মৌলিক সংখ্যা কী?

মৌলিক সংখ্যা কী?

উত্তর: যে সংখ্যাকে ঐ সংখ্যা এবং ১ ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।

 

✓ ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৫ টি

 

✓ ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (২,৩,৫,৭)

 

✓ ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (১১,১৩,১৭,১৯)

 

✓ ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (২৩,২৯,)

 

✓ ৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৩১,৩৭)

 

✓ ৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৪১,৪৩,৪৭)

 

✓ ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৫৩,৫৯)

 

✓ ৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৬১,৬৭)

 

✓ ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৭১,৭৩,৭৯)

 

✓ ৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (৮৩,89)

 

✓ ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১ টি(৯৭)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *