Principles of Accounting suggestion,Hons 1st year exam 2021/হিসাববিজ্ঞানের নীতিমালা সাজেশন, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২১
Principles of Accounting suggestion
Hons 1st year exam 2021
হিসাববিজ্ঞানের নীতিমালা সাজেশন
অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২১
Management Department
ব্যবস্থাপনা বিভাগ
খ ও গ বিভাগের প্রশ্ন
১. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?
২. হিসাব তথ্য কি? হিসাব তথ্যের ব্যবহারকারী কারা?
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৩. রেওয়ামিল ও উদ্বর্তপত্রের মধ্যে পার্থক্য লিখ।
৪. বকেয়া ভিত্তিক হিসাব ও নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।
৫. হিসাবচক্র বলতে কী বোঝ? হিসাবচক্রের বিভিন্ন ধাপ গুলো আলোচনা কর।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৬. পাবলিক হিসাববিজ্ঞান ও প্রাইভেট হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ।
৭. সহায়ক খতিয়ান কি? সহায়ক খতিয়ানের সুবিধাগুলো আলোচনা কর।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৮. কালান্তিক মজুদ ও অবিরত মজুদ পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।
৯. হিসাব বিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও। হিসাববিজ্ঞান হতে কি কি তথ্য সংগ্রহ করা যায়?
১০. অবচয় ধার্যের পদ্ধতি গুলো বর্ণনা কর।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১১. ডেভিড ও ক্রেডিট নির্ণয়ের আধুনিক সূত্রটি বর্ণনা কর।
১২. আধুনিক হিসাব সমীকরণ কি? ব্যাখ্যা কর।
১৩. “হিসাববিজ্ঞান ব্যবস্থাপনার সহায়ক”-ব্যাখ্যা কর।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১৪. পেশা হিসেবে হিসাববিজ্ঞানের ভূমিকা আলোচনা কর।
১৫. ভুলের শ্রেণীবিভাগ দেখাও।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১৬. হিসাব তথ্য পদ্ধতির উপাদান গুলো কি কি?
১৭. হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখ।
১৮. হিসাববিজ্ঞানের দুটি নীতি বর্ণনা কর।
গাণিতিক অংশ
ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং ও মার্কেটিং এর ২০১৩ সাল থেকে ২০২০ সালের অংকগুলো প্রাকটিস করলে কমন পাওয়ার সম্ভাবনা বেশি।
বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার প্রচেষ্টা তোমাকে সামান্য সহযোগিতা।
ওয়েব সাইট টি শেয়ার করো এবং ফলো করো।