২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞান বিভাগের বাজারজাতকরণ নীতিমালা (Principles of Marketing) প্রশ্ন
২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রিন্সিপলস অব মার্কেটিং প্রশ্ন
Principles of Marketing
Accounting Department
বিষয় কোড: ২১২৫০৫
ক বিভাগ
১। নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০=১০
ক) ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল কী?
উত্তর:
খ) বাজারজাতকরণ মিশ্রণ কী?
উত্তর:
গ) ভ্যালু চেইন কী?
উত্তর:
ঘ) প্রাতিষ্ঠানিক বাজার কী?
উত্তর:
ঙ) কেন্দ্রীভূত বাজারজাতকরণ কী?
উত্তর:
চ) B2B কী?
উত্তর:
ছ) পণ্য মান কী?
উত্তর:
২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রিন্সিপলস অব ফিন্যান্স প্রশ্ন
জ) বাজারের সরতোলা মূলনীতি কী?
উত্তর:
ঝ) ভোক্তাবাদ কী?
উত্তর:
ঞ) সুপার মার্কেট কী?
উত্তর:
ট) বিক্রয় প্রসার কী?
উত্তর:
ঠ) গ্লোবাল ফার্ম কী?
উত্তর:
খ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪×৫=২০
২। “বাজারজাতকরণ ব্যবস্থা হচ্ছে চাহিদা ব্যবস্থাপনা” ব্যাখ্যা কর।
৩। ভোক্তা বাজার ও ব্যবসায়িক বাজারের মধ্যে পার্থক্য দেখাও।
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞানের নীতিমালা প্রশ্ন
৪। সেবার প্রকারভেদ আলোচনা কর।
৫। নূতন পণ্য উন্নয়নের বিবেচ্য বিষয়সমূহ কী কী?
৬। বাজার সরতোলা মূল্য নির্ধারণ ও বাজার প্রবেশ ভিত্তিক মূল্য নির্ধারণের মধ্যে পার্থক্য দেখাও।
৭। খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণ পদ্ধতি গুলো কী কী?
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞানের নীতিমালা প্রশ্ন
৮। কার্যকর যোগাযোগ উন্নয়নের পদক্ষেপ গুলো কী কী?
৯। ভোক্তা বাজার বিভক্তিকরণের উপাদান গুলো সংক্ষেপে বর্ণনা কর।
গ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ১০×৫=৫০
১০। ক) বাজারজাতকরণের সংজ্ঞা দাও।
খ) বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন গুলো আলোচনা কর।
১১। ক) বাজারজাতকরণ পরিকল্পনার মাধ্যমে কিভাবে ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা যায়?
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ব্যষ্টিক অর্থনীতি প্রশ্ন
খ) ভোক্তা কেন বাজারজাতকরণ মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে?
১২। ক) ব্যষ্টিক বাজেজাতকরণ পরিবেশের উপাদান গুলো আলোচনা কর।
খ) ভোগের উপর বাজারজাতকরণ পরিবেশের অভাব আলোচনা কর।
১৩। ক) ভোক্তা আচরণের বৈশিষ্ট্য আলোচনা কর।
খ) ভোক্তার ক্রয় সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী ব্যক্তিগত উপাদানসমূহ আলোচনা কর।
১৪। ক) বাজার পৃথকীকরণ কী?
খ) বাজার পৃথকীকরণ হাতিয়ারসমূহ আলোচনা কর।
২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের প্রশ্ন
১৫। ক) পণ্য মিশ্রণের সংজ্ঞা দাও।
খ) পণ্য মিশ্রণ উন্নয়নের সময় কোম্পানী কর্তৃক গৃহীত সিদ্ধান্ত গুলো আলোচনা কর।
১৬। ক) প্রণালী দ্বন্দ্বের কারণসমূহ বর্ণনা কর।
খ) প্রণালী দ্বন্দ্বের প্রতিকার বর্ণনা কর।
১৭. ক) প্রমোশন মিশ্রণ বলতে কী বুঝ?
খ) প্রমোশন মিশ্রণ কৌশল কিভাবে নির্ধারিত হয়?
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনার নীতিমালা প্রশ্ন
RSBEDUCATION.COM