ব্যষ্টিক অর্থনীতি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৬

Micro Economics

ব্যষ্টিক অর্থনীতি

 অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

অধ্যায়-৬ ( উৎপাদন ব্যয়)

 

Chapter -6 (Cost of Production)

 

১. উৎপাদন ব্যয় (Production cost) কী ?

 

উত্তর: কোন নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণের জন্য যে অর্থ ব্যয় করতে হয় তাকে উৎপাদন ব্যয় করেন বলে।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২. নিমজ্জিত ব্যয় বা নিমজ্জিত খরচ (Sunk cost) কী?

 

উত্তর: উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত ফার্মকে এমন কিছু ব্যয় করতে হয় যা পরবর্তীতে উৎপাদন বন্ধ করে দিলেও পুনরুদ্ধার করা যায় না তাকে নিমজ্জিত ব্যয় বলে।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৩. সুযোগ ব্যয় (Opportunity cost) কী?

 

উত্তর: কোন একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য কোন দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় তাকেই দ্রব্যটির সুযোগ ব্যয় বলে।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৪. মোট ব্যয় (Total cost) কী?

 

উত্তর: একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে মোট যে পরিমাণ ব্যয় হয় তাকে উৎপাদনকারীর মোট ব্যয় বলে। মোট ব্যয় উপকরণ মূল্যের সমান হয়।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৫. গড় ব্যয় (Average cost) কী?

 

উত্তর: মোট উৎপাদন ব্যয় কে মোট উৎপাদনের পরিমাণ বা একক দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। অর্থাৎ দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৬. প্রান্তিক ব্যয় (Marginal cost) কী?

 

উত্তর: কোন নির্দিষ্ট দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে মোট ব্যয়ের সাথে যে অতিরিক্ত ব্যয় যুক্ত হয় তাকে প্রান্তিক ব্যয় বলে।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৭. স্থির ব্যয় (Fixed cost) কী?

 

উত্তর: যেসব ব্যয় উৎপাদনের পরিমাণ এর সাথে সম্পর্কযুক্ত নয় অর্থাৎ উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধির সাথে যে ব্যয় পরিবর্তিত হয় না, তাকে স্থির ব্যয় বলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *