আয়কর রিটার্ন জমা দিতে আপনার যে যে তথ্য ও কাগজপত্র প্রয়োজন
আয়কর বর্ষ ২০২২-২০২৩ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন –
ব্যক্তিগত তথ্য :
1. e-TIN সার্টিফিকেট ফটোকপি
2. জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি
(কপিরাইট এর আওতাধীন হতে)
3. পাসপোর্ট সাইজ ছবি এক কপি।
e-TIN করার নিয়ম/E-TIN registration
চাকুরির তথ্য :
1. বেতন বিবরনী (অফিস কর্তৃক) (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)
2. ব্যাংক বিবরনী (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)
3. উৎসে কর কর্তন সার্টিফিকেট
e-TIN করার নিয়ম/E-TIN registration
4. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে)
গৃহ সম্পত্তি হতে আয় থাকলে:
1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ
2. বাড়ী ভাড়ার চুক্তিপত্র
3. বাড়ী ভাড়া ব্যাংকের মাধ্যমে আদায় হলে ব্যাংক বিবরনী
(কপিরাইট এর আওতাধীন হতে)
4. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর / খাজনা
ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
(কপিরাইট এর আওতাধীন হতে)
3. সম্পদ ও দায় বিবরনী
4. ব্যাংক বিবরনী (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)
বিনিয়োগের তথ্য:
1. ডিপিএস (DPS) -যদি থাকে
2. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে)
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
3. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে)
4. সঞ্চয় পত্র – (যদি থাকে)
যেসব সেবা পেতে আয়কর রিটার্ন জমার প্রাপ্তিস্বীকার পত্র/আয়কর প্রত্যয়ন সনদ জমা দিতে হবে
সম্পদ ও দায় বিবরনীঃ
1. হাউজ, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে)
2. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেকট্রনিক্স ইত্যাদি। (যদি নিজের নামে থাকে)
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
3. ব্যাংক ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)
4. অন্যান্য ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)।
এবং যারা রেগুলার রিটার্ন দেন তাদের বিগত বছরের রিটার্ন কপি।
সংগৃহীত