২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনার নীতিমালা (Principles of Management) প্রশ্ন
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনার নীতিমালা প্রশ্ন
Principles of Management
ব্যবস্থাপনা বিভাগ
Management Department
ক বিভাগ
১। যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০= ১০
ক) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: F W Taylor
খ) হেনরি ফেওল রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তর: General and Industrial Management
গ) শিল্প বিপ্লবের সময় কাল উল্লেখ কর।
উত্তর: ১৭৫০ থেকে ১৮৫০ সাল।
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের ব্যষ্টিক অর্থনীতি (Micro Economics) প্রশ্ন
ঘ) মেট্রিক্স সংগঠন কী?
উত্তর: দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামোকে মেট্রিক্স সংগঠন বলে।
ঙ) একার্থক পরিকল্পনা কী?
উত্তর: যে পরিকল্পনা একটা মাত্র উদ্দেশ্য সাধন বা একবার ব্যবহারের জন্য তৈরি করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে।
চ) পরামর্শমূলক নির্দেশনা কী?
উত্তর: নির্দেশ দেয়ার পূর্বে যারা তা বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়েবস্তু ঠিক করা হলে তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।
এ) MBO এর পূর্ণ রূপ কী?
উত্তর: Management By Objectives.
জ) Z তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর: উইলিয়াম জি. ওচি (William G. Ouchi)
ঝ) লাগামহীন নেতৃত্ব কী?
উত্তর: যে নেতৃত্ব ব্যবস্থায় কর্ম বিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তন বা অধস্তনদের ওপর সর্বোতভাবে নির্ভর করেন তাকে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলে।
ঞ) স্ব-প্রেষণা কী?
উত্তর:
ট) ক্যারিয়ার পরিকল্পনা কী?
উত্তর:
ঠ) সমচ্ছেদ বিন্দু কী?
উত্তর: যে বিন্দুতে প্রতিষ্ঠানের আয়-ব্যয় সমান থাকে তাকে সমচ্ছেদ বিন্দু বলে।
খ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪×৫=২০
২। ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যাখ্যা কর।
৩। ব্যবস্থাপনাকে দক্ষতা অর্জনের বিজ্ঞান বলা হয় কেন?
৪। ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে সম্পর্ক দেখাও।
৫। উৎপাদনশীলতার প্রকারভেদ লেখ।
৬। একার্থক পরিকল্পনা ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও।
৭। আনুষ্ঠানিক সংগঠনের সুবিধা সমূহ বর্ণনা কর।
৮। মাসলোর চাহিদা সোপান তত্ত্ব ব্যাখ্যা কর।
৯। সংকটপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু বলতে কি বুঝায়?
গ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ১০×৫=৫০
১০। ক) ব্যবস্থাপনার প্রকৃতি ব্যাখ্যা কর।
খ) ব্যবস্থাপনার কার্যাবলি বর্ণনা কর।
১১। ক) ব্যবস্থাপনা কি অর্থনৈতিক সম্পদ? ব্যাখ্যা কর।
খ) ব্যবস্থাপনার নীতিসমূহের বর্ণনা দাও।
১২। ক) পরিবেশ কিভাবে সংগঠনকে প্রভাবিত করে ব্যাখ্যা কর।
খ) আধুনিক ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবেশের প্রভাব মূল্যায়ন কর।
১৩।ক) সিদ্ধান্ত গ্রহণের প্রতিবন্ধকতা সমূহ উল্লেখ কর।
খ) সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কার্যকারিতার শর্ত সমূহ আলোচনা কর।
১৪। ক) পরিকল্পনার নমনীয়তা বলতে কী বোঝায়?
খ) একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের বর্ণনা দাও।
১৫। ক) কল্যাণমূলক স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বুঝায়?
খ) ব্যবস্থাপক ও নেতার মধ্যে পার্থক্য দেখাও।
১৬। ক) সংগঠন কাঠামো কাকে বলে?
খ) সরলরৈখিক ও বিশেষজ্ঞ কর্মী সংগঠনের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৭। ক) কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু বলতে কী বোঝায়?
খ) নিয়ন্ত্রণের কৌশল সমূহ বর্ণনা কর।
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞানের নীতিমালা প্রশ্ন