২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞান বিভাগের ব্যষ্টিক অর্থনীতি (Micro Economics) প্রশ্ন
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ব্যষ্টিক অর্থনীতি প্রশ্ন
Micro Economics
বিষয় কোড: ২১২৫০৯
হিসাববিজ্ঞান বিভাগ
Accounting Department
ক বিভাগ
১। যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০= ১০
ক) অর্থনীতির আভিধানিক অর্থ কি?
উত্তর:
খ) আধুনিক অর্থনীতিতে বিনিময়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম কি?
উত্তর:
গ) গিফেন দ্রব্য কী?
উত্তর:
ঘ) বাজার অর্থনীতি কী?
উত্তর:
ঙ) প্রান্তিক উপযোগ কী?
২২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রিন্সিপলস অব ফিন্যান্স প্রশ্ন
উত্তর:
চ) ভোক্তার উদ্বৃত কী?
উত্তর:
ছ) চা ও চিনি কোন ধরনের দ্রব্য?
উত্তর:
জ) বাজেট রেখা কী?
উত্তর:
ঝ) উৎপাদন অপেক্ষক কী?
উত্তর:
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনার নীতিমালা প্রশ্ন
ঞ) সুযোগ ব্যয় কী?
উত্তর:
ট) অর্থনৈতিক দ্রব্য কী?
উত্তর:
ঠ) নিম খাজনা কী?
উত্তর:
খ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪×৫=২০
২। বাজার অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ লেখ।
৩।সমানুপাতিক উৎপাদনবিধি কী?
৪। নিরপেক্ষ রেখা ও চাহিদ রাখার মধ্যে পার্থক্য লেখ।
৫। স্থিতিস্থাপক ও অসিতিস্থাপক চাহিদের মধ্যে পার্থক্য লেখ।
৬। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ লেখ।
৭। প্রযুক্তিগত পরিবর্তন বলতে কী বোঝ?
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞানের নীতিমালা প্রশ্ন
৮। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের শর্তাবলী লেখ।
৯। “মুনাফা ঝুঁকি বহনের পুরস্কার” ব্যাখ্যা কর।
গ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
১০। ক) অর্থনীতির মৌলিক সমস্যা সমূহ বর্ণনা কর।
খ) অর্থনীতির মৌলিক সমস্যা সমূহ কিভাবে সমাধান করা যায়?
১১। ক) অভাব কী?
খ) অভাবের বৈশিষ্ট্য সমূহ লিখ।
১২। সমালোচনাসহ চাহিদা বিধিটি বর্ণনা কর।
১৩। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সমালোচনা সহ বর্ণনা কর।
২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রিন্সিপলস অব মার্কেটিং/বাজারজাতকরণ নীতিমালা প্রশ্ন
১৪। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন অবস্থায় একটি ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়?
১৫।ক) প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভর করে?
খ) বিভিন্ন পেশায় মজুরি হারের পার্থক্যের কারণ লেখ।
১৬। রিকার্ডোর খাজনা তত্ত্বটি সমালোচনা সহ বর্ণনা কর।
১৭। ক) মূলধন কাকে বলে?
খ) অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা আলোচনা কর।
RSBEDUCATION.COM