মুজিবনগর সম্পর্কিত BCS সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
মুজিবনগর সরকার সম্পর্কিত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
(৩৯তম বিসিএস)
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।
২. প্রশ্ন : কবে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়? (গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী ২০০৮-০৯)
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।
৩.প্রশ্ন : কোথায় থেকে জারিকৃত স্বাধীনতার ঘােষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়—
(বাপেক্স’র অফিসার ২০০৯)
উত্তর : মুজিবনগর, মেহেরপুর।
৪. প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোন পদ্ধতির সরকার ছিল? (ইবি ২০০২-০৩)
উত্তর : রাষ্ট্রপতি শাসিত।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৫. প্রশ্ন : মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন?
(পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯)
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।
৬. প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথগ্রহণ অনুষ্ঠানে কে শপথবাক্য পাঠ করিয়েছিলেন?
(NRB সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১২)
উত্তর : অধ্যাপক এম ইউসুফ আলী।
৮. প্রশ্ন : প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল—
(পিএসসি’র সহকারী পরিচালক ২০১৬)
উত্তর : ৮নং থিয়েটার রােড, কলকাতা।
৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কী?
(হাদাবিপ্রবি : ২০১৭-১৮)
উত্তর : মুজিবনগর।
১০. প্রশ্ন : মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন? (চবি : ১৪-১৫)
উত্তর : ৬ জন।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১১. প্রশ্ন : মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন? (১৬তম শিক্ষক নিবন্ধন)
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১২. প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন— (প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ১৮)
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
১৩. প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?(১৫তম প্রভাষক নিবন্ধন)
উত্তর : তাজউদ্দীন আহমদ।
১৪. প্রশ্ন : মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? (৪৩তম বিসিএস)
উত্তর : তাজউদ্দীন আহমদ।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
১৫ প্রশ্ন : মুজিবনগর সরকারের শিল্প, বাণিজ্য ও অর্থমন্ত্রী কে ছিলেন?
(১৬তম শিক্ষক নিবন্ধন)
উত্তর : এম মনসুর আলী।
১৬. প্রশ্ন : মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
(৩৮তম বিসিএস)
উত্তর : এ. এইচ. এম. কামারুজ্জামান।
১৭. প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন—
(প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক : ০৯ )
উত্তর : খন্দকার মােশতাক আহমেদ।
১৮. প্রশ্ন : মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন?
(বেবিচকের উচ্চমান সহকারী : ২১)
উত্তর : রুহুল কুদ্স।
১৯. প্রশ্ন : মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী ২০১৮)
উত্তর : মওলানা ভাসানী।
২০. প্রশ্ন : মহান মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? (তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ২০১৯)
উত্তর : ৮ জন। (সূত্র : বাংলাদেশ সরকার ১৯৭১; এইচ টি ইমাম।)
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
২১. প্রশ্ন : মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ও বিভাগ ছিল? (চবি : ৯৮-৯৯)
উত্তর : ১২টি। (সূত্র : বাংলাদেশ সরকার ১৯৭১; এইচ টি ইমাম)
২২. প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র কত তারিখ গৃহীত হয়? (মাভাবিপ্রবি ‘ডি’ ইউনিট ২০১৭-১৮)
উত্তর : ১৭ এপ্রিল।
২৩. প্রশ্ন : ‘মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর’ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? (DN’র উপ-পরিদর্শক ২০১৯)
উত্তর : ৮নং।
২৪. প্রশ্ন : বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল কেন এ বিখ্যাত? (GA’র জুনিয়র অডিটর ২০১৪)
উত্তর : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেন।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
২৫. প্রশ্ন : মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
(৩৩তম বিসিএস)
উত্তর : মেহেরপুর।
২৬. প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র পাঠ করা হয়-(টেলিযােগাযােগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা ২০০৩)
উত্তর : মুজিবনগর হতে।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
২৭. প্রশ্ন : বাঙালিদের কাছে ১০ এপ্রিল তাৎপর্যপূর্ণ কেন?
(ববি ১৩-১৪)
উত্তর : মুজিবনগর সরকার গঠন।
২৮. প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে কত তারিখে কলকাতার ৮নং থিয়েটার রােডে ‘বাংলাদেশ বাহিনী) গঠন করা হয়?
(৪১তম বিসিএস)
উত্তর : ১২ এপ্রিল ১৯৭১।
২৯. প্রশ্ন : কবে মুজিবনগর দিবস পালন করা হয়?
(পেট্রোবাংলার উচ্চমান সহকারী ২০১৭)
উত্তর : ১৭ এপ্রিল।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৩০. প্রশ্ন : ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী ছিল? (৪২তম বিসিএস)
উত্তর : জয় বাংলা।
৩১. প্রশ্ন : মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
(১০ম বিজেএস : ২০১৬)
উত্তর : তানভীর করিম।
৩২. প্রশ্ন : ১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ ‘মুজিবনগর’ করা হয়?
(DPE’র প্রােগ্রাম কো-অর্ডিনেটর ২০২০)
উত্তর : ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রামের নাম ‘মুজিবনগর’ করা হয়।
সংগৃহীত