBEDUCATION.COM

 

১৬. পণ্যের জীবন চক্র কি? পন্যের জীবনচক্র ধারণাটি ব্যাখ্যা কর/পণ্যের জীবন চক্রের স্তরসমূহ আলোচনা কর। পানের জীবন চক্রের সূচনা স্তরে গৃহীত বাজারজাতকরণ কৌশল গুলো বর্ণনা কর।

 

RSBEDUCATION.COM

 

১৭. বাজার কী? ভোক্তা বাজার বিভক্তি করনের ভিত্তি সমূহ আলোচনা কর। বাজার বিভক্তিকরনের উপকারিতা/সুবিধা কী?

 

১৮. পণ্য পৃথকীকরণ বলতে কি বুঝ? পণ্য পৃথকীকরণের সুবিধা গুলো কি? কোম্পানি কিভাবে পণ্য পৃথকীকরণ করে?

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

১৯. ব্র্যান্ড কি? একটি কোম্পানি কিভাবে ব্র্যান্ড ইকুইটি ব্যবস্থাপনা করতে পারে?/ব্র্যান্ড ইকুইটি কিভাবে সৃষ্টি করা হয়? ব্র্যান্ড ইকুইটি কিভাবে পরিমাপ করা যায়?

 

২০. বাজার চ্যালেঞ্জার কে? বাজার চ্যালেঞ্জারের আক্রমণ কৌশল আলোচনা কর।

খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে 

 

বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *