২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের প্রশ্ন

২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের প্রশ্ন

সকল বিভাগ

তারিখ: ১৭/১০/২০২২

ক বিভাগ

১। যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১ × ১০ = ১০

ক) বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি?

 

উত্তর: চর্যাপদ।

 

খ) ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

 

উত্তর: শেরে বাংলা একে ফজলুল হক।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৬/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 6

 

গ) কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?

 

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে।

 

ঘ) যুক্তফ্রন্টের কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল?

 

উত্তর: চার (৪) টি। আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, নেজামী ইসলাম ও গণতন্ত্রী পার্টি।

 

ঙ) ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

 

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

চ) আগরতলা ষড়যন্ত্র মামলায় কয়জন আসামি করা হয়েছিল?

 

উত্তর: ৩৫ জন।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ১০/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 10

 

ছ) কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়?

 

উত্তর: ২৫ শে মার্চ।

 

জ) মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?

 

উত্তর: মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার  ভবের পাড়া  গ্রামের আম্রকাননে।

 

ঝ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

উত্তর: ১১ টি সেক্টরে।

 

ঞ) ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

 

উত্তর: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর।

 

ট) মুক্তিযুদ্ধে কয়জন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন?

 

উত্তর: মুক্তিযুদ্ধে ৭ জন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন।

ঠ) বাকশাল এর পূর্ণরূপ কি?

 

উত্তর: বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ।

 

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২/History of the Emergence of the Independent Bangladesh suggestions, Hons 1st Year Exam 2022

 

খ বিভাগ

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:    ৪ × ৫ = ২০

 

২। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কি জান?

 

৩। দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।

 

৪। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিচয় দাও।

 

৫। মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝ?

 

“বাঙালিরা সংকর জাতি” ব্যাখ্যা কর।

 

৬। সামরিক শাসনের বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে লিখ।

 

৭। ৬ দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?

 

৮। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?

 

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা সীমানা/Geographical position and peripheri of Bangladesh

 

৯। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লেখ।

 

গ বিভাগ

 

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:    ১০ × ৫ = ৫০

 

১০। বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলোচনা কর।

 

১১। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর।

 

১২। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা কর। এর ফলাফল কি হয়েছিল?

 

ব্যষ্টিক অর্থনীতি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১/Micro Economics, Super Short Questions and Answers, Chapter-1

 

১৩। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য মূলক নীতিসমূহ আলোচনা কর।

 

১৪। ১৯৭০ সালে নির্বাচনের ফলাফল ও গুরুত্ব বর্ণনা কর।

 

১৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা কর।

 

১৬। মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা কর।

 

১৭। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা কর।

 

 

Principles of Management suggestion, Hons 1st year Exam 2022/ব্যবস্থাপনার নীতিমালা সাজেশন, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *