রেওয়ামিল (Trial Balance): বিস্তারিত নিয়মাবলী

এসো সহজে  রেওয়ামিল শিখি

 

যে দফা গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, সেগুলো নিম্নরূপ: (The clauses which will be included in Trial Balance are as follows:)

 

✓ সম্পদ + ব্যয় – ডেবিট

(Assets + Expenses – Debit)

 

✓ আয় + দায় + মালিকানাস্বত্ব – ক্রেডিট

Income + Liabilities + Owner’s equity – Credit

 

 

✓ সম্পদের সুদ (আয়) – ক্রেডিট

Interest on Assets (Income) – Credit

 

✓ দায় ও মালিকানাস্বত্বের সুদ (ব্যয়) – ডেবিট

Interest on liabilities and equity (Expense) – Debit

 

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

✓ ব্যয় যদি অগ্রিম থাকে (চলতি সম্পদ) – ডেবিট

If the expenditure is in advance (current asset) – Debit

 

✓ আয় যদি অগ্রিম বা অনুপার্জিত থাকে (চলতি দায়) – ক্রেডিট

If income is in advance or unearned (current liability) – Credit

 

✓ ব্যয় যদি বকেয়া থাকে (চলতি দায়) – ক্রেডিট

If expenditure is outstanding (current liability) – Credit

 

✓ আয় যদি বকেয়া/অনাদায়ী থাকে (চলতি সম্পদ) – ডেবিট

If income is due/unpaid (Current Assets) – Debit

✓ প্রাপ্য যার সাথেই থাকুক (চলতি সম্পদ) – ডেবিট

Receivables (Current Assets) – Debit

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

✓ প্রদেয় যার সাথেই থাকুক (চলতি দায়) – ক্রেডিট

Payable to Whomever (Current Liabilities) – Credit

 

✓ প্রদত্ত যার সাথেই থাকুক (ব্যয়) – ডেবিট,

তবে প্রদত্ত ঋণ (স্থায়ী সম্পদ) – ডেবিট

(Expenditure) – Debit,

However, loans paid (fixed assets) – debit

 

✓ প্রাপ্ত বা প্রাপ্তি যার সাথেই থাকুক (আয়)- ক্রেডিট

Receipts or Receipts accompanied by (Income)- Credit

 

✓ দেনাদার/প্রাপ্য/পুস্তক ঋণ/পাওনা/বিক্রয় খতিয়ানের জের/বুক ডেবটস্/অধমর্ণ (চলতি সম্পদ) – ডেবিট

Debtors/Receivables/Book Debts/Payables/Sales Notes/Book Debits/Debits (Current Assets) – Debit

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

✓ পাওনাদার/দেনা/প্রদেয়/ক্রয় খতিয়ানের জের/উত্তমর্ণ/ব্যবসায়িক ঋণ (চলতি দায়) – ক্রেডিট

Creditors/Debts/Payables/Accounts Payable/Debts/Trade Debts (Current Liabilities) – Credit

 

✓ ঋণ/বন্ধকি ঋণ/ঋণপত্র/আগাম/ঋণগ্রহণ/ডিবেঞ্চার (দীর্ঘমেয়াদি দায়)- ক্রেডিট

Loans/Mortgage/Debentures/Advances/Borrowings/Debentures (Long Term Liabilities)- Credit

 

✓ ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত/ব্যাংক ওভার ড্রাফট/ব্যাংক ও ডি/ব্যাংক জমাতিরিক্তি (চলতি দায়) – ক্রেডিট

Bank Deposit Credit Quoted / Bank Over Draft / Bank & D / Bank Deposit (Current Liabilities) – Credit

 

✓ ব্যাংক/ব্যাংক জমা/ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত/ব্যাংক ব্যালেন্স/ব্যাংক তহবিল (চলতি সম্পদ) – ডেবিট

Bank/Bank Deposits/Bank Deposits Debit Quoted/Bank Balance/Bank Funds (Current Assets) – Debit

 

(কপিরাইট এর আওতাধীন হতে)

 

✓ বিনিয়োগ/লগ্নি/সঞ্চয়পত্র/প্রাইজবন্ড/সেভিং সার্টিফিকেট/সরকারি সিকিউরিটি/স্থায়ী আমানত (দীর্ঘমেয়াদি বিনিয়োগ বা সম্পদ) – ডেবিট

Investments/Investments/Savings Papers/Prize Bonds/Savings Certificates/Government Securities/Fixed Deposits (Long Term Investments or Assets) – Debit

 

✓ বিলম্বিত বিজ্ঞাপন (ভুয়া বা অলীক সম্পদ বা অসমন্বিত ব্যয়) – ডেবিট

Deferred advertising (false or illusory assets or uncoordinated expenditure) – debit

 

✓ সকল প্রকার কর/পরিবহন/শুল্ক (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট, তবে আয়কর দ্বারা মালিকানা স্বত হ্রাস পায় বিধায় এটিকেও ডেবিট করা হয়

All taxes/carriage/duties (expenses of profit)-debit,

However, it is debited as ownership interest is reduced by income tax

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

✓বাট্টা/বরাদ্দকৃত বাট্টা/প্রদত্ত বাট্টা/ মঞ্জুরীকৃত বাট্টা (মুনাফা জাতীয় ব্যয়) – ডেবিট

 

·✓উত্তোলন/জীবনবিমা প্রিমিয়াম/পণ্য উত্তোলন/আয়কর (মালিকানাসত্ত্ব হ্রাস পায় বিধায়) – ডেবিট

 

✓ প্রারম্ভিক মজুদ পণ্য বা ইনভেন্টরি/সমন্বিত ক্রয় (প্রত্যক্ষ বা মুনাফা জাতীয় ব্যয়) – ডেবিট

 

✓ ট্রেডমার্ক/প্যাটেন্ট/গ্রন্থস্বত্ব/সুনাম/কপিরাইট (অস্পর্শনীয় বা অদৃশ্যমান স্থায়ী সম্পদ)- ডেবিট

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

✓ শুধু কমিশন বা দস্তুরী /বাট্টা/সুদ (মুনাফা জাতীয় ব্যয়) – ডেবিট

 

✓অনাদায়ি পাওনা/অনাদায়ি দেনা/মন্দ ঋণ/ কূঋণ/সন্দেহজনক পাওনা বা দেনা (মুনাফা জাতীয় ব্যয়) -ডেবিট

 

✓সকল প্রকার সঞ্চিতি – ক্রেডিট, তবে পাওনা বা পাওনাদার/প্রদেয় বাট্টা সঞ্চিতি – ডেবিট

 

✓ সকল প্রকার তহবিল – ক্রেডিট, তবে নগদ তহবিল/ব্যাংক তহবিল (চলতি সম্পদ) – ডেবিট

 

✓  অবচয়/অবলোপন (মুনাফা জাতীয় ব্যয়) – ডেবিট, তবে অবচয় সঞ্চিতি বা পুঞ্জিভূত অবচয় (বিপরীত সম্পত্তি হি ) – ক্রেডিট

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

✓ ক্রয় (প্রত্যক্ষ বা মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট

✓ বিক্রয় (মুনাফা জাতীয় আয়)-ক্রেডিট

 

✓ ক্রয় ফেরত/বহিঃফেরত/বহির্মুখি ফেরত (ব্যয় হ্রাস) – ক্রেডিট

 

✓ বিক্রয় ফেরত/আন্তঃফেরত/অন্তর্মুখি ফেরত (আয় হ্রাস) – ডেবিট

 

✓ রয়েলিটি/রাজসেলামি/ভ্যাট/মূল্য সংযোজন কর (চলতি সম্পদ) – ডেবিট

 

✓ বিমা/বিমা সেলামি/বিমা প্রিমিয়াম (মুনাফা জাতীয় ব্যয়) – ডেবিট

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

✓ নিষ্কর সম্পত্তি/দায় মুক্ত সম্পত্তি/প্রিমিসেস (স্থায়ী সম্পদ) – ডেবিট

 

✓ শিক্ষানবিস ভাতা (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট ও

✓ শিক্ষানবিস সেলামি (মুনাফা জাতীয় আয়) – ক্রেডিট

 

সূত্রাবলী (Formula)

 

১. সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় – সমাপনি মজুদ পণ্য

 

২. বিক্রীত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় + প্রত্যক্ষ খরচ – সমাপনি মজুদ পণ্য

 

যে দফা গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, সেগুলো নিম্নরূপ:

 

(ক) সাধারণত সমাপনি মজুদ পণ্য/কালান্তিক মজুদ পণ্য/ অবিক্রীত পণ্যের বা দ্রব্যের ব্যয় রেওয়ামিলে আসে না কিন্তু সমন্বিত ক্রয় থাকলে সমাপণি মজুদ পণ্য রেওয়ামিলে আসে, তখন প্রারম্ভিক মজুদ পণ্য আসে না।

 

(খ) সকল প্রকার প্রারম্ভিক হিসাব রেওয়ামিলে আসে না

যেমন- প্রারম্ভিক নগদ তহবিল

প্রারম্ভিক  ব্যাংক তহবিল

প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি।

তবে প্রারম্ভিক মনিহারি বা সম্ভার বা সাপ্লাইজ ও প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসে।

 

(গ) সম্ভাব্য দায় বা নিষ্পত্তিহীন দায়/ সম্ভাব্য সম্পদ বা নিষ্পত্তিহীন সম্পদ রেওয়ামিলে আসে না।

 

(ঘ) অব্যবহৃত কোন দ্রব্য রেওয়ামিলে আসে না ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *