২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের ব্যষ্টিক অর্থনীতি (Micro Economics) প্রশ্ন
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ব্যষ্টিক অর্থনীতি প্রশ্ন
Micro Economics
বিষয় কোড: ২১২৬০৯
ব্যবস্থাপনা বিভাগ
Management Department
ক বিভাগ
১। যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০= ১০
ক) আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তর:
খ) পরিপূরক দ্রব্য কী?
উত্তর:
গ) চাহিদা অপেক্ষক কী?
উত্তর:
ঘ) প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার কী?
উত্তর:
ঙ) নিম খাজনা কী?
উত্তর:
চ) কোন ধরনের বাজারে AR ও MR রেখা ডানদিকে নিম্নগামী?
উত্তর:
ছ) ধ্রুবক কী?
উত্তর:
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞানের নীতিমালা প্রশ্ন
জ) ভোক্তার উদ্বৃত কী?
উত্তর:
ঝ) স্বাভাবিক পণ্য কী?
উত্তর:
ঞ) সম্ভাব্য ভোগ রেখা কী?
উত্তর:
ট) স্থির ব্যয় কী?
উত্তর:
ঠ) সম-উৎপাদন রেখা কী?
উত্তর:
খ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪×৫=২০
২। অধ্যাপক এল রবিনস প্রদত্ত অর্থনীতির সংখ্যাটি ব্যাখ্যা কর।
৩। দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে এনভেলাপ রেখা বলা হয় কেন?
৪। বাজার কাঠামোর নির্ধারক গুলো কী?
২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের প্রশ্ন
৫। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা লেখ।
৬। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৭। স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লিখ।
৮।মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও।
৯। “স্বল্পকালে কোন ফার্ম লোকসান দিয়েও উৎপাদন করতে পারে”- ব্যাখ্যা কর।
গ বিভাগ
নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
১০। ক) অর্থনীতির পরিধি আলোচনা কর।
খ) সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।
১১। ক) ভারসাম্য কী?
খ) চাহিদা ও যোগানের পারস্পরিক সম্পর্ক দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ ব্যাখ্যা কর।
১২। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনা সহ বিশ্লেষণ কর।
১৩।ক) একচেটিয়া বাজারে তুলনায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের উৎপাদন বেশি বা কম হয় কেন? ব্যাখ্যা কর।
খ) একচেটিয়া ব্যবসায়ীর ক্ষমতার সীমাবদ্ধতা বর্ণনা কর।
১৪। ক) যোগান ও মজুদ বলতে কী বোঝ?
খ) যোগান কী কী বিষয়ের উপর নির্ভর করে? ব্যাখ্যা কর।
১৫। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা কর।
১৬। স্থির ও পরিবর্তনশীল ব্যয় কী? স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য দেখাও।
১৭। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বর্ণনা কর।
RSBEDUCATION.CON