বাগধারা-বিসিএস (BCS) ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

 বাগধারা

বিসিএস (BCS) ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 

 

✓ঢাকের কাঠি — তোষামুদে

 

✓বাঘের দুধ — দুঃসাধ্য বস্তু

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

গোঁয়ায় গোবিন্দ — কাণ্ডজ্ঞানহীন

 

✓তাসের ঘর — ক্ষণস্থায়ী

 

✓অমাবস্যার চাদ — দুর্লভ বস্তু

 

✓অর্ধচন্দ্র — গলাধাক্কা

 

✓কচু বনের কালাচাঁদ — নিরীহ ব্যক্তি

 

✓কেবলা হাকিম — অনভিজ্ঞ

 

✓আটকপালে — মন্দ ভাগ্য

 

✓আক্কেল সেলামি — নির্বুদ্ধিতার দণ্ড

 

✓আকাশ কুসুম — অসম্ভব কল্পনা

 

✓আমড়া কাঠের ঢেঁকি — অপদার্থ

 

✓আঠারো মাসে বছর — কুড়ে স্বভাবের

 

✓কত ধানে কত চাল — ঢের পাওয়ানো

 

✓কেউকেটা — সামান্য

 

(কপিরাইট এর আওতাধীন হতে)

 

✓কাকনিদ্রা — অগভীর সতর্ক নিদ্রা

 

✓কাঠালের আমসত্ত্ব — অসম্ভব ব্যাপার

 

✓ব্যাঙের বালি — সামান্য সম্পদ

 

✓গোফ খেজুরে — নিতান্ত অলস

 

✓ননীর পুতুল — শ্রমবিমুখ

 

✓ডুমুরেরফুল — বিরল বস্তু

 

✓ঝাঁকের কই — একই দলের লোক

 

✓অকাল কুষ্মাণ্ড — অপদার্থ

 

✓আদায় কাঁচ কলায় — ভীষণ শত্রুতা

 

✓উড়ো কথা — গুজব

 

✓এলোপাথাড়ি — বিশৃঙ্খলা

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

✓কাঠের পুতুল — অসার

 

✓গোড়ায় গলদ — শুরুতেই ভুল

 

✓ঘটিরাম — অপদার্থ

 

✓ঘোড়ার ঘাস কাটা — বাজে কাজ করা

 

✓তুলসী বনের বাঘ — ভণ্ড

 

✓তামার বিষ — অর্থের কুপ্রভাব

 

✓ব্যাঙের সর্দি — অসম্ভব ঘটনা

 

✓হাতভারী — কৃপণ

 

✓ভিজে বিড়াল — কপটচারী

 

✓লেফাফা দুরস্ত — পরিপাটি

 

✓পটল তোলা — মারা যাওয়া

 

✓শকুনি মামা — কুচক্রী মামা

 

✓রুই কাতলা — পদস্থ ব্যক্তি

 

✓আক্কেল দাঁত ওঠা — পাকা বুদ্ধি

 

✓শাখের করাত — উভয় সংকট

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

✓চোখ কপালে তোলা — বিস্মিত হওয়া

 

✓পালের গোদা — দলপতি

 

সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *